বুধবার, জুলাই ১৬, ২০১৪

কুষ্টিয়ায় টিসিএল শো রুমের আয়োজনে ইফতার


স্টাফ রিপোটার : কুষ্টিয়ায় টিসিএল, মারসেল ও যমুনা ইলেক্ট্রনিক্্র শো রুমের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শহরের ৫ রাস্তার মোড়ের মিল্কি সুপার মার্কেটের ২য় তলায় এ ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে জেলার রাজনৈতিক,সামাজিক,ব্যাবসায়ী ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও টিসিএল শো রুমের সত্বাধীকারি রফিকুল ইসলামের সার্বিক পরিচালনায় ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি হাজী আবুল কাশেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সোহরাব উদ্দিন, সাবেক এমপি এ্যাড.বদরুদ্দোজা গামা, জেলা বিএনপির সহ সভাপতি হাফিজুর রহমান হেলাল, শহিদুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ, এসএম ওমর ফারুক,

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের উদ্বোধনীর মধ্য দিয়ে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছনতা দিবস

স্টাফ রিপোর্টার ॥ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে ঘাস কেটে পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রম এর উদ্বোধন করেছেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। মঙ্গলবার সকাল ১০ এ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনারকলি মাহবুবসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিছন্নতা বজায় রাখতে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়া পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের আহবান জানান।

কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী মিলন ও রিফাতের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল

নিজ সংবাদ : কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রথম ব্যাচের কৃতি শিক্ষার্থী মিলন ও রিফাতের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল কলেজের নিজস্ব মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ ইফতেখার মাহমুদের সভাপতিত্বে মিলন ও রিফাতের স্মৃতিচারন করে আলোচনায় অংশ নেন কুষ্টিয়া মেডিকেল কলেজে সদ্য যোগদান করা সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এস,এম মোস্তানজিদ,বিএমএ কুষ্টিয়ার সভাপতি ডাঃ জামালউদ্দিন মোল্লা,রতন-লিজা ম্যাটস এর প্রিন্সিপাল ডাঃ আসমা জাহান লিজা ও ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সারওয়ার জাহান ভুঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আশরাফুল ইসলাম দারা,কুষ্টিয়া গনপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদ মোহাম্মদ কবির, মেডিকেল কলেজের শিক্ষক ডাঃ আক্রামুজ্জামান মিন্টু, ডাঃ আব্দুল্লাহ আল মামুনসহ মেডিকেল কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাইক্রোবায়োলজী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নাজমীন রহমান।
রিফাত ও মিলনের স্মৃতিচারন করতে যেয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আলোচকগণ বলেন,কুষ্টিয়ার সন্তান হিসেবে আমাদের সকলের অনেক

ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ

গতকাল ১৫জুলাই বেলা ১টায় ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির আয়োজিত এক প্রতিবাদ সভা বাবোর আলী গেটেস্থ জেলা কার্যালয়ে শাসমুদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় নেতৃবৃন্দ বলেন ফিলিস্তিনের নারী-শিশুসহ ব্যাপক জনগণের সাম্রজ্যবাদী মদদ ও ষড়যন্ত্রে ইসরাইল কর্তৃক গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী শ্রমিক কৃষক জনগনের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলন। নেতৃবন্দ আরো বলেন ফিলিস্তিনসহ সারা পৃথিবীতে আজ যে গণহত্যা ঘটে চলেছে তার জন্য দায়ী হচ্ছে সাম্রাজ্যবাদ ও তার দালালেরা। তাই জতীয় মুক্তি স্বাধীনতা ও শোষন মুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম ছাড়া বিজয় অর্জন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই আজ প্রয়োজন ফিলিস্তিনে গনহত্যাসহ সাম্রাজ্যবাদীদের সকল রূপের অন্যায় আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের শ্রমীক শ্রেণী ও জনগণের ন্যায়-সংগত সংগ্রামকে বেগবান করা। আগামী

গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে

আক্তারুজ্জামান,মেহেরপুর ঃ পৃথক তিনটি অভিযান চালিয়ে ফেনসিডিল গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার দিনগত রাতের বিভিন্ন সময় এ অভিযানগুলো চালান গাংনী থানা পুলিশ। আটকরা হলেন, গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের রাশিদুল ইসলামে’র ছেলে জিহাদ (১৯), সিনেমা হল পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৫), চককল্যাণপুর গ্রামের মজিরুদ্দীনের ছেলে আতিয়ার রহমান (৩৫), করমদী গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মগরেব আলী (৪৫)। এসব ব্যাক্তিদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ৫ শ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, ভোর রাতের দিকে গাংনী থানার উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃতত্বে একদল পুলিশ চৌগাছা গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে অভিযান ১৪ বোতল ফেনসিডিলসহ জিহাদকে আটক করেন। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সহযোগী সাব্বির হোসে কে আটক করা হয়েছে। অপরদিকে বামুন্দী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঝোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ শ গ্রাম গাঁজাসহ চক

গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে

আক্তারুজ্জামান,মেহেরপুর : পৃথক তিনটি অভিযান চালিয়ে ফেনসিডিল গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। সোমবার দিনগত রাতের বিভিন্ন সময় এ অভিযানগুলো চালান গাংনী থানা পুলিশ। আটকরা হলেন, গাংনী পৌর শহরের চৌগাছা গ্রামের রাশিদুল ইসলামে’র ছেলে জিহাদ (১৯), সিনেমা হল পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৫), চককল্যাণপুর গ্রামের মজিরুদ্দীনের ছেলে আতিয়ার রহমান (৩৫), করমদী গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মগরেব আলী (৪৫)। এসব ব্যাক্তিদের কাছ থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ৫ শ গ্রাম গাঁজা জব্দ করেছে পুলিশ। গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন জানান, ভোর রাতের দিকে গাংনী থানার উপপরিদর্শক মনিরুজ্জামানের নেতৃতত্বে একদল পুলিশ চৌগাছা গ্রামের রাশিদুল ইসলামের বাড়িতে অভিযান ১৪ বোতল ফেনসিডিলসহ জিহাদকে আটক করেন। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে সহযোগী সাব্বির হোসে কে আটক করা হয়েছে। অপরদিকে বামুন্দী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঝোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ শ গ্রাম

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত। আহত ২ জন

আক্তারুজ্জামান,মেহেরপুর : মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইছাহাক আলী (৫৬) নামের এক সব্জী বিক্রেতা নিহত হয়েছেন। নিহত ইছাহাক আলী গাংনী উপজেলার বাওট গ্রামের সারপাড়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বিকাল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া ওলিনগর নামক স্থানে চলন্ত ট্রাকের সাথে স্যালোইঞ্জিন চালিত আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত ইছাহাক আলী ও অপর ব্যবসায়ী একই গ্রামের আবুল কাশেম, ও জাবের আলী আহত হন। মূমূর্ষ অবস্থায় জাবের আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আবুল কাশেম বামুন্দীর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।নিহত আবুল কাশেমের ছেলে সাইকেল মেকার বজলুল হক তার পিতার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। গাংনী থানার ওসি (তদন্ত)