মঙ্গলবার, মার্চ ০৪, ২০১৪

“জনগণের উপর অত্যাচার করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না”


নব নির্বাচিত কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যানের পক্ষথেকে মেহেদী রুমীকে ফুলেল শুভেচ্ছা 

ষ্টাফ রিপোর্টার : কুমারখালী উপজেলা নির্বাচনে নব নির্বাচিত ১৯দলীয় জোটের ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যলয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় মেহেদী আহমেদ রুমী বলেন, আমাদের সংগ্রাম দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার সংগ্রাম। দেশ থাকবে কিনা, আমাদের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা এবং নীতি নির্ধারণে অন্যরা পাশে থাকবে কি না সে প্রশ্নও এখন। তিনি বলেন, এ সরকার পাথরের মতো জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের উপর অত্যাচার করে জুলুমবাজ এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের এ আন্দোলন জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম।তিনি বলেন, উপজেলা নির্বাচনে সারাদেশের মত কুমারখালী ও খোকসাতে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাল ভোট, ভোট ডাকাতি, ভোট কারচুপি সর্বপরি ভোট জালিয়াতি করে ১৯ দলীয় জোটের চেয়াম্যান প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সময়মত

“মাদক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান”

পরিপ্রেক্ষিতের সহযোগিতায় ভেড়ামারায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে প্রচারাভিযান 

ষ্টাফ রিপোটার : মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি ও মাদকের ভয়াবহতা রুখতে দেশব্যাপী প্রচারাভিযান এর অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিপ্রেক্ষিতের সহযোগিতায় সোমবার সকাল ১০টায় প্রচারাভিযানের অংশ হিসেবে আলোচনা সভা, র‌্যালি ও দেয়াল লিখন কর্মসূচি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পাদন করা হয় দেয়াল লিখন কর্মসূচি। এরপর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল কুমার সসরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আমিরুল ইসলাম, জেলা জুনিয়র স্বাস্থ শিক্ষা কর্মকর্তা সামসুল আলম, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম পিপিএম, পৌর প্যানেল মেয়র মাহবুব আলম বিশ্বাস, ভেড়ামারা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, আব্দুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা, ভেড়ামারা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারন সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা সমাজ সেবা

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে দু’জুয়াড়ির জরিমানা

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দু’জুয়াড়ির জরিমানা করেছে। রবিবার রাতে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহ্মেদ এর নেতৃত্বে ডিবি পুলিশের এ এস আই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় শহরের চরআমলা পাড়া কালী মন্দিরে প্রকাশ্যে জুয়া খেলার সময় বড় বাজার এলাকার মৃত রুহুল আমীন শরীফ এর ছেলে (৩২) ও

খোকসায় বাস ও করিমনের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ১৫

মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় বাস-করিমনের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের মোড়াগাছা এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাসের সাথে অপরপ্রান্ত থেকে আসা মালবাহি করিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রাস্তার ধারে একটি গাছের সাথে আটকে গেলে কাকতালীয়ভাবে বাসের ৫০ যাত্রী প্রাণে বেঁচে

সাহায্যের আবেদন

কুষ্টিয়া শহরের ১০নং ওয়ার্ডের দেশওয়ালীপাড়া এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী বিজয় সাহা ও লিপি সাহার ৫ বছরের শিশুপুত্র অন্তর সাহা শারীরিক প্রতিবন্ধী হওয়ার কারনে চিকিৎসক তাকে ভারতের ভেলোরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তার চিকিৎসার জন্য প্রায় ৪ লক্ষাধিক টাকার প্রয়োজন। দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবান, সংস্থা ও প্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
লিপি সাহা
সঞ্চয়ী হিসাব নং ৮৪৮৭
উত্তরা ব্যাংক,
এন এস রোড, কুষ্টিয়া শাখা।
মোবাইল-০১৭৭৬-৫০৫৬২০