মঙ্গলবার, জানুয়ারী ২৯, ২০১৩

কুমারখালীতে পুলিশের অভিযানে ৩ টি এলজি বন্দুক ২ টি বোমাসহ ৩ জন গ্রেফতার

অস্ত্র তৈরীর কারখানা আবিষ্কার

আব্দুম মুনিব : কুষ্টিয়ার কুমারখালীতে দেশী তৈরী অস্ত্রের কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এসময় কারখানা থেকে ৩ টি দেশী তৈরী এলজি বন্দুক ও ২ টি ককটেল বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই কারখানার ৩ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত ৯ টার দিকে কুমারখালী উপজেলার জনবহুল চৌরঙ্গী বাজারের লেদ ওয়ার্কশপের মধ্যে অস্ত্র তৈরীর এই কারখানা আবিষ্কার করে পুলিশ। জনবহুল এলাকায় অস্ত্রের কারখানা আবিস্কারের বিষয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মানুষের মধ্যে।  কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান,পুলিশের কাছে এই ধরণের একটি খবর ছিলো। সে মোতাবেক এএসপি সদর সার্কেল ফকরুজ্জামান জুয়েল সোমবার বিকেলে সাদা পোষাকে ওই লেদ মেশিনের ওয়ার্কশপে যান। তিনি অস্ত্র তৈরীর বিষয়টি নিশ্চিত হলে চৌরঙ্গী

অবিলম্বে মেহেদী রুমী ও সোহরাব উদ্দিনের নি:শর্ত মুক্তি দিতে হবে : স্বেচ্ছাসেবক দল

হাওয়া ডেস্ক : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক এ্যাড. শামিম উল হাসান অপু, যুগ্ম আহবায়ক সাব্বির হাসান ঝন্টু, নুরুল ইসলাম আসাদ, ইস্তেকবাল চয়ন, হাফিজুর রহমান বাবু, হাসানুজ্জামান বাবলু, হাসানুজ্জামান হাসান ও আলমগীর হোসেন এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব

ট্রাইবুনাল বাতিলের দাবিতে ইবিতে শিবিরের বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধের মামলার দায়ে আটককৃত জামায়াত নেতৃবৃ›দের মুক্তির দাবীতে ও ট্রাইবুনাল বাতিলের দাবীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। মিছিলত্তোর সমাবেশে বক্তারা অতি দ্রুত জামায়াত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবী জানান।  গতকাল সোমবার বেলা দেড়টায় ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তারেক মনোয়ার ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ’র নেতেৃত্বে অনুষদ ভবনের নিচ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন ও অবৈধ ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে মিছিলে হাজার হাজার সাধারণ শিক্ষার্থী স্ব:স্ফুর্তভাবে মিছিলে অংশ গ্রহন করে। এসময় অবৈধ্য মিথ্যা ট্রাইব্যুনাল বাতিলের স্লোগানে উত্তাল হয়ে উঠে ক্যাম্পাস। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে ক্যাম্পাসের প্রধান ফটকে সমাবেশ মিলিত হয়। সমাবেশে ইবি শিবির সভাপতি তারেক

ইবি ভর্তি পরীক্ষা ২৩ ফেব্র“য়ারি শুরু

রাশেদুন নবী রাশেদ, ইবি : দীর্ঘ দিন চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৩ ফেব্র“য়ারি হতে ২৭ ফেব্র“য়ারি পর্যন্ত এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৫ টি অনুষদের ৮টি ইউনিটের অধীনে ১৪৬৫ আসনের বিপরীতে সর্বমোট ৮৮,৩২০টি ফরম জমা পরেছে। এ বছর আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করবে প্রায় ৬০ জন ভর্তি পরীক্ষার্থী। গতকাল সোমবার বেলা ১১ টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এর সভাপতিত্বে

ভাষাসৈনিক মরহুম আব্দুস সাত্তারের মৃত্যু বার্ষিকী আজ

ষ্টাফ রিপোর্টার : প্রবীন শিক্ষাবিদ ও ভাষা সৈনিক মরহুম অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার এর ৭ম মৃত্যু বার্ষিকী আজ। ২০০৬ সালের ২৯ জানুয়ারী তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।
তিনি ১৯৫০ সালের মার্চ মাসে কুষ্টিয়া সরকারী কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে যোগদানের মধ্য দিয়ে শিক্ষকতা পেশা ও কুষ্টিয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার কর্মময় জীবনে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। সমগ্র কুষ্টিয়ায় ছড়িয়ে কাছে তার অসংখ্য গুনগ্রাহী ছাত্র ছাত্রী। তিনি ১৯২৩ সালের ২ জানুয়ারী নাটোর জেলার গুরুদাসপুর থানার অন্তর্গত হাসমারী গ্রামে জন্ম গ্রহন করেন। ছাত্র জীবনে জুনিয়র বৃত্তি হতে শুরু করে প্রায় সকল পরীক্ষায় বৃত্তি লাভ করেন। ১৯৪০ সালে হাই মাদ্রাসা পরীক্ষায় তিনি সমগ্র বাংলায় তৃতীয় স্থান অধিকার করেন। ১৯৪২ সালে

ঝিনাইদহের গণসমাবেশে মসিউর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান বলেন, বিএনপির সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিলেও হাসিনা পতন আন্দোলন থামানো যাবে না। কারণ জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, আসুন আরেকবার লড়াই করি, হয় বাঁচবো নয় মরবো। বন্দি খাঁচার ভেতর থেকে গণতন্ত্রকে মুক্ত করি। মসিউর রহমান সোমবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ঝিনাইদহ সদর উপজেলার চণ্ডিপুর হাইস্কুল মাঠে বিশাল সমাবেশ বক্তৃতাদান কালে এ কথা বলেন।  তিনি আরো বলেন, সরকারের সমালোচনা করলেই বিরোধী দলের নেতাকর্মীরা হামলা, মামলা, হত্যা-গুমের শিকার হচ্ছে। হামলা মামলা দিয়ে সমগ্র বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে মহাজোট সরকার। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার

দৌলতপুরে একই রাতে ৫ বাড়িতে ডাকাতি : সম্পদ লুট : আহত ২

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একই রাতে ৫বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ, স্বর্নালংকার ও মোবাইল ফোনসহ ২লক্ষাধিক টাকার সম্পদ লুট করেছে। ডাকাতদের বাঁধা দিতে গিয়ে তাদের ধারাল অস্ত্রের আঘাতে ২জন আহত হলে তুহিন (৩২) নামে এক স্কুল শিক্ষকের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতি হামলার শিকার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, রোববার রাতে উপজেলার মরিচা ইউপি’র নতুনচর গ্রামে ১০/১২ জনের একদল সশস্ত্র ডাকাত নতুনচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ইউপি সদস্য গাজীউর রহমান, আব্দুল লতিব, হাফিজুর রহমান

স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের জন্য মানববন্ধন ও সড়ক অবরোধ

খলিসাকুন্ডি প্রতিনিধি : ১৯৯৭ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম আহমেদের নির্দেশে দেশের অন্যান্য স্থানের ন্যায় কুষ্টিয়া-দৌলতপুরের সর্ব দক্ষিনে সন্ত্রাস প্রবণ খলিসাকুন্ডিতে একটি পুলিশ ক্যাম্প স্থাপন হয় এবং অদ্যবধি তার কার্যক্রম চলছে। ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশে উক্ত পুলিশ ক্যাম্প, পুলিশ তদন্ত কেন্দ্রে রুপান্তরিত হলেও ক্যাম্পের জ
ন্য ক্রয়কৃত জমিতে কোন স্থায়ী অবকাঠামো নির্মাণ হয় নাই। ইউনিয়ন পরিষদ ভবনের ছোট্ট দুইটি কক্ষে এই তদন্ত কেন্দ্রের/পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। ফলে অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যগণ সঠিক সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে। যাতে অনতিবিলম্বে এই তদন্ত কেন্দ্রের স্থায়ী অবকাঠামো নির্মাণ হয় সে জন্য গতকাল সোমবার সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের খলিসাকুন্ডিতে মানববন্ধন ও সড়ক অবরোধের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠে, যানবাহণ চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাহির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে

তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরন অনুষ্ঠান

দৌলতপুর প্রতিনিধি : দৌলতপুর উপজেলার তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবীন বরণ, প্রবীণ বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল সোমবার স্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক কুষ্টিয়ার কণ্ঠ’র সম্পাদক ও তারাগুনিয়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ খন্দকার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমান সবুর। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেয়া হয় এবং ২০১৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনাসহ তাদের বিদায় জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের

কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে বোমা হামলার প্রতিবাদে কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় মিছিলটি সরকারী কলেজ থেকে শুরু করে কলেজ মোড় কাটাই খানা মোড় প্রদক্ষিন করে সরকারী কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মীর সাইফুল ইসলাম। তিনি বলেন, অপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া মৌলবাদীদের সাথে নিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত। কিন্তু ছাত্রলীগ তাদের এই ষরযন্ত্রের দাত ভাংগা জবাব দিবে। সমাবেশে আরো ব্ক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের অন্যতম নেতা আব্দুস

কুষ্টিয়ায় আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

ষ্টাফ রিপোটার : আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসার সামনে বোমা হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় আওয়ামীলীগের উদ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের বক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষথেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকে। বিক্ষোভ সমাবেশে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুলফিকার আলী আরজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, খোকসা উপজেলা চেয়ানম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের

ভেড়ামারার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মনির উদ্দিন মনির : গতকাল সোমবার বিকেলে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউপি’র দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) নির্বাচনী আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জননেতা হাসানুল হক ইনু’র সহদর ড. ইঞ্জিনিয়ার এনামুল হক ও আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাসরত প্রবাসীদের আর্থিক সহায়তায় ৬টি বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তিপ্রদান উপলক্ষ্যে ঐ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইঞ্জিনিয়ার শমিত আশফাকুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালকের অভিভাবক সমাবেশে ভেড়ামারা উপজেলা সমাজ সেবা অফিসার মাসুদ আহমেদ প্রধান অতিথি হিসেবে এবংক্যালিফোর্নিয়ায় বসবাসরত ড. ইঞ্জিনিয়ার এনামুল হক, ব্র্যাক শিক্ষা কর্মসূচী (পেইস)’র সিনিয়র ম্যানেজার

কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে জয়ী

হাওয়া ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও অর্থায়নে এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ইয়াং টাইগার্স অনুর্ধ-১৪ জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ২০১২-১৩ শুরু হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চলছে এ প্রতিযোগিতা। গতকাল কুষ্টিয়া প্রতিতী বিদ্যালয় ২ উইকেটে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টচে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রতিতী বিদ্যালয়। ৫০ ওভারের খেলায় ৪২ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে তারা ১০৮ রান করে। জবাবে কলকাকলী

জাতীয়তাবাদী মহিলা দলের শোকবার্তা

হাওয়া ডেস্ক : ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার ইন্তেকাল করায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুলতানা আহম্মেদ । গতকাল এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে মাহমুদা আক্তার সংগ্রামী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে মোহাম্মদপুর থানা জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয় বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন। নেতৃবৃন্দ মরহুমা মাহমুদা আক্তার এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।