বৃহস্পতিবার, মে ২৯, ২০১৪

তদন্ত কমিটির গণশুনানী

অবশেষে রাহুমুক্ত হতে যাচ্ছে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত

হাওয়া ডেস্ক : দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত থেকে বিচার বঞ্চিত ভুক্তভোগী পরিবার ও জেলার সচেতন মহলের আন্দোলনের মুখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে তদন্ত কমিটি গঠন করে বিরাজমান পরিস্থিতির উত্তোরণে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের মিলনায়নে তদন্ত কমিটির কর্মকর্তা যশোর’র সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার এর উপস্থিতিতে এই গণশুনানী করা হয়। এসময় সেখানে বিচার বঞ্চিত শতাধিক ভুক্তভোগীসহ জেলা আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক ও পিপি নুরুল ইসলাম দুলাল’র নেতৃত্বে কুষ্টিয়া বারের বিজ্ঞ আইনজীবি সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা উপ্িস্থত ছিলেন।  দুপুর ১টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত শুনানীকালে উপস্থিত জেলার চাঞ্চল্যকর সহিংস ঘটনার শিকার ভুক্তভোগীরা কান্নাজড়িত কন্ঠে বিচার বঞ্চনার করুণ কাহিনী তুলে ধরেন। এসময় আইনগত তথ্যাদি প্রদান করতে সেখানে উপস্থিত আইনজীবিরা সহায়তা করেন। শুনানী গ্রহণকারী কর্মকর্তা ড. মোঃ গোলাম মর্তুজা মজুমদার অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের বক্তব্য শুনে তা লিপিবদ্ধ করে সেখানে তাদের স্বাক্ষর গ্রহণ করেন। তবে সময়াভাবে উপস্থিত সকল সদস্যদের বক্তব্য গ্রহণ করতে পারেননি তদন্ত কর্মকর্তা। তাছাড়া সাক্ষাৎ দাতাদের সকলের বক্তব্য অনেকটা এক এবং অভিন্ন হওয়ায় তদন্ত কর্মকর্তা শুনানী শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। তিনি বলেন, আদালতের একজন বিচারক সম্পর্কে এজাতীয় অভিযোগ উত্থাপন খুবই দৃ:খজনক। সেই সাথে এখানে যে সকল বিচার প্রার্থীরা এসে তাদের বিচার না পাওয়ার কথা জানিয়েছেন, নাগরিক হিসেবে অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। উল্লেখ্য কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত’র বিচারক আফজাল হোসেন’র বিরুদ্ধে অনিয়ম, দূনীতি ও ঘুষের বিনিময়ে জেলার নারী ও শিশুর উপর সংঘটিত সহিংসতার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আসামীদের ছেড়ে দেয়াসহ মামলাগুলি নিষ্পত্তি করে দেয়। এবিষয়ে কুষ্টিয়া জেলা বারের নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলা প্রশাসনের আইন শৃংখলা বিষয়ক সভায়ও তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে বিক্ষুব্ধ হয়ে উঠা বিচার বঞ্চিত ভুক্তভোগী পরিবার, বিভিন্ন মানবাধিকার সংগঠন,

কুষ্টিয়ায় ব্রাজিল ফ্যান ক্লাবের আঞ্চলিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ব্রাজিলের ফ্যান ক্লাবের আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের পূর্ব মজমপুরের আরশীনগর ভবনে এ কমিঠি গঠন করা হয়। কমিটি গঠনকল্পে এক আলোচনা সভার সভাপতির বক্তব্য রাখেন কুষ্টিয়া ব্রাজিল ফ্যান ক্লাবের আহবায়ক অ্যাড. শামিম উল হাসান অপু। বক্তব্যে তিনি বিশ্বকাপকে সামনে রেখে কুষ্টিয়ার গুরুত্বপূর্ন বিভিন্নস্থানে ব্রাজিলের পতাকা উত্তোলন, বিশ্বসেরা খেলোয়াড় পেলে ও বর্তমান ব্রাজিল দলের খেলোয়াড়দের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন টাঙানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি আগামী ১২ জুন কুষ্টিয়া ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজন বর্ণাঢ্য শোভা যাত্রায় সকল ফুটবলপ্রেমী মানুষদেও অংশগ্রহণের আহ্বান জানান। আলোচনা সভা শেষে ব্রাজিল ফুটবলদলের সমর্থক আফরোজা আক্তার ডিউকে আহবায়ক, কুষ্টিয়া জেলা ক্রিকেটদলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আলী নিশানকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও ব্রাজিল ফুটবলদলের সমর্থক রাজু আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, ব্রাজিল ফুটবলদলের সমর্থক বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলু, রাশেদুল

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার ডিবি (গোয়েন্দা) পুলিশ অভিযান চালিয়ে শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে ১০ পিচ ইয়াবাসহ আনারুল ইসলাম আনন্দ (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার সন্ধ্যা ৭টা শহরের সাদ্দাম বাজার মসজিদ গলি থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত আনন্দ শহরের সাদ্দাম বাজার ওস্তাদ ভাই সড়কের মৃত আফজাল হোসেনের ছেলে। গোয়েন্দা পুলিশের এসআই জায়েদ আলম জানান, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে শহরের সাদ্দাম বাজার এলাকায় ইয়াবা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে আনারুল ইসলাম আনন্দকে

কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবসে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। “আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের গিয়ে শেষ হয়। এরপর সিভিল সার্জনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আজিজুন নাহার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরেরর উপ-পরিচালক ডাঃ মাসুদুজ্জামান, সিভিল সার্জনের সিনিয়র স্বাস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তা পারভেজ আকতার হোসেন, মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ্জোহরা, স্বাস্থ শিক্ষা বিষয়ক কর্মকর্তা শামসুল আলম প্রমুখ। বক্তারা বলেন, একজন সুস্থ্য মা’ই কেবল পারে একটি সুস্থ্য শিশুর জন্ম দিতে। আর একটি সুস্থ্য শিশু কেবল একটি পরিবার বা বাবা-মা’রই কাম্য নয়

কুষ্টিয়ায় মহিলা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিসব পালিত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে, আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিসব পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের কার্যালয়ে গতকাল বিকেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি ফিরোজা মহি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্বাস্থ্যকর্মী শেখ সামছুন্নাহার, অগ্রণী প্রিপারেটরী স্কুলের শিক্ষিকা রোকেয়া বেগম প্রমুখ। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক তসলিমা খানম লতা, লিগ্যাল এইড সম্পাদক নিলুফা বেগম রীনা,

কুষ্টিয়ায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

হাওয়া ডেস্ক : কুষ্টিয়া পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পে উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোনচা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল দশটায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বর থেকে “ আসুন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবস র‌্যালী শুরু হয়। কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নে ইউএনএফপিএ-এর অর্থায়নে সৃজনী বাংলাদেশের পরিচালনায় আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের উদ্যোগে র‌্যালীটি শহরের ১২টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া পৌরসভায় শেষ হয়। র‌্যালীটি পিকআপ গাড়ী এবং অটোরিক্সায় ব্যানার, প্লেকার্ড, লিফলেট, মাথায় ক্যাপ ও বাদ্যযন্ত্র নিয়ে প্রদক্ষিণ করেন। র‌্যালী শেষে কুষ্টিয়া পৌরসভায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুষ্টিয়া পৌরসভা পরিচালিত আরবান প্রাইমারী হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাহেলা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। সেই কারণে আমরা এই প্রকল্পেল মাধ্যমে অতি স্বল্পমূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ডেলিভারী ও সিজার সংক্রান্ত অপারেশন করানো হয়। রাত-দিন ২৪ ঘন্টা অভিজ্ঞ মেডিকেল অফিসার কর্তৃক

দৌলতপুর উপজেলায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্র এর উদ্দোগে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।  গতকাল বুধবার সকাল ১০ টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্র এর উদ্দোগে নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে এক সেমিনার শেষে উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রে সদ্য যোগদান কৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো: আকুল উদ্দিন এর নেতৃত্বে একটি র‌্যালী উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উজেলার সদও ইউপি চেয়ারম্যান আকবার আলী সহ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্রর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উদযাপন উপলক্ষে খোকসায় ছাত্রদলের প্রস্তুতি সভা

মনিরুল ইসলাম মনি, খোকসা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় থানা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে থানা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা। সভা পরিচালনা করেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, থানা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ইকরাম, প্রচার সম্পাদক মতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, কলেজ ছাত্রদলের সভাপতি জাফর হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমরান খান, বেতবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি

কুমারখালীর পান্টি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

সাধারণ জনগণ ন্যুনতম সেবা থেকে বঞ্চিত হবেনা সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে

- হাফিজুর রহমান

শরীফুল ইসলাম, কুমারখালী : জনগন তাদের সুচিন্তিত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে বারবার চেয়ারম্যান নির্বার্চিত করায় আমি পান্টি ইউনিয়ন বাসির কাছে চির ঋণী। আমি সব সময় প্রান্তিক জনগনের সুবিধা নিয়ে কাজ করার চেষ্টা করি, যে কারনে সারা দেশে শ্রেষ্ট কয়েকজন চেয়ারম্যানের তালিকায় স্থান করে নিতে পেরেছি, জেলায় প্রথম হওয়ার গৌবরটুকুও আপনাদের সর্বজনতার। গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১০নং পান্টি ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেট ঘোষণা পূর্বে পান্টি ইউনিয়নের বার বার নির্বাচিত সুনামধন্য চেয়ারম্যান, কুমারখালী থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ’র সভাপতিতে সর্ব সাধারণের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে ২০১৪-২০১৫ অর্থ বছরের সর্বমোট ব্যয় ৭৮,১৩,৬৩৪/= টাকা এবং সর্বমোট প্রাপ্তি ৭৮,১৩,৬৩৪/= টাকা (সম্ভাব্য) ঘোষিত বাজেটের স্বাগত বক্তব্যে তিনি বলেন, জনগণের চাহিদা ও আকাঙ্খার প্রতিফলন ঘটবে এ বাজেটে। তিনি আরো বলেন, সাধারণ জনগন নুন্যতম সেবা থেকে বঞ্চিত হবেনা সেদিকে আমার সবসময় সজাগ দৃষ্টি থাকবে ইনশাল্লাহ। বাজেট সভায় আকবর আলী জোয়ারদারের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সচিব মহিউদ্দিনের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সকাল ১০ টায় সম্ভাব্য প্রকাশিত বাজেট সভায় প্রবীণ ব্যক্তিত্ব ইসলাম উদ্দিন মিঞা বিশেষ অতিথি ছাড়াও সদস্য আব্দুস সালাম, আব্দুল আলিম, রওশন আলী, এনামুল হক এতিম, সাবেক সদস্য আব্দুল আজিজ ও চৌরঙ্গী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

কুমারখালীতে ডিজিটাল মেলার উদ্বোধন

শরীফুল ইসলাম, কুমারখালী: কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি মেলা ২০১৪ উদ্বোধন করা হয়। গতকাল বুধবার সাড়ে ৩ টায় উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুল হক, কৃষি কর্মকর্তা মোঃ রুহুল কবির, সমাজ সেবা কর্মকর্তা বিপুল কুমার সাহা।

মুক্তির উদ্যোগে সভা অনুষ্ঠিত

গতকাল ২৬-২৭ মো ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্দ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলায় চাপড়া ইউনিয়ন পরিষদ হলরুমে চাপড়া পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাথে বাল্য বিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা ও অন্যান্য প্রাসঙ্গিক আইনী বিষয় সমূহ শক্তিশালী ও কার্যকর করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চাপড়া ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে উল্লেখিত বিভিন্ন আইন বিষয়ে বক্তব্য রাখেন মুক্তির প্রোজেক্ট অফিসার খন্দকার মুস্তাফিজুর রহমান। পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক আবু তালেব ইউপি সদস্য মোতাহার হোসেন, ইয়ুথগ্র“প সদস্য শাহীন

শহীদ জিয়া’র ৩৩তম শাহাদৎ বার্ষিকীতে ইবি জিয়া পরিষদের শ্রদ্ধ্াঞ্জলী

মহান স¦াধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর
৩৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদালয় শাখার সভাপতি প্রফেসর ড. মো: শহীদুল
ইসলাম নরী ও সাধারণ সম্পাদক মো: আব্দুস শাহীদ মিয়া এক বিবৃতিতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন
ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে
স্বাধীনতার ঘোষণা দান ও রণাঙ্গনে বীরবিক্রমে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং পরবর্তীতে

শনিবার, মে ২৪, ২০১৪

দৌলতপুরে ফেনসিডিল পাচারকারীদের লক্ষ্য করে গুলি

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা আখ সেন্টার সংলগ্ন এলাকায় ফেনসিডিল পাচারকারীদের লক্ষ্য করে গুলি বর্ষণ করেছে পুলিশ। এসময় সেখান থেকে ৫‘শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। দৌলতপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ডাংমড়কা আখ সেন্টার সংলগ্ন এলাকা দিয়ে ৮/১০ জন মাদক পাচারকারী ফেনসিডিল পাচার করছে খবর পেয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে তারা পুলিশকে লক্ষ্য করে একটি বোমা ছুড়ে মারে। পুলিশ ও এক রাউন্ড গুলি চালায়। এসময় চোরাচালানীরা

শনিবার, মে ১৭, ২০১৪

জেলে বসেই মাদকচক্র ও সমমনাদের মাঠে নামিয়েছে

 আবারও সম্রাজ্যে ফিরে আসার নীল নঁকশায় ধর্ষণ ও পর্নোছবি নির্মাণের হোতারা 

হাওয়া ডেস্ক : গতবছরে জেলার চাঞ্চল্যকর ঘটনাগুলির অন্যতম প্রধান ঘটনা ছিল শতাধিক স্কুল ছাত্রীদের প্রতারিত করে তাদের ধর্ষণ ও সেই দৃশ্যের ধারণকৃত ভিডিওচিত্র বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় ছড়িয়ে দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, উঠতি বয়সী কিশোর-কিশোরীদের অবক্ষয়ের অন্ধকারে ঠেলে দেয়ার পাশাপাশি জেলাজুড়ে এক সামাজিক বিপর্যয়ের মুখে পড়ে এই জনপদের মানুষ। এই অভিযোগে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, সচেতন মহলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের কর্মীদের তীব্র প্রতিবাদমুখর হয়ে উঠে। যা সারা দেশের গনমাধ্যম গুলিতে ব্যাপক সাড়া ফেলে দেয়। এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করে জড়িতদের গ্রেফতার করে প্রমানসহ আদালতে সৌপর্দ করে। সামজিক অবক্ষয়ের জঘন্যতম ঘটনায় জড়িত পর্নোগ্রাফী চক্রের প্রধান ৪জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও অন্যরা আতœগোপনে যাওয়ায় তার ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। গ্রেফতারকৃত ৪জন হাজতবাসী আসামীর মধ্যে প্রকৌশলী শরিফুল ইসলাম সজল ইতোমধ্যে হৃদরোগাক্রান্ত হয়ে ঢাকাতে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এখনও কুষ্টিয়া জেলা কারাগারে হাজতবাস করছেন ঐ চক্রের প্রধান হেলাল উদ্দিন পান্না মাস্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরীচ্যুৎ নির্বাহী প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, বীমাকর্মী ও হাটশ হরিপুর ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুল ইসলাম মনো। একসময়ের দোর্দন্ড প্রতাপ ও প্রভাবশালী এই ধর্ষক ও পর্ণচক্র জেলে বসেই আবারও তাদের ফেলে যাওয়া স¤্রাজ্যে ফিরে আসার নীলনঁকশা তৈরী করতে এবার মাঠে নামিয়েছে তাদের দোসরদের যার প্রধান নেতৃত্বে রয়েছে চিহ্নিত মাদক স¤্রাট সদ্য জেল থেকে ঐ অভিযোগে সাজা ভোগ করে বেড়িয়ে আসা হাটশ হরিপুরের মিরাজ। এই মিরাজের নেতৃত্বেই গতকাল শুক্রবার বিকেল ৪টায় হাটশ হরিপুর বাজারে টুটুল মুক্তি পরিষদ গঠন করে সভাসমাবেশ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে; এসময় সেখানে পূর্ব থেকেই অপকর্মের দূর্নামধারী কয়েকজন শিক্ষক, ইউপি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর ইউনিয়নের সভাপতি মুস্তাফিজুর রহমান মিলনসহ কতিপয় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা যোগ দেন।

