মঙ্গলবার, মার্চ ২৫, ২০১৪

হত্যাকান্ডের নেপথ্যে টেন্ডারবাজদের চাঁদা দাবি


খোকসায় ৩ আওয়ামীলীগ নেতা অপহরণ ॥ ২ জনের লাশ উদ্ধার 


মনিরুল ইসলাম মনি, খোকসা : একই রাতে খোকসা থেকে অপহৃত তিন আওয়ামী লীগ নেতার মধ্যে দুইজনের মৃতদেহ উদ্ধার হলেও এক সংখ্যালঘুর সন্ধান পাওয়া যায়নি। হত্যাকান্ডের রহস্য সম্পর্কে নিহতের পরিবার ও আওকটি নির্ভরযোগ্য সূত্র দাবি করছে, টেন্ডারবাজদের দাবিকৃত চাঁদা, রবিবার গভীর রাতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কে. এম. মহব্বত হোসেন দুলাল ও তার বন্ধু ঠিকাদার ফিরোজ হোসেন কে একদল সন্ত্রাসী শোমসপুর কবরস্থানের পাশের রাস্তা থেকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরদিন সোমবার প্রত্যুষে পাংশা উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের নওয়াপাড়া এলাকা থেকে অপহৃতদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের মাথায় পিস্তল ঠেকিয়ে মাইক্রোবাসের মধ্যেই গুলি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এসময় নিহতদের মুখের মধ্যে কালো কাপড় ও রেড়িয়াম দেওয়া চওড়া লাল টেপ দিয়ে নিহতদের মুখ আটকানো ছিল। ঐ ঘটনার একই রাতে খোকসার মাসুয়াঘাটা গ্রাম থেকে আরেক আওয়ামী লীগ নেতা মনোজিতকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।  অনেকটা গুপ্ত হত্যার স্টাইলের ডাবল মার্ডারের মোটিভ সবারই অজানা। তবে টেন্ডারবাজদের দাবিকৃত চাঁদা না দেওয়ার বিরোধের সূত্র ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে অনেকেই দাবি করছেন। তবে নিহত দুলালের একমাত্র ছেলে শুভ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে”

মেহেদী রুমীর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন নব নির্বাচিত জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান রুনা


ষ্টাফ রিপোটার : কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের উপরেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী সাথে। গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যলয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।  এসময় মেহেদী আহমেদ রুমী বলেন, পুলিশ প্রশাসন দিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলন ঠেকানো যাবে না। আওয়ামী লীগ গত সংসদ নির্বাচনে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে ভাগাভাগির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এখন তারা উপজেলা নির্বাচনের ফলাফল জোর করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর বিএনপি তা পুনরুদ্ধার করেছে। তিনি বর্তমান সরকারকে

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কালো পতাকা মিছিল ও সমাবেশ


স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুদক কৃর্তক মিথ্যা মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সমাবেশে অ্যাড সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম অন্যতম নেতা অ্যাড. শামিমউল

ভোট কেন্দ্রে যাওয়ার অপরাধে দৌলতপুরে বিএনপি নেতাকে কুপিয়ে আহত


ষ্টাফ রিপোটার : শুধুমাত্র ভোট কেন্দ্রে যাওয়ার অপরাধে দৌলতপুর বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ষাটোর্ধ বৃদ্ধ নাজিরুল ইসলামকে কুপিয়ে আহত করে আওয়ামীলীগ সমর্থকরা। গুরুত্বর আহত নাজিরুল ইসয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। আহতের পরিবার সুত্রে জানা যায়, রবিবার উপজেলা নির্বাচনের দিন সকালে একই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন বিশ্বাস নাজিরুল ইসলাম কে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করার পরেও তিনি কেন্দ্রে যান। এদিকে গতকাল বিকালে নাজিরুল স্থানীয় মিনা বাজারে বাজার করতে গেলে মউিদ্দিনের ভাতিজা মিলনের নেতৃত্বে শাহিন,

