শনিবার, মার্চ ০২, ২০১৩

কুষ্টিয়া ও কুমারখালীতে ২য় দিনের মত ১৪৪ ধারা জারি

আব্দুম মুনিব : কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, একই স্থানে একাধীক দলের সমাবেশ ডাকায় আইন শৃংখলার অবনতির আশংকায় আজ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় সেই সাথে আদেশ কার্যকর করার জন্য সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেয়া হয়। দুপুর ১ টা থেকে মাইকিং করে এ আদেশ জারী করা হয়। জানাগেছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গতকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিলের

আজ কুষ্টিয়ায় বিএনপির গণমিছিল

দেশব্যাপী গণহত্যা, সরকারী মদদে নৈরাজ্য সৃষ্টি ও তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার জেলা বিএনপির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। আজ বিকাল ৩ টায় শিল্পকলা একাডেমী থেকে মিছিলটি শহর প্রদক্ষিন করবে বলে জেলা বিএনপি সূত্রে জানা গেছে। গণ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতা কর্মীকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী অঅহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

কুষ্টিয়া জেলাব্যাপী ১৪৪ ধারা জারি : বিজিবির টহল

আব্দুম মুনিব : কুষ্টিয়া জেলার ৬টি থানা ও ৫টি পৌরসভায় গতকাল শুক্রবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ১৪৪ ধারা করে জেলা প্রশাসন। জামায়াত শিবিরের কর্মসূচিসহ যেকোন নৈরাজ্যকর পরিস্থিতি এড়াতে ১৪৪ দারা জারি করা হয়। দুপুর ২ টা থেকে পুলিশ ও র‌্যাবের টহলের পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর ৬টি উপজেলাতে উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই ১৪৪ ধারা জারির ঘোষণা দেন। ১৪৪ ধারা চলাকালীন সময় একসাথে ৪

দৈনিক সত্য খবর পত্রিকার প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ


কুষ্টিয়াকে এগিয়ে নেয়ার একমাত্র

সুতিকাগার কুষ্টিয়ার মিডিয়া সমাজ

কুষ্টিয়া থেকে প্রকাশিত একটি অন্যতম দৈনিক পত্রিকা “সত্য খবর”. হাটি হাটি পা পা করে পত্রিকাটি পার করলো একটি বছর। গতকাল শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত দি ওল্ড কুষ্টিয়া হাই স্কুল মাঠে পত্রিকাটির ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠানে দৈনিক সত্য খবর পত্রিকা সম্পাদক মন্ডলীর সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে, সম্পাদক হাসিবুর রহমান রিজু ও ঢাকা ব্যুরো চিপ তাজবীর সজিবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, দি চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি’র সভাপতি হাজী আবুল কাশেম, হাট্শ হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান এম মোস্তাক হোসেন মাসুদ,

শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শনে আসছেন প্রণব মুখার্জি

ষ্টাফ রিপোর্টার : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগামী সোমবার কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শনে আসবেন। কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানান, প্রণব মুখার্জির আগমনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলার আলাউদ্দিননগর শিক্ষা প্রতিষ্ঠানে হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। তিনি জানান, কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র পরিদর্শনের পাশাপাশি কুঠি চত্বরে একটি বকুল গাছের চারা রোপণ করবেন প্রণব মুখার্জি। এরপর গীতাঞ্জলি রেস্ট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি।

আজ ইবি ছুটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল ১ মার্চ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। ছুটির দিনে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ভাইস চ্যান্সেলরের উপর অর্পিত ক্ষমতা বলে, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার আজ ২ মার্চ শনিবার (১দিন) বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন। এ কারণে আজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

আড়িয়ার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপির লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহঃবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ২০১৩ ইং অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরনী করা হয়. অবঃ সেনাকর্মকর্তা গোলাম রহমানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আড়িয়া ইউপি সদস্য ও লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খাজা মইনদ্দিন তিনি বলেন নিয়মিত খেলা ধুলায় শরীর মন দুটোই ভালো থাকে। নিয়মিত খেলাধুল ধুলাই লেখাপড়ার কোন ক্ষতি হয় না। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহায্য তিনি আরও বলেন কমল মতি ছাত্র-ছাত্রীরা নিয়মিত পড়াশুনা করছে কি না সেদিকে অভিভাবকদের নজর রাখাও আহবান জানান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের

আজ খোকসার ডা: বিমল রায়ে’র ১০ম মৃত্যু বার্ষিকী


খোকসা সংবাদদাতা : আজ শনিবার ০২ মার্চ খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার, পৌর বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের একান্ত সহচর ও মাসিক কলমতরী’র সহযোগী সম্পাদক রাজেশ রায়ের পিতা ডা: বিমল কুমার রায়ের ১০ম মৃত্যুবার্ষিকী। তিনি ২০০৩ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কালিবাড়িস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তার পরিবার সবার কাছে আর্শীবাদ প্রার্থী তিনি যেন স্বর্গের বাসিন্দ হতে পারেন। তিনি আমৃত্যু চিকিৎসাসেবার সাথে জড়িত ছিলেন।

উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৩১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের সদর থানা শাখার সভাপতি জাহিদুল ইসলাম বিপ¬ব ও সাধারণ সম্পাদক আব্দুল মাজেদের স্বাক্ষরিত ২৭ ফেব্র“য়ারী বুধবার এক সংবাদ বিজ্ঞপিতে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে আহবায়ক পদে রয়েছেন আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, হুমায়ুন কবীর কাল্টু, শরিফুল ইসলাম, আবু জাফর, আয়ুবুর রহমান, কেরামত আলী, বিপ¬ব হোসেন, আমিরুল ইসলাম, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, আব্দুল

কুষ্টিয়ার নিউ জুনিয়র ক্লাব ৭ উইকেটে জয়ী

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০১২-১৩ চলছে। গতকাল কুষ্টিয়া নিউ জুনিয়র ক্লাব ৭ উইকেটে কৃষ্ণচুড়া ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কৃষ্ণচুড়া ক্লাব। ৪৫ ওভারের খেলায় ২০.২ ওভারে সবকটি উইকেট

কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন সম্পন্ন

কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ১০ হতে ১২ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র বিতরণ ও জমাদান, ১৪ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র বাছাই, ১৬ হতে ১৮ ফেব্র“য়ারি ছিল মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ২ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সংখ্যক পদের অনুকুলে সমান সংখ্যক মনোনয়ন পত্র পাওয়ায় সকল বৈধ্য প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেছেন

মেহেরপুরে তমথমে অবস্থা : দোকান ভাংচুর

জেলা জামায়াতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াত শিবিরের নেতা কর্মি দ্বারা অর্ধশতাধিক দোকান ভাঙচুর এবং আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা জেলা জামায়াতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ ও ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুরের পর এখন মেহেরপৃুর শহরের তমথমে অবস্থা বিরাজ করছে। ভাংচুরের ঘটনায় শহরের র‌্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশ পৌর জামায়াতের আমির মাহবুবুল আলম ও জামায়াত কর্মি আব্দুস সবুর কে শুক্রবার গভীর রাতে আটক করেছে . মেহেরপুরের পুলিশ সুপার মোফাজ্জেল হোসেন জানান,যে কোন মূল্যে জামায়াত শিবিরের নাশকতা প্রতিহত করা হবে।

মিরপুরে প্রতিমা ভাংচুর

কুদরতে খোদা সবুজ : কুষ্টিয়ার মিরপুরে দূবৃর্ত্তরা কালি মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে। শুক্রবার বিকেলে স্থানীয় সনাতন ধর্মালম্বীরা সাপ্তাহিক হরিবাস করতে পৌর মহাশশ্মান কলি মন্দিরে উপস্থিত হয়ে প্রতিমা ভাংচুর দেখতে পায়। এ ব্যাপারে পৌর মহাশশ্মান কলি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শক্তিদানন্দ দেবনাথ জানান, আগামী ১১মার্চ বাৎসরিক কালিপূর্জা উপলক্ষে এ প্রতিমা নির্মানের কাজ চলছিল। প্রতিমা রং করার

ইবির ডি ইউনিটের ফল প্রকাশ

হাওয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ডি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় এ ফল প্রকাশ করা হয় বলে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অফিস সূত্রে জানা যায়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের নোটিশ বোর্ড থেকে তাদের ফলাফল জানতে পারবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকেও ভর্তিচ্ছুরা তাদের ফলাফল জানতে পারবে।