অবশেষে পুলিশ ব্যারাক থেকে মুক্ত হল ইবির টিএসসিসি


রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি- অবশেষে পুলিশ ব্যারাক থেকে মুক্ত হল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভিসির নির্দেশে প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানের প্রচেষ্টায় এ পুলিশ ব্যারাক সরিয়ে দেয়া হয়েছে। ফলে উন্মুক্ত হয়েছে সাংস্কৃতিক সংগঠন গুলোর কার্যক্রম। এতে টিএসসিসিতে অবস্থানরত সকল সাংস্কৃতিক সংগঠনগুলো প্রশাসন ও প্রক্টরকে অভিনন্দন জানিয়েছেন। জানা যায়, দীর্ঘ চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ১১৬ নং কক্ষটি পুলিশ ব্যরাকের দখলে ছিল। এতে অবস্থানরত পুলিশ সদস্যরা ক্যাম্পাস চলাকলীন সময়ে ছাত্র/ছাত্রীদের সামনে প্রকাশ্যে ধূমপান, গাজাঁ, ছাত্রীদের সাথে অশোভন আচরণ, ইভটিজিং, মোবাইলে ছবি তোলা, উচ্চ শব্দে গান শোনা, গোসল শেষে গামছা পড়ে খালি গায়ে আপত্তিকর অবস্থায় চলাফেরা সহ নানারকম অভিযোগ করে শিক্ষার্থীরা। এছাড়াও টিএসসিসিতে পুলিশ ব্যারাক থাকায় এতে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটি, বিশ্ববিদ্যালয় থিয়েটার, ব্যতিক্রম, আবৃত্তি আবৃত্তি, রম্যহাট, উদীচি শিল্প গোষ্ঠী,মুক্ত বাংলাসহ প্রায় ৩৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সংস্কৃতি চর্চা মারাত্মকভাবে ব্যাহত হয়ে আসছিল। এ নিয়ে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় তাদের এসব কার্যকলাপের সংবাদ প্রকাশ করা হলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারে নি। অবশেষে

ফারাক্কা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেছেন, ভারতের কারণে আজ দেশের পদ্মা, গড়াইসহ সকল নদী মৃত প্রায়। ভারতের ফারাক্কা বাঁধের কারণে এদেশ মরুভ’মিতে পরিণত হয়েছে। ভারত সরকারের চক্রান্তের শিকার বাংলাদেশের মানুষকে মরুভুমির হাত থেকে রক্ষার জন্য অবিলম্বে কঠোর থেকে কঠোরত আন্দোলন সংগ্রাম করতে হবে। শুক্রবার বিকেলে মজমপুর গেটে ফারাক্কা দিবস উপলক্ষে গঙ্গা ব্যারেজ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে ভারত অন্যায় ও অন্যায্যভাবে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানির একতরফা প্রত্যাাহার শুরু করে। ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল আজ প্রায় মুরভুমিতে পরিণত হয়েছে। ওই এলাকাঘুলোর পানিতে আর্সেনিকসহ নানারকম প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। অথচ এই প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করেই তৎকালীন আওয়ামলীলীগ সরকার ফারাক্কা বাঁধের অনুমিত দিয়েছিল। এই অবৈধ সরকারের কারণেই এদেশ পানির হিস্যা থেকে বঞ্চিত। এই অবস্থা চলতে থাকলে সারা দেশই মরুভুমিময় হয়ে উঠবে।

বদর উদ্দিন বদু’র ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

হাওয়া ডেস্ক ॥ কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভপতি ও কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলন, কুষ্টিয়াতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন সহ প্রতিটি আন্দোলনে বদুর অগ্রণী ভূমিকা ছিল। তার জন্য তাকে কারাবরণ করতে হয়েছে কয়েক বার। মেয়র বলেন, বদু স্বদালাপী, মিষ্টভাষী, নির্লোভ ও আদর্শবান নেতা ছিল। তার অর্থ উপার্জনের অনেক সুযোগ পেলেও তিনি কখনো তা গ্রহণ করেননি। বদুর মত ত্যাগী নেতার অভাব অপূরনীয়। মেয়র আরও বলেন, বদুর সুইপার থেকে শুরু করে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন মানুষের সাথে ছিল সু-সম্পর্ক। তার যে গুণাবলী ছিল সেই গুণাবলী নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে দেশওয়ালী পাড়া মুসলিম প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, কুষ্টিয়া পৌরসভার সাবেক কমিশনার বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদু স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আনোয়ার আলী এসব কথা বলেন। হযরত বাবা নফর শাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি চৌধুরী আলী হোসেন এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোধদয়ের সভাপতি গবেষক এ্যাডঃ লালিম হক,

প্রশান্তি মাদকাশক্তি পুনর্বাসন শিক্ষা ও চর্চা কেন্দ্রে’র ৫ম বর্ষপুতি

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবুবক্কর সিদ্দিক বলেছেন,ধর্মীয় অনুভুতি ও সামাজিক বন্ধন থেকে দুরে সরে যাওয়ায় আজ আমাদের সমাজে নানা রকমের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ সংগঠিত হচ্ছে। এসব থেকে মুক্ত হতে আমাদের সকলকে আন্তরিক হতে হবে। তিনি গতকাল শহরের হাউজিং ‘ডি’ ব্লকে অবস্থিত ‘প্রশান্তি মাদকাশক্তি পুনর্বাসন শিক্ষা ও চর্চা কেন্দ্রে‘র ৫ম বর্ষপুতি উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রশান্তির প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিট চিকিৎসক ডাঃ রতন পাল, প্রশান্তির পরিচালক আরিফ মাহমুদ মিজু ও শাওন রহমান। অতিরিক্ত পুলিশ সুপার বলেন,আমাদের যুব সমাজ মাদকের ভয়াবহ থাবায় পড়ে আজ ভিন্ন এক জগতের বাসিন্দা হয়েছে। এদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সকলের। তাদের বিপদগামিতার পথ থেকে ফিরিয়ে সুন্দর ও সুস্থ পরিবেশ উপহার দিতে পারলে আমরা উপকৃত হতে পারবো। তিনি বলেন,বন্ধনহীন পরিবেশের কারনে আজ এরা বিপদগামিতার পথ বেছে নিয়েছে। এদেরকে

