সোমবার, জানুয়ারী ২১, ২০১৩

মালয়েশিয়া নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে

কুষ্টিয়ার বারখাদা ইউপি চেয়ারম্যান রাজ্জাককে ৬ মাসের কারাদন্ড

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় মালয়েশিয়া যাওয়ার নিবন্ধনে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার দুপুরে সদর উপজেলার বারখাদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে এ কারাদন্ড দেয়া হয়।
জানা যায়, গত শনিবার থেকে সরকারী ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কৃষি শ্রমিক নিয়োগের নিবন্ধন শুরু হয়েছে। সরকারীভাবে নিবন্ধন ফি ৫০ টাকা ধার্য করা হলেও কোথাও

ইবির নতুন প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা নিয়োগ

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলনের বিজয় : আজ থেকে ক্লাস-পরীক্ষা শুরু

ইমামুল হাছান আদনান, ইবি : অনিয়ম-দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। গতকাল শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে বিতর্কীত প্রক্টর ও ছাত্রউপদেষ্টাকে সরিয়ে নতুন প্রক্টর ও ছাত্রউপদেষ্টা নিয়োগ দেওয়া

স্বজনদের অভিযোগ নার্সদের অবহেলা : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু

আব্দুম মুনিব : কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নার্সদের অবহেলায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বিকালে হাসপাতালের ২য় তলায় পেয়িং ওয়ার্ডে হড়িপুরের সামসুদ্দিন (৫০) নামের এক রোগী মৃত্যুও ঘটনায় উত্তেজনা দেখা যায়। এসময় উত্তেজিত রোগীর আত্বীয় স্বজনদের সাথে কর্তব্যরত নার্সরা বাকবিত-ায় জড়িয়ে পরে। মৃতর ছেলে সিপন জানায়, গতকাল সকালে হাই পেশার ও বুকের ব্যাথার সমস্যায় তার বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেয়। বিকাল ৪ টায় তার প্রচন্ড বুকে ব্যাথা নিঃশ্বাসে নিতে কষ্ট হলে তারা কর্তব্যরত নার্সদের খবর দেয় এবং অক্স্রিজেনের ব্যাবস্থা করতে বলে। এসময় দীর্ঘক্ষন নার্সদের অবহেলা ও অক্স্রিজেন না দেওয়ায় আধাঘন্টা পর তার বাবার মৃত্যু হয়েছে বলে সিপন জানায়।  পাশের বেডের রোগী মহসিন জানায়, রোগী অসুস্থতা অনুভব করার পর বারবার নার্সদের অক্স্রিজেন আনার কথা বলা হলেও তারা অবহেলা করে। 

কুষ্টিয়ায় স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হত্যার ঘটনা এখনও রহস্যজনক : থানায় মামলা

সিরাজুম সালেকীন : কুষ্টিয়া শহরের স্বর্ণ ব্যবসায়ী আলমগীরকে শ্বাসরোধ করে হত্যার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যাকান্ডের ঘটনা রহস্যজনক রয়ে গেছে। এদিকে গতকাল নিহতের লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে। নিহতের ছোট ভাই জাকির বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যাক্তিদের নামে মামলা করেছে। মামলা নং ২৭। জানা যায়, গত শনিবার শহরের লাভলী টাওয়ারের সামনে পদাপর্ণ সুজ

কোলকাতার প্রখ্যাত সাহিত্যিক সোনালী হস্তশিল্প পরিদর্শন

শরীফুল ইসলাম কুমারখালী : কোলকাতার প্রখ্যাত সাহিত্যিক ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত শিলাইদহের কুঠিবাড়িতে সাহিত্যের প্রাণ পুরুষ কবি গুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রিত আলোচক অতিথি শুভ প্রসন্ন ভট্টাচার্য সোনালী হস্তশিল্প পরিদর্শন করেন। গত শুক্রবার সোনালী হস্তশিল্পের কারখানা এবং মেয়েদের হাতের চুমকি বসানো নিপুন কাজের তৈরি মেয়েদের জন্য ব্যবহৃত পোশাক পর্যবেক্ষণ করে মুগ্ধ হন। এসময় সোনালী হস্তশিল্পের চেয়ারম্যান জসিম উদ্দিন, নাট্যকার, প্রাবন্ধিক, সাহিত্যিক, প্রভাষক লিটন আব্বাস, প্রয়াত জাসদ নেতার পুত্র কুমারখালীর সন্তান সাইমুন কনক অতিথিদের সঙ্গে ছিলেন।

কুষ্টিয়া জেলা সংযুক্ত নিমার্ণ শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

কুষ্টিয়া জেলা সেনেটারী, মোজাইক ও রং মিস্ত্রি সংযুক্ত নিমার্ণ শ্রমিক ইউনিয়নের ( রেজি নং খুলনা -১৫৯২) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা সংযুক্ত নিমার্ণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি সেকেন আলীর সভাপতিত্বে সভায়

