সোমবার, মার্চ ২৩, ২০১৫

কুষ্টিয়ায় জামায়াতের নেতা সাবেক এমপি আব্দুল ওয়াহিদ এর ইন্তেকাল ॥ মেহেদী রুমী সহ বিভিন্ন মহলের শোক


হাওয়া প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় দায়িত্বশীল, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর, কুষ্টিয়া ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের যুগ্ম আহবায়ক জননেতা আব্দুল ওয়াহিদ আর নেই। রবিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোরের দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকালে তার মৃত্যুর সংবাদ শুনে দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর জন-সাধারণ লাশ দেখতে ভীড় করেন মরহুমের নিজ বাড়ী কুষ্টিয়া শহরের হাউজিং। দুপুরে গাড়ীতে করে লাশ দেওয়া হয় গ্রামের বাড়ী মিরপুর উপজেলার ধলসা-পয়ারীতে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাশ নেওয়া হয় মিরপুর

সোমবার, মার্চ ১৬, ২০১৫

কুষ্টিয়ায় শহর ছাত্রদলের উদ্যোগে হরতাল-অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল


কুষ্টিয়া শহর ছাত্রদলের উদ্যোগে হরতাল, লাগাতার অবরোধ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ সকল নেতাকর্মীর নিশর্ত মুক্তির দাবীতে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল নেতাকর্মীরা। গতকাল বিকেল ৪টার সময় শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিপনের নেতৃত্বে মিছিলটি বের হয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শহর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক কামাল উদ্দিন, শহর ছাত্রদলের সভাপতি মিথুনসহ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। এতে অংশ নেয় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা । তবে পুলিশ আসার আগেই মিছিল শেষ করেন নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।

খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি ভষ্মীভূত

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসতবাড়ি সম্পূর্ণ ভষ্মীভূত হয়েছে। গরুকে বাঁচাতে পারলেও সম্পূর্ণ অগ্নিদগ্ধ হয়েছেন বৃদ্ধ হারেজ আলী (৮০)। এতে আনুমানিক নগদ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ পরিবার। এ ঘটনায় খোকসা উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ডাঃ আবু বক্কর সিদ্দিক ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
জানা গেছে, গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে

হযরত বুড়োঁ দেওয়ান (রঃ) স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালী বাটিকামারাস্থ নিজ কার্যালয়ে হযরত বুড়োঁ দেওয়ান (রঃ) স্মৃতি পাঠাগারের উদ্যোগে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। গতকাল বিকাল ৫ টায় কুমারখালী ডিগ্রী কলেজের এইচ এস সি পড়–য়া সামিহা সুলতানা হিরা নামে এক অসহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও শিক্ষার উপকরণ প্রদান করা হয়। এ সময় পাঠাগারের সভাপতি খোন্দকার আব্দুল হালিম, সহ-সভাপতি খোন্দকার আব্দুস শুকুর এবং প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যিক খোন্দকার শাহ আব্দুস সবুর বাগদাদী সহ স্থানীয় গণ্যমান্য শিক্ষানুরাগী সুধীজন এ সময় উপস্থিত ছিলেন

কুমারখালীতে ডিজিটাল মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

শরীফুল ইসলাম কুমারখালী ঃ কুষ্টিয়ার কুমারখালীতে ডিজিটাল মেলা আয়োজনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী কর্মকর্তা সাহেলা আখতারের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান বিশেষ অতিথি ছাড়াও সদকী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান প্রমূখ বক্তব্য দেন। প্রস্তুতি সভায় ইউপি চেয়ারম্যান, সচিব, উদ্যোক্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কম্পিউটার শিক্ষক এবং ইন্টারনেট সুবিধাভোগী ও কন্টেন্ট প্রস্তুতকারী অংশ গ্রহণ করেন। মেলা সফল করতে প্রয়োজনীয় সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

কুমারখালীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা

উন্নয়নের মানদন্ডে শিশু ও নারীর অবস্থা একটি অন্যতম সূচক
স্টাফ রিপোর্টার : কুমারখালীতে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম(৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের অধিনে নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়র পরিষদের কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার। অনুষ্ঠানে যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধের আলোচনা করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম। স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধনের উপর আলোচনা করেন কুমারখালী উপজেলা