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও মটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাওয়া ডেস্ক : গতকাল শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার আলী হায়দার চৌধুরী, (ট্যাজ), বিএন এর নেতৃত্ত্বে র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লার দরগা বাজারস্থ দৌলতপুর ও ভেড়ামারা প্রধান সড়কের দক্ষিন পার্শ্বে মটর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ফেনসিডিল ব্যবসায়ী মোঃ আব্দুর রাজ্জাক (৫৩), পিতা মোঃ রিয়াজ উদ্দিন মালিথা, সাং-চাঁদনা নারায়ণপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে দুইটি সাদা প্লাষ্টিকের বস্তায় রক্ষিত যথাক্রমে ১০০+১৯৪=২৯৪ (দুইশত চুরানব্বই) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল ও ০১ টি লাল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন

দৌলতপুরে ৩‘শ বোতল ফেনসিডিল সহ এমপি‘র ভাগ্নে আটক

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকা থেকে দৌলতপুর আসনের সংসদ সদস্যের ভাগ্নেকে ফেনসিডিল সহ আটক করেছে র‌্যাব। র‌্যাব ও পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৪ টার দিকে র‌্যাব ১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আল্লারদর্গা বাজারে দৌলতপুর আসনের এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই টোকন চৌধুরীর অফিসের সামনে একটি সিএনজিতে তোলার সময় বস্তাভর্তি ২৯৪ বোতল ফেনসিডিল সহ আব্দুর রাজ্জাক (৩৪) নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করে। রাজ্জাক সোনাইকুন্ডি গ্রামের মৃত

মেহেরপুরে আ’লীগ ও বিএনপি’ সংঘর্ষে ১০টি বোমা বিষ্ফোরণ : আহত ৬


মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি খাঁসমহল গ্রামে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ১০ টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটেছে। বোমাঘাতে ওই গ্রামের আব্দুল মন্ডলের ছেলে বিএনপি সমর্থক খবির উদ্দীন মালিথা (৫০), আব্দুল মন্ডলের ছেলে ফজিল মালিথা (৫০), নুর মহাম্মদের ছেলে শফিকুল ইসলাম ((৪৩), সামসুনাহার(৪৫)দুবাই প্রবাসী জিল্লুর রহমানের স্ত্রী জয়নব বেগম (৩৫) নামের ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে জয়নব বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ক্লিনিকে ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। ঘন্টা ব্যাপি দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে আওয়ামীলীগ সমর্থকরা গ্রামটির দখল নিয়ে বিএনপি সমর্থকদের বাড়ি ঘর ও দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা কর্মীরা।  বিএনপি সমর্থক পল্টু ও ফজিল মন্ডল জানান, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকরাম হোসেন ও তার ছেলে সোহেল রানা, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের নেতৃত্বে আওয়ামীলীগ সমর্থকরা বিএনপি সমর্থক পল্টুর গার্মেন্টস দোকানে হামলা চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ফজিল মন্ডলের বাড়িতে হামলা চালিয়ে টিভি ভাংচুর করে ৫০

নাইন এম.এম পিস্তলসহ মেহেরপুরে যুবলীগ নেতা সহ আটক ৩

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীর যুবলীগ নেতা আবুল কালাম (৩৮) সহ তিন জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আটক অপর দু’জন হচ্ছেন থানা পাড়ার নুরুল হুদার ছেলে রফিকুল ইসলাম রফিক (২৮) ও একই পাড়ার ইব্রাহিম জেয়ার্দ্দারের ছেলে খোকন মিয়া (৩২)। রফিকের কাছ থেকে একটি নাইন এম.এম পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান মেহেরপুর পুলিশ সুপার। মেহেরপুর পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম জানান, আবুল কালামের নেতৃত্বে আটক অপর দু’জন নাশকতার পরিকল্পনা করছিল। এদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাংনী শহর থেকে তাদের আটক করা হয়। এ

শুক্রবার, মে ১৬, ২০১৪

ভারতের সাথে সম্পর্কের ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা : ফখরুল


হাওয়া ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ভারতের সাথে ঝগড়া করতে চাই না। সুসম্পর্ক চাই। কিন্তু তার ভিত্তি হবে সমতা ও সমমর্যাদা। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস কাবে ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল একথা বলেন। ভাসানী স্মৃতি পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে। তিস্তা চুক্তি না হওয়ার জন্য আওয়ামী লীগের নতজানু নীতিকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শুনলাম তিস্তা চুক্তি হচ্ছে। কিন্তু এখনো হয়নি। তিস্তা চুক্তি হবে না। কারণ নতজানু দাসসুলভ মনোভাব নিয়ে অধিকার আদায় করা যায় না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ফারাক্কা বাঁধের কারণে পশ্চিমাঞ্চলের অনেক জেলা মরুভূমি হয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, সরকার এ বিষয়ে কোনো জোর পদক্ষেপ নিচ্ছে না। র‌্যাব প্রসঙ্গে বিএনপির নেতা ফখরুল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য র‌্যাব গঠন করা হয়েছিল। তখন র‌্যাব জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই সরকার পুরোপুরি রাজনৈতিক উদ্দেশে র‌্যাবকে ব্যবহার করা শুরু করেছে। র‌্যাব কঠিন সংকটে আছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর যে মানসিকতা তা নিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়। জনগণের অধিকার রক্ষার কথা উলে¬খ করে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জনগণের অধিকারই রক্ষা করতে পারেন না। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছেন। আর তাদের হাতে একের পর এক জনগণ লাশ হচ্ছে। মির্জা ফখরুল তরুণ ও যুবকদের ১৯৫২, ‘৬৯, ‘৭১ এবং ‘৯০ সালের মতো আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি জিয়াউল হক। এতে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, নুর মোহাম্মদ খান প্রমুখ।

কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে মার্কিন রাষ্ট্রদূত মজিনা

শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হলেও বাংলাদেশ জিএসপি সুবিধা ফিরে পাবে

আব্দুম মুনিব ॥ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, রানা প্লাজা ট্রাজেডির মতো হৃদয় বিদারক ঘটনা যাতে আর না ঘটে সে দিকে বাংলাদেশ সরকারকে নজর দিতে হবে। সেই সাথে পোশাক কারখানার কাঠামোগত উন্নয়ন ও শ্রমিক অধিকার রক্ষায় বাংলাদেশকে আরো কাজ করতে হবে। তিনি বলেন, পৃথিবীর বড় বড় পোশাক ক্রেতারা বাংলাদেশের যেসব কারখানা থেকে পোশাক কিনে থাকেন সেগুলো পরিদর্শনের জন্য এই প্রথমবারের মতো ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়া বাংলাদেশের পোশাক শিল্পের কাজের পরিবেশ উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থাও (আইএলও) প্রথমবারের মতো ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। তারা কমপক্ষে ৮০০ কারাখানার পরিবেশ আন্তর্জাতিক মানে উন্নীত করতে চায়। তিনি এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, বাংলাদেশ দরিদ্র দেশ নয়। দরিদ্র কিছু লোক এখানে থাকতে পারে। সৃষ্টিকর্তা বাংলাদেশকে সবকিছু দিয়েছেন। বাংলাদেশ উন্নত বিশ্বে সাথে তাল মেলাতে শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সার্কিট হাউসে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
ড্যান মজীনা বলেন, আমি ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন করে দেখেছি। কিভাবে ভারত থেকে আদমানী করা বিদ্যুৎ ঈশ্বরদী এবং খুলনাতে যায়। আগামীতে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ভুটান এমনকি চীন থেকেও এক শতাংশ বিদ্যুৎ আমদানী করা যাবে সম্ভব বলে তিনি জানান। আর এই বিদ্যুৎ আমদানী হলে বাংলাদেশ এশিয়ার ব্যাঘ্রশক্তিতে পরিণত হবে। এ দেশকে এশিয়ার বাঘে পরিণত করতে হলে অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। এ দেশে গ্যাস আছে, কয়লা আছে। এখানকার কৃষি ও খনিজ সম্পদ নিয়ে কাজ করতে হবে।’ ড্যান ডব্লিউ মজীনা বলেন, ‘আমি প্রত্যক্ষ বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই। বর্তমানে যুক্তরাষ্ট্র শত শত কোটি টাকা বিনিয়োগ করছে। ওই বিনিয়োগ

কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব কোর্স সমাপনী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্ব কোর্স সমাপনি -২০১১ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্র বিজ্ঞান বিভাগের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস এস নুরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শামসুল হক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নাহার, তৌফিক আহম্মেদ, আব্দুল লতিফ, আব্দুল মালেক। স্বাগত বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি

মোবাইল ফোনের ভয়ঙ্কর অপব্যবহার

হাওয়া ডেস্ক ॥ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মোবাইল ফোনের অপব্যবহার। ‘মোবাইল ভিডিও’ নামক ভয়ঙ্কর উপসর্গ ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে সমাজে। মোবাইলের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, কথোপকথন, ভিডিও চিত্র মুহূর্তেই চলে যাচ্ছে সর্বত্র। আর এক্ষেত্রে প্রধান টার্গেট তরুণী ও মহিলারা। এর হাত ধরে কলুষিত হচ্ছে গোটা যুবসমাজ। সহজলভ্য মোবাইল ভিডিওর মাধ্যমে তরুণেরা প্রবেশ করছে নিষিদ্ধ জগতে। নেশা থেকে পেশাদার অপরাধীতে পরিণত হচ্ছে তারা। সম্ভ্রম হারিয়ে নারীরা বেছে নিচ্ছেন আত্মহননের পথ। ভাঙছে সংসার, ধ্বংস হচ্ছে পরিবার।
বাংলাদেশ পুলিশের তথ্য বিভাগের হিসাব অনুযায়ী বিগত ২০১৩ সালে মোবাইলের নেতিবাচক ব্যবহারের ফলে সারা দেশে ৫৫ জন তরুণী আত্মহননের পথ বেছে নিয়েছেন। তাদের মধ্যে স্কুল ও কলেজ ছাত্রী, গৃহিণী ও পেশাজীবী নারী রয়েছেন। এ ছাড়াও দেশের বিভিন্ন থানায় মোবাইলের মাধ্যমে হয়রানিসংক্রান্ত মামলা দায়ের হয়েছে ২০৩টি। র‌্যাবের দেয়া তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং ভুয়া রেজিস্ট্রেশনের দায়ে নভেম্বর ২০১৩ পর্যন্ত বিটিআরসি বন্ধ করেছে প্রায় ১৫ লাখ মোবাইল সিম। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) অ্যাক্ট ২০০৯-এর বলে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব গত বছর আটক করেছে ৬৮৭ জনকে। সিআইডি তদন্ত করছে ১৯টি স্পর্শকাতর মামলা।
আইসিটি অ্যাক্ট অনুযায়ী সাইবার ক্রাইমের দায়ে দ-িত হলে ১০ বছরের কারাদ- এবং সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত অর্থদ-ের বিধান রয়েছে। প্রকারান্তরে এ ধরনের অপরাধের কারণে যদি কারো অস্বাভাবিক মৃত্যু হয় তবে হত্যা অথবা হত্যার প্ররোচনার (ফৌজদারি কার্যবিধির ৩০২ ও ৩০৪ ধারা) অভিযোগেও অভিযুক্ত হতে পারে, যার শাস্তি যাবজ্জীবন বা মৃত্যুদ-ও হতে পারে। আইন থাকলেও তা প্রয়োগে দুর্বলতার কারণে কোনোভাবেই প্রতিরোধ করা যাচ্ছে না এ অপরাধ। উপরন্তু দিন দিন বেড়েই চলছে এর মাত্রা। এ প্রসঙ্গে গোয়েন্দারা বলছেন, প্রতিদিনই আপগ্রেডেড হচ্ছে মোবাইল টেকনোলজি। আর সেগুলো ব্যবহার করছে সাইবার অপরাধীরা। মূলত সে কারণেই তাদের ধরা দিন দিন দুরূহ হয়ে পড়ছে।
যেকোনো স্মার্ট ফোনের (অ্যানড্রয়েড ফোন) মাধ্যমে ভিডিও চিত্র ধারণ ও ডাউনলোড সম্ভব। মাত্র তিন হাজার টাকায় এখন এ ধরনের একটি মোবাইল সেটের মালিক হতে পারেন যে কেউ। মোবাইল ব্যবহারকারীর কোনো শ্রেণীবিন্যাস না থাকায় যে কেউই মাত্র ৫০ টাকায় যেকোনো অপারেটরের একটি সিম কিনে ইন্টারনেটসহ মোবাইল ব্যবহার করতে পারেন। ২০০৮ সালের আগে নতুন সিম নিতে হলে ফরম পূরণ, ছবি ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা দেয়ার বিধান ছিল না।

দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের নিন্দা

শিকদার মেডিকেলের চিকিৎসক সফিউল আজম ও তার সহযোগীদেও দ্বারা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে আটকে রেখে নির্যাতনসহ দেশের বিভিন্ন স্থানে মেডিকেল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহ কালে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বৃহস্পতীবার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোকাদ্দেস হোসেন সেলিন বলেন, ইতিমধ্যে রাজধানী ঢাকা, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ইন্টার্নি চিকিৎসক ও পেটোয়া বাহিনীর হাতে বেশ কয়েকজন সাংবাদিক নির্মমভাবে নির্যাতিত হয়েছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ হবে এবং দেশ

ইবিতে আবারো বহিরাগত চাকরী প্রত্যাশীদের গাড়ী অবেরোধ

রাশেদুন নবী রাশেদ, ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবারো চাকরি প্রত্যাশ বহিরাগতরা চাকরীর দাবিতে ক্যাম্পাসের গাড়ী অবোরোধ করে। গতকাল দুপুর দু’টায় বিশ্ববিদ্যলয়ের মেইন গেইটে এ ঘটনা ঘটে। পরে প্রক্টর তাদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। ক্যাম্পাস সুত্রে জানা যায় , বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটে বহিরাগতদের চাকরীর এজেন্ডা অন্তর্ভ’ক্ত করতে দেরি করায় বহিরাগত চাকরী প্রত্যাশী সাবেক ইবি শাখা ছাত্রলীগের (বিলুপ্ত কমিটির) কয়েকজন নেতাকর্মী তাদের চাকরীর দাবীতে দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে অবস্থান নেয় ।ক্যাম্পাসের তৃতীয় শিফটের দুপুর ২টার গাড়ী ক্যাম্পাসে আসলেও ক্যাম্পাস থেকে যাবার পথে মইন গেটে তারা গাড়ী আটকিয়ে দেয়। প্রায় একঘন্টা ধরে গাড়ী চলাচল বন্ধ থাকে। এতে সাধারন শির্ক্ষাীরা দুপুরের কাঠফাটানো রোদে দাড়িয়ে চরম ভোগা›িতর শিকার হয়।পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান প্রক্টরিয়াল বডিসহ ঘটনা স্থলে আসেন চাকরী প্রত্যাশীদের সাথে কথ বলে সমস্যার সমাধান করেন। পরে দুপুর তিনটার দিকে ক্যাম্পাস থেকে একঘন্টা দেড়িতে ক্যাম্পাসের গাড়ীগুলো ছেড়ে যায়। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, কথায় কথায় চাকরী প্রত্যাশীরা একের পর এক গাড়ী অবরোধ, হরতাল, ভাংচুর করে যাচ্ছে। এতে আমাদের শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষর কাছে দ্রুত এর স্থায়ী সমাধান চাই। এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর

ভেড়ামারায় গম সংগ্রহ মৌসুমের শুভ উদ্ধোধন

মনির উদ্দিন মনির ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় অনাড়ম্বর পূর্ন পরিবেশে উদ্ধোধন করা হয়েছে গম সংগ্রহ অভিযান। এবছর ২৮ টাকা দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৬০৪ টন গম ক্রয় করার কথা রয়েছে। গতকাল সকাল ১০টায় সংগ্রহ অভিযানের উদ্ধোধন করেছেন, ভেড়ামারা উপজেলা পরিষদ’র নব-নির্বাচিত চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম। এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া জেলা জাসদ’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদ’র