কুষ্টিয়া পৌরসভার পানির লাইনে অবৈধ মটর সংযোগ বিছিন্ন অভিযান

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন সড়কে পানির লাইনে সরাসরি সংযুক্ত অবৈধ পাম্প মটর জব্দ ও পানির লাইন বিছিন্ন অভিযান চালানো হয়েছে। অভিযানে ১২টি পাম্প মটর জ্বব্দ ও বেশ কিছু পানির লাইন বিছিন্ন করা হয়। পানির লাইন বিছিন্ন অভিযানে কুষ্টিয়া পৌরসভার পানি শাখার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান এর নেতৃত্বে একটি টিম অংশ নেন। অভিযানের টিম লির্ডার মনিরুজ্জামান বলেন, প্রতিদিন পানি উৎপাদন ক্ষমতা ১কোটি ১০ লক্ষ মিটার পানির চাহিদা ৯৬ লক্ষ মিটার থাকা শর্তেও পানির মেইন লাইনের সাথে অবৈধ ভাবে সরাসরি মটর

ভেড়ামারা উপজেলা পরিষদ’র নব নির্বাচিত চেয়ারম্যান এ্যাড. তৌহিদুল ইসলাম আলমসহ বিএনপি ৭ নেতাকর্মী জামিনে মুক্তি


মনির উদ্দিন মনির ॥ সদ্য সমাপ্ত ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বাচনের নবাগত চেয়ারম্যান, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম সহ বিএনপির ৭ নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে মুক্তি লাভ করেছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা কারাগার থেকে নেতাকর্মীরা মুক্তি লাভ করেন। মুক্তি প্রাপ্ত অন্য নেতারা হলো, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক, চাঁদগ্রাম ইউপির চেয়ারম্যান জানবার হোসেন, ধরমপুর বিএনপির সাধারন সম্পাদক রবিউল সরকার, বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, রুবেল, তুষার, নাহিদ। গত ২৯ ডিসেম্বর ভেড়ামারা শহরের মধ্য বাজারে এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা মিছিল শেষ করে

প্রশাসনের উদাসীনতায় নষ্ট হয়ে যাচ্ছে প্রায় ২ কোটি টাকার গাড়ী

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অবহেলায় ও উদাসীনতায় প্রায় ২বছর ধরে বিশ্ববিদ্যালয়ের দুটি সরকারী বাস আগুনে পুরে অচল হয়ে পড়ে আছে। বর্তমান বাজারে গাড়ী দুটির মূল্য প্রায় ২কোটি টাকা। প্রসাশনের অবহেলায় অযতেœ পড়ে আছে এ মূল্যবান দুটি গাড়ী। আর কিছুদিন এভাবে থাকলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে বলে ধারনা করেছেন অনেকে। এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস সুত্রে জানা গেছে, পৃথক দুটি ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অদক্ষতা ও অযোগ্যতার কারনেই গত বছর ছাত্রলীগের বহিরাগত চাকরী প্রত্যাশীরা চাকরীর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের সামনে পার্কিং করে রাখা জাপানি হিনো ইঞ্জিনের গাড়িটি আগুনে পুরে দেয়। এছাড়া গত ৮ জানুয়ারী দেশে নির্বাচন কেন্দ্রীক ১৮ দলের ডাকা অবরোধ চলাকালে ছাত্রদলের কর্মীরা একই জায়াগায় পার্কিং করে রাখা ভারতীয় টাটা কোম্পানীর আরো একটি সরকারী বাস আগুনে পুরে দেয়। পুড়ে যাওয়া এ মূল্যবান গাড়ী দুটি প্রশাসনের চরম অবহেলা ও উদাসীনতায় প্রায় দু’বছর ধরে মমতাজ ভবনের সামনে অযতেœ, খোলা আকাশের নিচে ঝড়-বৃষ্টিতে পড়ে আছে। আজ পর্যন্ত গাড়ী দুটির কোন মেরামত করতে পারেনি প্রশাসন। এভাবে ঝড়-বৃষ্টিতে পড়ে থাকলে আর অল্পদিনের মধ্যে গাড়ী দুটির মুল ইঞ্জিন নষ্ট হয়ে যাবে বলে ধারনা করছেন অনেকে। বর্তমান বাজারে এ গাড়ী দুটির দাম প্রায় ২ কোটি টাকা। ধারনা করা হচ্ছে গাড়ী দুটি মেরামত করতে প্রায় ৭/৮ লক্ষ টাকা লাগতে পারে। কিন্তু প্রশাসন ৭/৮ লক্ষ টাকা খরচের অভাবে প্রায় ২কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এমনিতেই এ বিশ্ববিদ্যালয়টি একটি পরিবহন নির্ভর ক্যাম্পাস। যার অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে ২২ ও ২৪ কিলোমিটার দুরে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা গাড়ীতে করে প্রতিদিন যাতায়াত করতে হয়। ফলে অনেক সময় গাড়ী সংকটের কারনে শিক্ষার্থীরা বাসের ভিতরে জায়গা না পেয়ে বাদুর ঝোলা করে ও গাড়ীর ছাদে করে যাতায়াত করতে দেখা যায়। কিèতু প্রশাসনের ব্যর্থতার কারনে ক্যাম্পাসের সরকারী এ দুটি গাড়ী পোড়ানো হলেও আজ পর্যন্ত তার কোন মেরামত করতে না দেখায় শিক্ষক শিক্ষার্থীরা চরম ক্ষোভ প্রকাশ করেছে।