কুষ্টিয়ায় হরিপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১২

স্টাফ রিপোর্টার ঃ কুষ্টিয়া শহরতলীর হরিপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এলাকাবাসীরা জানান, জমি নিয়ে হরিপুর গ্রামের আকিল হাজী ও মিনারুলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রোববার দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রোহিলা(৩৫), মিনারুল(৪০), কালাম(২২), জব্বারসহ(২৫) আহত ১২ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রবিউল ইসলাম জানান, বর্তমানে গ্রামের উত্তেজনা কমাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দৌলতপুরে অগ্নিকান্ডে ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত

স্টাফ রিপোর্টার ॥ কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা। রোববার সন্ধ্যা ৭টার সময় দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভোরকাপাড়া গ্রামের মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় হঠাৎ করেই পানের বরজে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্ত্যরে মধ্যে তা ছড়িয়ে পড়লে অন্তত ৫০ বিঘা পানের বরজ ভস্মীভুত হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভেড়ামারা ফায়ার সার্ভির আগুন নিয়ন্ত্রনে আনে। ভেড়ামারা ফায়ার সার্ভিসের লিডার আক্কাস আলী বলেন, অগ্নিকান্ডে অন্ততপক্ষে ৫০ বিঘা পান বরজের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা না গেলে আনুমানিকভাবে ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি কারনে আগুনের সুত্রপাত হয়েছে তা বলতে পারেননি তিনি। দৌলতপুর থানার এসআই মাহফুজ জানান, আগুনের লেলিহান শিখা দেখে অনেকেই পান বরজের পাশের বাড়িঘর ভেঙ্গে ফেলেছে। এতে অনেক ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ায় মজমপুরে ছুরিকাঘাতে যুবক যুবতী গুরুতর আহত


স্টাফ রিপোটার ঃ কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে ছুরিকাঘাতে আহত অবস্থায় যুবক-যুবতীকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে শহরের মজমপুরের ডিসি কোর্টেও সামনে সকাল-সন্ধ্যা গলির ইমাম লজ থেকে তাদের উদ্ধার করা হয়।
এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেলিনা খাতুন (২৩)। তিনি রাজবাড়ির পাংশা উপজেলার রমজান আলীর কন্যা। আরেকজন যুবকের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মডেল থানার অফিসার ইনচার্য আব্দুল খালেক জানান, সকাল সাড়ে ১২টার দিকে সকাল সন্ধ্যা গলির পরিত্যক্ত বাড়ি ইমাম লজ থেকে সেলিনা রক্তাক্ত অবস্থায় বের হয়ে চিৎকার করে। এ সময় এলাকাবাসী বাড়ির ভেতর থেকে এক উপুর্যপুরী ছুরিকাঘাতে আহত অবস্থায় পওে থাকা রক্তাক্ত পুরুষসহ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। ঘটনাস্থল কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমসহ উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ঠিক কি কারনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে আন্তঃ কলেজ হ্যান্ডবল(ছাত্রী) প্রতিযোগিতার শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর ২০১৪-২০১৫ আঞ্চলিক পর্ব খ অঞ্চল এর এর আন্তঃ কলেজ হ্যান্ডবল(ছাত্রী) প্রতিযোগিতার শুভ উদ্বোধন গত ১৫ মার্চ, ২০১৫ বেলা ১২ টার সময় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.সফিকুর রহমান খান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। আন্তঃ কলেজ হ্যান্ডবল(ছাত্রী) প্রতিযোগিতার সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, যশোর এর ক্রীড়া অফিসার আ.ফ.ম আশাফুদ্দৌলা। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রথম দিনের খেলা উপভোগ করেন অতিথি মহোদয়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ ০১ জন আসামী গ্রেফতার।

 ঘটনার সংক্ষিপ্ত বিবরণ ঃ অদ্য ১৫ মার্চ ২০১৫ ইং তারিখ দুপুর আনুমানিক ১২৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া মডেল থানাধীন বল¬বপুর গ্রামে অভিযান পরিচালনা করে ধৃত মাদক ব্যবসায়ী মোঃ দুলাল (৫০), পিতা ওহেদ মন্ডল, সাং-বল¬বপুর, থানা ও জেলা-কুষ্টিয়াকে তার বসত বাড়ির পশ্চিম পার্শ্বে অবস্থিত খড়ের মধ্যে হতে একটি সাদা সচ্ছ পলিথিনের প্যাকেটের মধ্যে রক্ষিত মুখ বাঁধা অবস্থায় ০১ (এক) কেজি ৬০ (ষাট) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামত ও আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরপূর্বক হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

মুক্তির উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত

গতকাল ১৫ মার্চ’১৫ ইং তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমানোর মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের মত বিনিময় সভা সকাল ১১ টায় খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী

বালিয়াকান্দিতে ব্যবসায়ীর কাছ থেকে জোড়পুর্বক ১লক্ষ টাকার চেক স্বাক্ষর

আওয়ামীলীগ থেকে ২জন সাময়িক বরখাস্ত

রাজবাড়ী প্রতিনিধি ঃ এক ব্যবসায়ী কাজ সেরে রাতে বাড়ী ফেরার পথে জোড়পুর্বক ধরে নিয়ে বাড়ীতে আটকে রেখে মারপিট করে ১লক্ষ টাকার চেকে স্বাক্ষর নিয়ে পরদিন ছেড়ে দেয় চিহিৃত দুবৃত্তরা। এঘটনায় রবিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া বাজারে এক গ্রাম্য শালিসে একজনকে ৭বার কানধরে ওঠবোস করানো ও ওয়ার্ড আওয়ামীলীগের ২ নেতাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছে শালিসী বোর্ড।
জানাগেছে, গত ১২ মার্চ রাতে রামদিয়া বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে গোবিন্দপুর গ্রামের বাড়ীতে ফিরছিল ব্যবসায়ি ফজল মোল্যা (৪৭)। তাকে গোবিন্দপুর গ্রামের সামসুল হকের ছেলে ইজাজ, ছত্তার মন্ডলের ছেলে আনোয়ার মন্ডল, সমির মন্ডলের ছেলে শামীম ও তেজারত মন্ডলের ছেলে

রবিবার, মার্চ ১৫, ২০১৫

ইবি’র কর্মরত সাংবাদিককে প্রক্টরের হুমকি

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাম্প্রতিক বিষয় নিয়ে প্রক্টরের সাথে ‘দ্যা রিপোর্ট২৪ডটকমের’ প্রতিনিধির মোবাইল ফোনালাপ কালে তাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছে প্রক্টর প্রফেসর ড.ত.ম লোকমান হাকিম। এ নিয়ে ক্যাম্পাসে কর্মরত জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে ক্যাম্পাস খোলার দাবীতে পুলিশের বাধার উপেক্ষা করে সাধারন শিক্ষার্থীরা একটি মানববন্ধন করে। মানবনন্ধনে অংশ নেয়া কয়েক শিক্ষার্থীর দাবী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. ত.ম লোকমানের নির্দেশে পুলিশ আমাদের মানবন্ধনে বাধা দেয়।

১৫ ও ১৬ মার্চের কামিল স্নাতকোত্তর পরীক্ষা স্থগিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশব্যাপী আগামী ১৫ ও ১৬ মার্চের অনুষ্ঠিতব্য কামিল ¯œাতকোত্তর ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০১৩ অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। এছাড়া পরবর্তী পরীক্ষাসমুহ পূর্ব ঘোষিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। 

ইবিতে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালুর দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লোকমান হাকিম একাডেমিক কার্যক্রম চালুর বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা ১৭মার্চ পর্যন্ত কর্মসূচী স্থগিতের ঘোষণা দেয়। ১৭মার্চের মধ্যে ক্লাস পরীক্ষা চালু করা না হলে ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচী পালনের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধা প্রদানের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচী শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। 

সহিংসতা বন্ধের দাবীতে কুষ্টিয়া ইসলামীয়া কলেজে মানববন্ধন

“শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদ ক্লাশ করতে চাই, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” এই শ্লোগান লেখা ব্যানারে মানববন্ধন করেছে কুষ্টিয়া ইসলামীয়া কলেজে। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত এই কর্মসূচী শনিবার সকাল ১১ টায় কলেজ ক্যাম্পসের সম্মুখে অনুষ্ঠিত হয়। চলে ১১টা ৪৫ পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ নওয়াব আলী। মানববন্ধন কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন কলেজের ভারপাপ্ত উপাধাক্ষ হানিফ আলী, শিক্ষক পরিষদের সহসভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জোয়ার্দার, কলেজের শিক্ষক সিরাজুল ইসলাম, জেসমিন নাহার, কামুরন্নাহার, রোমানা ইয়াসমিন, সাদিয়া ফারজানা, তামান্না, নুরুন্নাহার প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় সিবিএটির মানববন্ধনে সহিংসতা বন্ধের দাবী

স্টাফ রিপোর্টার : “শঙ্কামুক্ত জীবন চাই, নিরাপদ ক্লাশ করতে চাই, পরীক্ষা দিতে চাই, শিক্ষা ধ্বংসকারী সহিংসতা বন্ধ কর” এই শ্লোগান লেখা ব্যানারে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে কলেজ অব বিজনেস এ্যাডমিনিষ্টেশন এন্ড টেকনোলজি, সিবিএটি। জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত এই কর্মসূচী শনিবার সকাল ১১ টায় শহরের পৌর গোরস্থান সংলগ্ন কলেজ ক্যাম্পসের সম্মুখে অনুষ্ঠিত হয়। চলে ১১টা ৪৫ পর্যন্ত। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আহসান হাবিব রেজা, প্রভাষক আহসান কবির, শিরিনা খাতুন, আশা খাতুন, মনিয়ার হোসাইন, শামীম মাহমুদ প্রমূখ। এসময় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে রহিজা খাতুন (২১) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের মাইলা গ্রামের ভুট্টাখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, সন্ধ্যার পর থেকে রহিজা খাতুনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাত গভীর হলে বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তার খোঁজে নির্ঘুম রাত কাটায়। সকালে স্থানীয় একটি ভুট্টাখেতে তার বিবস্ত্র লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : বিএনপিসহ ২০ দলের ডাকা দেশব্যাপী লাগাতর অবরোধ ও ৭২ ঘন্টার হরতাল সফল করতে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ গ্রেফতারকৃত ২০দলের সকল নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শহরের এন এস রোডে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। শনিবার সকালে শহরের এন এস রোডে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন যতক্ষন পর্যন্ত জালেম স্বৈরাচারী সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন না দিবে ততক্ষন পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। সরকার যতই বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতা কর্মীদের

চুয়াডাঙ্গায় ১০ ডাকাত গ্রেফতার

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার সদর উপজেলার হিজলগাড়ি বাজার থেকে ১০ জন ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। এসময় অপর ৪ জন পালিয়ে যায়। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, শুক্রবার দিবাগত রাতে মাগুরা জেলা শহর থেকে দুটি গাড়ি যোগে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য হিজলগাড়ি বাজারে পৌছায়। এরপর তারা বাজারে অবস্থিত গ্রামীণফোন ও রবি টাওয়ারে ডাকাতির উদ্দেশ্যে হানা দেয়। এসময় টাওয়ারের সক্রিয় সিসি ক্যামেরার মাধ্যমে

আমলায় তামাক চাষ প্রতিরোধে র‌্যালী, মাইকিং ও আলোচনা সভা


আমলা অফিস : কুষ্টিয়া মিরপুরে তামাক চাষ প্রতিরোধে এক র‌্যালী, মাইকিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার আমলা বন্ধন সংস্থার কার্ষালয় থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি আমলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার সংস্থার কার্ষালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ও আমলা বন্ধন সংস্থার আয়োজনে এ র‌্যালীতে অংশ গ্রহন করেন বন্ধন সংস্থার আমলা উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়, সদরপুর উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় এবং গোয়াবাড়িয়া উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকমন্ডলী এতে সংস্থার পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশার সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন সহায় সংস্থার পরিচালক আব্দুর রহিম মজনু, স্যাডো সংস্থার পরিচালক

মঙ্গলবার, মার্চ ১০, ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে খোকসায় বিএনপি শ্রমিকদল যুবদল ও ছাত্রদলের আনন্দ মিছিল


স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ড ক্রিকেট দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় খোকসা শিমুলিয়া ইউনিয়ন বিএনপি, শ্রমিকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাঘের থাবায় ইংলিশ সিংহ ধরাশায়ী যখন তখন আনন্দে সারাদেশ। বিকালে পৃথক পৃথক ভাবে আনন্দ মিছিল বের করে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল বিকেলে শিমুলিয়া ইউনিয়নের উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বিলজানি বাজার থেকে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি করিম সেখ, মামুন মেম্বর, থানা ছাত্রদলের সভাপতি আলিম রেজা, আমির, যুবনেতা মুক্তার, লাল্টু, বাবু, টিপু, রাশেদ, ছাত্রনেতা বদরসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর পরপরই খোকসা খেয়া ঘাট থেকে থানা ও পৌর শ্রমিকদল, ছাত্রদল ও যুবদলের উদ্যোগে একটি র‌্যালী উপজেলা সদরের প্রধান

বাংলাদেশ দলকে মেহেদী রুমীর অভিনন্দন


 বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এক অভিনন্দন বার্তায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান।
সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। অদম্য মনোবল নিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের লাল-সবুজের পতাকা সমুন্নত রাখবে বলে আশা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

কুষ্টিয়ায় বিএনপির বিজয় মিছিলেও পুলিশের বাধা : মেহেদী রুমীর নিন্দা


আব্দুম মুনিব : বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপির আনন্দ মিছিলে পুলিশের বাধা প্রদান করেছে। আর এতে মিছিলটি পন্ড হয়ে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের বড় বাজার থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে এ মিছিল বের করতে গেলে পুলিশ এ বাধা প্রদান করে।।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক এমএ শমীম আরজু, এসএম ওমর ফারুক এর নেতৃত্বে নেতাকর্মীরা বড় বাজারের রাজারহাট মোড়ে জড়ো হতে থাকে। এ সময় পুলিশ তাদের মিছিল বের না করার অনুরোধ করে এবং সেখান থেকে সরে যেতে বলে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়।
এ বিষয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু জানান, বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল বের করার প্র¯তুতিকালে কোন

শনিবার, মার্চ ০৭, ২০১৫

দৌলতপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামে শুক্রবার বেলা পৌনে ৪ টার দিকে খেলা করার সময় ককটেল বিস্ফোরনে সাব্বির নামে এক শিশু আহত হয়েছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় ৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। আহত শিশু সাব্বিরকে (৭) উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। একই গ্রামের মদন আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামালপুর গ্রামের মদনের বাড়ির পেছন পানি শুন্য একটি পুকুরে তার ছেলে সাব্বিরসহ বেশ কয়েকজন শিশু খেলা করতে ছিল।

যশোরে তরিকুল ইসলাম সহ বিএনপি নেতাদের বাড়িতে হামলা


যশোর প্রতিনিধি : গত রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) একটার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে। যশোর শহরের ঘোপের এ বাসায় সন্ত্রাসীরা পরপর পাঁচটি বোমা মারে। বোমা হামলার ফলে জানালার কাঁচ ভেঙে যায়। এ ঘটনায় সাবেক এই মন্ত্রীর পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। তরিকুল ইসলামের বাড়ির দারোয়ান জানায়, রাত একটার দিকে ছয়-সাতজনের একদল সন্ত্রাসী এসে বাড়ির ভেতর বোমা নিক্ষেপ করে। ছোড়া বোমার তিনটি বাড়ির ভেতরের মূল গেটের সামনে ও দোতলার জানালায় লেগে একই সাথে বিস্ফোরিত হয়। এরপরই ঘরের সামনে আরো দুটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসীরা হেঁটে চলে যায়।
তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম ছাড়া বাসায় তেমন কেউ না থাকায় বোমা হামলার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। গভীর ঘুমের মাঝে বোমা বিস্ফোণের এমন শব্দে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাসা ছেড়ে নিরাপদ স্থানে পালানোর চেষ্টা করে। বোমা বিস্ফোরণে কাঁচ ভেঙে পর্দা ছিড়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে জালের কাঠি ও স্প্লিন্টার। কোতোয়ালি থানার ওসি শিকদার আককাস আলী জানান, বোমা হামলার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ

অবরোধের সমর্থনে কুমারখালীতে ২০ দলের মিছিল


স্টাফ রিপোর্টার : টানা অবরোধের সমর্থনে ও বিএনপির চেয়ারপার্সসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুমারখালীতে বিক্ষোভ মিছিল করেছে থানা ও পৌর ২০ দলীয় ঐক্যজোট। শক্রবার সকালে টায় কুমারখালী সৈয়দ মাসউদ রুমী সেতু সংলগ্ন কুষ্টিয়া ঢাকা মহাসড়কে এ মিছিল হয়। মিছিলে কুমারখালী থানা ও পৌর ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলকারীরা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নিবাচনের দাবী করে বর্তমান সরকারের বিরুদ্ধে এবং হরতাল অবরোধের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।