মঙ্গলবার, মে ০৭, ২০১৩

শিলাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 152 তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি


আল-আমিন খান রাব্বি : ২৫ বৈশাখ বুধবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 152তম রবীন্দ্র জন্মজয়ন্তী। এ দিনটিকে সামনে রেখে বেশ পরিপাটি করে সাজনো হয়েছে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি। সবুজে ঘেরা ছায়াশীতল এ কুঠিবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের অনেক মুল্যবান সময় কাটিয়েছেন। এখানে বসে রচিত গীতাঞ্জলী কাব্যই তাঁকে এনে দিয়েছে নোবেল পুরষ্কার আর বিশ্ব কবির মর্যাদা। তাই ২৫ বৈশাখ আসলেই হাজারো দর্শনার্থী ও ভক্ত রবীন্দ্রনাথের সেসব দিনের স্মৃতি হাতড়াতে ছুটে আসেন এ কুঠি বাড়িতে।
পদ্মাতীরের ছায়াশীতল নিরিবিল পরিবেশের কারনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বারবার ফিরে আসতেন কুষ্টিয়া শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে অবস্থিত শিলাইদহে তার কুঠিবাড়িতে। এখানে বসেই তিনি রচনা করেছেন কালজয়ী অনেক কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক ও উপন্যাস। রোববার বন্ধের দিন ছাড়া প্রতিদিন এখানে দর্শনার্থী আসেন। তারা বইয়ের পাতায় পড়া রবীন্দ্রনাথকে এখানে এস