দোয়া ও শোক সভা অনুষ্ঠান

ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. সাইফুল ইসলামের স্বরণে

রাশেদুন নবী রাশেদ, ইবি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মরহুম প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলামের স্মরনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অনুষদ ভবনের ৪২৭নং কক্ষে এ দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়। বিভাগের সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.আবদুল হাকিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, রেজিস্ট্রার ড. মোঃ মসলেম উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. জাকির হোসেন, প্রফেসর ড. আফাজ উদ্দিন, প্রফেসর ড.রুহুল আমিন, প্রফেসর ড.আব্দুল মালেক, প্রফেসর ড.আলিনূর রহমান, প্রফেসর ড.আব্দুল হান্নান শেখ,

ইবির শিক্ষা সফরের একটি বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, আহত ২৫

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের বহনকরা শিক্ষা সফরের একটি বাসের সাথে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। নাফিজ ইকবাল মিন্টু নামে এক ছাত্র গুরুতর আহত হলে তাকে সেখান থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে মাথা, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে। আজ সোমবার শিক্ষা সফর শেষে সিলেট থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাটোরের বনপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী সুত্রে জানা যায়, গত ২০ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা গাড়ি জননী পরিবহনে (পাবনা-ব ০২৩০২) করে ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা শিক্ষা সফর উপলক্ষ্যে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। ২৩ মার্চ সন্ধ্যায় তারা ক্যাম্পাসের উদ্দেশ্যে সিলেট থেকে ফিরছিল। আজ সোমবার ভোরের বাসটি নাটোরের বনপাড়া নামক স্থানে এসে পৌছালে সামনের দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক গাড়িটিকে ধাক্কা মারে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থী হলেন নাফিজ ইকবাল মিন্টু, নাজমুল হোসেন সুমন, ফয়সাল আজাদ শুভ, পরশ, উজ্জ্বল, রুহানী, নাজমুল, তাজিন আফরিন তুলি, মুসলিমা, শারমিন ফারজানা দিতি, রিমা, লিখন প্রমুখ। এরা শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহতদের প্রথমে নাটোরের বনপাড়ার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাদেরকে সেখান থেকে ক্যাম্পাসে নিয়ে আসার পর কুষ্টিয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ায় তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এজাজ আহমেদ জাবের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় তামাক নিয়ন্ত্রন সেল এর কো-অর্ডিনেটর ডাঃ আমিনুল আহসান, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান।

কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসারের সদরপুর মাদ্রাসা পরিদর্শন

আমলা অফিস : কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান সদরপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করেছেন। সোমবার দুপুরে মিরপুর উপজেলার এ শিক্ষা প্রতিষ্ঠানটি অকস্মাৎ পরিদর্শনে যান শিক্ষা কর্মকর্তা। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামো, খেলাধূলা ও শিক্ষার অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে প্রতিষ্ঠানের সুনাম যেন অক্ষুন্ন থাকে সেদিকে শিক্ষকদের আরো আন্তরিক হওয়ার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্বাস উদ্দিন, সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, কাঞ্চন কুমার, আবু হেনা মোস্তফা কামাল, হাবিবুর রহমান, আসাদুজ্জামান,

ভারতের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

গতকাল সকাল ১০ টায় ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৫/৫-এস হতে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষের আহবানে ৮৫ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী কোম্পানী সদরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মেজর মোঃ মেহেদী হাসান, ভারপ্রাপ্ত অধিনায়ক, ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়া। এছাড়াও বাংলাদেশ দলে উপস্থিতি ছিলেন মেজর মোঃ তারেক মাহমুদ সরকার, জিএসও-২, সেক্টর সদর দপ্তর, কুষ্টিয়া এবং ০৫ জন কোম্পানী কমান্ডার অংশগ্রহণ করেন।

কুমারখালীতে কৃষি মেলার পুরষ্কার বিতরন

শরীফুল ইসলাম, কুমারখালী : গতকাল বিকেলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তির মেলা ২০১৪ পুরষ্কার বিতরন করা হয়। কুষ্টিয়া জেলা কৃষি সম্পসারন অধিদপ্তর উপ পরিচালক মোঃ লুৎফর রহমান প্রধান অতিথী থেকে মেলায় নির্বাচিত কৃষক সুদেব কুমারকে ১ম পুরষ্কার তুলে দেন। কুমারখালী উপজেলা কৃষি অফিসার রুহুল কবিরের সভাপতিত্বে জেলা উদ্ভিদ সংরক্ষন বিশেষজ্ঞ ফজলুল হক ছাড়াও আমন্ত্রিত অতিথী বৃন্দ উপস্থিত ছিলেন।

কুমারখালীতে বিশ্ব যক্ষা দিবস পালন

শরীফুল ইসলাম, কুমারখালী : গতকাল কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব যক্ষাদিবস পালিত হয় সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি পৌর শহর ঘুরে উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স সভাকক্ষে সমাবেত হয় এবং সাস্থ্য কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে আবাসিক মেডিক্যাল কর্মকর্ত ডাঃ মোঃ আকুল উদ্দিন, দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথীর বক্তব্য দেন। ব্র্যাক কুমারখালী শাখার স¦াস্থ্য বিষয়ক সিনিয়র ম্যানেজার মোঃ হাফিজুর রহমানের পরিচালনায় স্বাস্থ্য কর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।

অবৈধ কারেন্ট জাল ভষ্মিভূত

কুমারখালী প্রতিনিধি ॥ গতকাল কুষ্টিয়ার কুমারখালীতে জাটকা সংরক্ষন দিবসের শেষ দিনে উপজেলা মৎস অধিদপ্তরে অভিযানে আটকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা চত্বরে অগ্নিসংযোগ করে ভষ্মিভূত করা হয়। সকাল সাড়ে ১১ টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাজদার রহমান, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ আমানউল্লাহ ও ক্ষেত্র সহকারী গৌতম কুমার শিলাইদহ ও কয়া এলাকার পদ্মা নদী থেকে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করে।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন আবারো জেল গেট থেকে আটক