কুষ্টিয়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে নোট ও গাইড বই

কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে নোট ও গাইড বই। প্রশাসন এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। জেলার বিভিন্ন বইয়ের দোকান ঘুরে দেখা যায় প্রকাশ্যে বিক্রি করছে নিষিদ্ধ নোট ও গাইড বই। সুত্র জানায়, জেলার বিভিন্ন বইয়ের বিক্রেতারা শুধুমাত্র তাদের পরিচিত ক্রেতাদের কাছেই বই বিক্রি করছে। জেলার কয়েকটি বইয়ের দোকান ঘুরে দেখা যায় কিছু দোকানে প্রকাশ্যে আবার কয়েকটি দোকানে গোপনে বিক্রি হচ্ছে এসব বই। কয়েকটি প্রকাশনা প্রতিষ্ঠান কৌশল পাল্টে নোট বইয়ের নাম দিচ্ছেন সহায়িকা বা সমাধান বা অনুশীলন। জেলার দোকানগুলো ছাড়াও ফুটপাথেও নোট বই বিক্রি করতে দেখা যায়। এক বিক্রেতার কাছে নোট কেনার কথা বললে বিক্রেতা প্রথমে দিতে রাজি না হলেও পরবর্তীতে উচ্চমূল্যে দেয়ার কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানান, এবার গাইড বইয়ের দাম

শিশু পাচ্ছে না পুষ্টি, মাটি হারাচ্ছে উর্বরতা

লোভনীয় প্রস্তাবে ঝিনাইদহের কৃষকেরা ঝুঁকছে তামাক চাষে

ঝিনাইদহ প্রতিনিধি : মাটি, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক তামাক চাষের ভয়াল বিস্তার ঘটেছে ঝিনাইদহে। লোভনীয় প্রস্তাবে কৃষকেরা ঝুঁকছে তামাক চাষে । এই তামাক চাষ থেকে কৃষকদের নিরুৎসাহিত করতে কৃষি অফিসের নেই কোন উদ্যোগ। উল্টো পুঁজিবাদী তামাক কোম্পানীর আমন্ত্রনে গিয়ে কৃষি কর্মকর্তারা লাভ, চাষ ও উপকারিতা (!) সম্পর্কে কৃষকদের উদ্বুদ্ধকরণ করছে বলে অভিযোগ উঠেছে। জেলার ৩ হাজার কৃষক তামাক চাষের সাথে জড়িত। আর চাষ হচ্ছে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে।  বিশ্বের দ্বিতীয় বৃহৎ মাল্টি ন্যাশনাল সিগারেট কোম্পানী বিএটিবি (ব্রিটিশ আমেরিকান টোব্যাকো) এ অঞ্চলে তামাক চাষ শুরু করলেও বর্তমানে ঢাকা টোব্যাকো ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড সহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানী এখানে তামাক চাষ করছে। জেলার প্রধান প্রধান ফসল ধান, পাট,

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৪) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের দোকানঘর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, সদর উপজেলার কয়েরগাছি গ্রামের একটি ইটভাটায়

ইবি তারুণ্য’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ

এদেশের ছাত্র সমাজের আছে গৌরবময় ইতিহাস : প্রফেসর ড.আবদুল হাকিম সরকার

ইবি সংবাদদাতা : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই শ্লোগানকে সামনে রেখে শীতার্ত অসহায় ও দুঃস্থ্য মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য। গতকাল রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি মিলনায়তনের পূর্ব গেট চত্বরে সংগঠনটির পক্ষ থেকে শতাধিক কম্বল ও ৫০০ শতাধিক পিচ পুরাতন জামা-কাপড় বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.আবদুল হাকিম বলেছেন, ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক

কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভা

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির নব নিবার্চিত নির্বাহী পরিষদের এক পরিচিতি সভা গতকাল বিকাল ৪টায় স্থানীয় কুষ্টিয়া সার্কিট হাউস সভা কক্ষে আনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, মুসলমানদের বছরে ২টি ঈদ উদযাপিত হয়ে থাকে। এটা সুন্দর ভাবে করার জন্য ঈদগাহ কমিটি গঠন করা হয়েছে। আমি আশা করবো যে, নতুন কমিটির গতিশীল নেতৃত্বে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের আরো উন্নয়ন ঘটবে। এর সার্বিক উন্নয়নে আমি অবদান রাখার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সহ-সভাপতি এমএ শামীম আরজু, আলহাজ্ব মোঃ জাবেদ

মিরপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী নান্নু আটক

ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার মিরপুরে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী নান্নু (৩৫) কে আটক করছে মিরপুর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় ৭টায় পুলিশ মিরপুর বাজার থেকে তাকে আটক করে। মিরপুর থানার ওসি মসিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মিরপুর বাজারে অস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ মিরপুর বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী নান্নু