মিরপুরে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত মজীনা

মিরপুর প্রতিনিধি : মিরপুর উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে আধুনিক প্রযুক্তির যন্ত্র দিয়ে ধান কাটলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। পরে তিনি ওই গ্রামের সফল কৃষক আব্দুর রহমানের বাড়ীর অঙ্গিনায় গ্রীন বাংলা এগ্রোটেকের উদ্যোগে গ্রো গ্রীন “হৃদয়ে মাটি ও মানুষ” কেঁচো সার (ভার্মী কম্পোষ্ট) ব্যবহারের সাফল্য বিষয়ক মতবিনিয়ম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমি বাংলাদেশে যোগদানের পর বহু স্থানে ভ্রমন করেছি। এদেশের অনেক গুরুত্বপূর্ন স্থান গুলির মধ্যে ফুলবাড়ীয়া আমার কাছে ভাল লেগেছে ও আমাকে মুগ্ধ করেছে। কৃষি বিপ্লবের মাধ্যমে এদেশ সমৃদ্ধশালী হয়েছে। বাংলাদেশ পৃথিবীর ঘনবসতি দেশ হলেও সকল মানুষের খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে সক্ষম হয়েছে। বহু বছর পূর্বে এক পন্ডিতে করা উক্তির সমালোচনা করে বলেন, এদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বরং কৃষকদের পরিশ্রমে তা পরিপূর্ন হয়েছে। তিনি আরো বলেন আমিও কৃষক পরিবারের সন্তান। ছাত্র জীবনে স্কুলে যাওয়ার পূর্বে ও পরে আমি দুই বেলা গাভীর দুধ দহন এবং কৃষি কাজে আমার বাবাকে সাহায্য

এমপি‘র প্রতিনিধির অনুমতি না পাওয়ায় দৌলতপুরে গম দিতে পারেনি কোন কৃষক!

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কৃষকের কাছ থেকে গম সংগ্রহ অভিযান নিয়ন্ত্রণ করছে স্থানীয় এমপি‘র লোকজন। কৃষকের নামে স্থানীয় সংসদ সদস্যের ভাই ও ভাইয়ের জামাই এবং তাদের প্রতিনিধির মাধ্যমে কেনা হচ্ছে গম। এমপি‘র প্রতিনিধির অনুমতি না পাওয়ায় এক কেজি গম খাদ্য গুদামে নিয়ে যেতে পারেনি কোন কৃষক।  উপজেলা খাদ্য গুদাম সুত্রে জানাযায়, গত ২৩ এপ্রিল ১৪ মে পর্যন্ত প্রায় আড়াই‘শ কৃষকের নামে ৭‘শ টন গম কেনা হয়েছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাগেছে, চলতি মৌসুমে ৫৩৪.৫১ হেক্টর জমিতে গমের আবাদ হয়। এবং ২১৩৪ মেট্রিক টন গম উৎপাদন হয়। চলতি মৌসুমে সরকারীভাবে উপজেলা খাদ্যগুদামে ৪ কোটি কুড়ি লক্ষ ৩৯ হাজার টাকার ১৫৫৭ মেট্রিক টন গম সরাসরি কৃষকের কাছ থেকে কেনার সরকারী নির্দেশনা থাকলেও দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর ভাই মুকুল চৌধুরী ও তার ভাইয়ের জামাই তারেক এবং উপজেলা বাজারের কাদের নামে এক গম ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে গম ক্রয়-বিক্রয় নিয়ন্ত্রণ করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক খাদ্যশষ্য ব্যবসায়ী জানান, সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর প্রতিনিধি আব্দুল কাদেরের নেতৃত্বে সিন্ডিকেটের মাধ্যমে সমস্তগম কেনা হচ্ছে। কাদেরের অনুমতি ছাড়া খাদ্যগুদামের দরজা খোলা সম্ভব নয় বলে তারা জানান। সাধারণ ব্যবসায়ীরা আরো জানান, ৫০ কেজি গমের বস্তাপ্রতি সংসদ সদস্যের ৭৫ টাকা, গুদাম রক্ষক, ডিসি ফুড, ইউএনও বাবদ ২০ টাকা, উপজেলা খাদ্য কর্মকর্তা ৪ টাকা, খাদ্যগুদামের কর্মচারী দারোয়ান ৩ টাকা, লেবার খরচ সাড়ে ৩ টাকা মোট ১‘শ ৫ টাকা ৫০ পয়সা কমিশন আদায় করা হচ্ছে। ফলে নোংরা আবর্জনা, ও ধুলাবালি মিশ্্িরত গম হলেও কোন সমস্যা হচ্ছেনা। এছাড়া সঠিকভাবে কমিশন আদায়ের জন্য সমস্ত বিল ভাউচার কাদেরের হাতে তুলে দিচ্ছেন খাদ্যগুদাম কর্তৃপক্ষ। একজন গম সরবরাহকারী ক্ষোভ

পোড়াদহে ফল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহে ফল কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন আহত হয়েছে। জানা যায়, গতকাল সন্ধ্যা ৬টার দিকে পোড়াদহ রেল গেটে অবস্থিত গ্রাম পোড়াদহ গ্রামের ফল ব্যবসায়ী হামিদ আলীর দোকানে লিচু কিনতে যায় গোবিন্দপুর গ্রামের জুমারত আলীর ছেলে জাহাঙ্গীর আলী। ফল কেনাবেচাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে গোবিন্দপুর গ্রামের নাসির জোয়ার্দ্দারের ছেলে সবুজ (১৮) এবং একই