বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০১৫

আইন সবার জন্য সমানভাবে চলছে না : বিএনপি

হাওয়া ডেস্ক : আইন সবার জন্য সমানভাবে চলছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলের আন্তর্জাতিক সম্পাদক আসাদুজ্জামান রিপন গতকাল বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, আইন এখন সবার জন্য সমান নয়। একেকজনের জন্য একেকরকম বিচার চলছে। আমরা দেখছি, একই যাত্রায় দুই ফল। আইন কারো জন্য চলে দ্রুত গতিতে, আবার কারো জন্য চলে ধীরগতিতে। আইন ও বিচার এসব সরকারের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারপরও আমরা বিচারকদের প্রাজ্ঞতা ও ন্যায় পরায়নতার প্রতি আস্থা রাখতে চাই। গ্যাটকো দুর্নীতির মামলায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচারের বিষয়ে হাইকোর্টের আদেশের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষে তিনি একথা বলেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খাটো বা অসম্মান করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। আজ বুধবার হাইকোর্ট গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুই আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছে। রায়ের অনুলিপি পাওয়ার দুই মাসের মধ্যে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এসময় দলের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শাম্মী আখতার প্রমুখ উপস্থিত ছিলেন। গ্যাটকো মামলায় হাইকোর্টের রায়ের বিষয়ে দলের প্রতিক্রিয়া জানতে চাইলে আসাদুজ্জামান রিপন