মেহেরপুর সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহত্রান বিষয়ক সম্পাদক ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেন (সাবেক এমপি) কে জামিন পাওয়ার পর আবারো জেল গেট থেকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশ আওয়ামীলীগ নেতা নুরুল আমীন হত্যা মামলায় চালান দিয়েছে।।আজ সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর প্রধান গেট থেকে তাকে আটক করেন পুলিশ।পরে গাংনী পৌর এলাকার আওয়ামীলীগ নেতা নুরুল আমীন হত্যা মামলার সন্দেহে মেহেরপুর সদর থানা থেকে আদালতে চালান দেয়। ১৯ দলীয় জোটের হরতাল ও অবরোধের সময় গাংনী থানা পুলিশের দায়ের করা ৩ টি মামলার মধ্যে ২ টি মামলায় মেহেরপুর জেলা জজ আদালত ও অপর মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে সোমবার সকাল ১০টার সময় জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।  মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি আবআদুর রাজ্জাক মাষ্টার জানান, পুলিশের দায়ের করা ৩ টি মিথ্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক এমপি আমজাদ হোসেন জামিন পেলেও জেল গেট থেকে পুলিশ শুধু মাত্র হয়রানি করার জন্য তাকে আটক করেছে। তিনি এ আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ অবিলম্বে বিনা শর্তে তাকে মুক্তি দেওয়ার জন্যও আহবান জানান।গাংনী উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান

মিরপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর ॥ মিরপুরে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সহযোগি সংস্থা সমূহের যৌথ আয়োজনে ও ব্র্যাকের সহযোগিতায় “যক্ষ্মা সেবা সবার তরে, পৌঁছে দেব ঘরে ঘরে” শ্লোগানে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়ে মিরপুর বাসষ্ট্যান্ড বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে ব্র্যাকের উপজেলা স্বাস্থ্য কর্মসূচীর ব্যবস্থাপক নূরজাহান মনি’র পরিচালনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র হলরুমে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদুল ইসলাম, ডাঃ ফারজানা ইসলাম, ডাঃ ফারহানা খানম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, স্বাস্থ্য সহকারী ডাঃ আজাদুল হক, ফার্মাষ্টিস রিয়াজ উদ্দিন,

মুক্তির উদ্যোগে পারিবারিক নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

গতকাল ২৪ মার্চ ২০১৪ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় পারিবারিক সহিংসতা কমিয়ে আনার মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের নাউথী মডেল ভিলেজে কমিউনিটী পর্যায়ে পুলিশ ও গ্র“প সদস্যদের সাথে মতবিনিময় সভা সকাল ১১ টায় ভৌড় পাড়ায় নওয়াব আলীর বাড়ীর আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নাউথী মডেল ভিলেজের সমন্বয় কমিটির সদস্য নওয়াব আলী ভান্ডারী। প্রধান অতিথি ছিলেন কুমারখালী থানার সাব ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহবায়ক ও শিলাইদহ ইউপি সদস্য মো: জামাল উদ্দিন, ফ্যামিলী

কবির মুরাদ আটকের প্রতিবাদে ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের নিন্দা

জিয়া পরিষদ কেন্দ্রিয় সভাপতি ও মাগুরা জেলা বিএনপির সভাপতি কবির মুরাদকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট। গতকাল একটি মামলায় মাগুরা কোর্টে আত্মসমার্পন করতে গেলে তার জামিন বাতিল করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়। এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে ইবি জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি মানজেরে আলম মিরু ও সাধারণ সম্পাদক আব্দুল মঈদ বাবুলসহ অনান্য নেতৃবৃন্দ। এক বার্তায় তারা জানায়, বর্তমান স্বৈরাচারী সরকার হামলা মামলা ও নির্যাতন করে বিরোধী দল দমনে নেমেছে। এরই অংশ হিসেবে কবির মুরাদকে আটক করা হয়েছে। নেতৃবৃন্দ অবিলম্বে কবির মুরাদের নিঃশর্ত মুক্তি দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি।