বৃহস্পতিবার, এপ্রিল ০২, ২০১৫

দৈনিক হাওয়া পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার : ব্যাপক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পালিত হলো দৈনিক হাওয়া পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার সকালে কুষ্টিয়া চিলিস ফুড পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার সাজেদুর রহমান বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক বিটিভির জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক আব্দুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কুষ্টিয়ার সম্পাদক, দৈনিক ডেইলি স্টারের করেসপন্ডেন্ট বিশিষ্ট লেখক ও গবেষক ড. আমানুর আমান, দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক রাশেদুল ইসলাম বিপ্লব, দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মজিবুল শেখ, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জামিল হাসান খান খোকন, দৈনিক মুকুর পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম।
বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার সহকারী সম্পাদক অধ্যাপক শেহাব উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাইটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, দৈনিক হাওয়ার বার্তা সম্পাদক খালিদ হাসান সিপাই, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক হাওয়ার সিনিয়র স্টাফ রিপোর্টার এসএম রাশেদ, আরটিভির জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল, ইন্ডিপিন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাহীন আলী, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মওদুদ রানা, দৈনিক হাওয়ার সহকারী বার্তা সম্পাদক ও আমাদের অর্থনীতি পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আব্দুম মুনিব, দৈনিক হাওয়া পত্রিকার কুমারখালী প্রতিনিধি শরীফুল ইসলাম, খোকসা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, ভেড়ামারা প্রতিনিধি এ্যাড. মনির উদ্দিন মনির, দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, আমলা প্রতিনিধি মামুনুল ইসলাম ঝন্টু, খলিসাকুন্ডি প্রতিনিধি কাবলু বিশ্বাস, ইবি প্রতিনিধি রাশেদুন্নবী রাশেদ, মেহেরপুর জেলা প্রতিনিধি আক্তার হোসেন, গাংনী প্রতিনিধি এনামুল হক, স্টাফ রিপোর্টার সালমান সাহেদ, সহকারী কম্পিউটার অপারেটর আমিনুর রহমান জুয়েল।