রবিবার, অক্টোবর ১৩, ২০১৩

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য গুনীজন সম্মাননা ২০১২ পেলেন প্রকৌশলী জাকির হোসেন সরকার

শিমুল আহমেদ : বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় পাবলীক লাইব্রেরী সেমিনার হলে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ১১ বছর পূর্তি উপলক্ষে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত গুণীজন সম্মাননা ২০১২ তে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য পুরষ্কার প্রদান করা হয়। এতে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ,সমাজ সেবক, সরকার ষ্টীল লিঃ এর চেয়ারম্যান প্রকৌশলী জাকির হোসেন সরকার কে গুণীজন সম্মাননা ২০১২ ভূষিত করা হয়। ভাসমান মানুষের পূর্নবাসন ও মানবাধিকার উন্নয়নে আমাদের করনীয় আলোচনা শীর্ষক অনুষ্ঠানে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশরে চেয়ারম্যান দুলাল মিয়ার সভাপত্বিতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের মাননীয় বিচারপতি মো: জয়নুল আবেদীন বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেছা মোশারফ এমপি , ভাষা সৈনিক আহমেদ রফিক , ভাষা সৈনিক মো: আব্দুল জলিল , বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত

হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবিরের মিছিল আটক ৩

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ডাকে আগামী কাল চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহে অর্ধদিবস হরতালের সমর্থনে কুষ্টিয়া শহর শিবির এক বিক্ষোভ মিছিল করেছে । গতকাল দুপুরে শহরের চৌড়হাস মোড় থেকে কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সোহেল রানার নেতৃত্বে মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে বিএটি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষে হয়। মিছিল শেষে পুলিশ অভিযান চালিয়ে শিবিরের ভাদালিয়া থানা সভাপতি হযরত আলী, এক রিস্কা শ্রমিক ও এজাজ আহমেদ নামের এক সাধারন ছাত্রকে গ্রেফতার করে। উল্লেখ থাকে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের গুলিতে নিহত শিবির নেতা রফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে উক্ত চার জেলায় শিবিরের ডাকে আগামিকাল রবিবার

খোকসায় মুক্তির দম্পতি প্রশিক্ষণ

গতকাল ১২-১৩ অক্টোবর ২০১৩ তারিখে মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের খোকসা উপজেলায় মোড়াগাছা ইউনিয়নে আলহাজ সদর উদ্দিন খান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১০.০০ টায় দম্পতি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে উদ্বোধন করেন পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মো: ফারুক হোসেন। প্রকল্প ভিত্তিক আলোচনা করেন মুক্তির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন। প্রশিক্ষণে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন মুক্তির

কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আযহার নামাজ সকাল ৮টায়

সংবাদ বিজ্ঞপ্তি ॥ গত ২২-০৯-১৩ইং তারিখে জেলা প্রশাসকের সভা কক্ষে বিকাল ৫টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক আগামী ঈদুল আযহার নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদগাহ ময়দানে মুসল্লিগণকে নিজ নিজ জায়নামাজ সহ নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত হওয়ার জন্য সকলকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রাজপথে আন্দোলন সংগ্রাম করে লাভ হবে না : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি আগামীতে রাজনীতির কৌশল হিসেবে রাজপথে শক্তি তৈরী করার অপচেষ্টা করছে। রাজপথে আন্দোলন সংগ্রাম যতই করেন কোন কাজ হবে না। সংবিধানের নিয়ম মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সেই নির্বাচনে অন্যান্য দলের পাশাপাশি বিএনপিও অংশ গ্রহণ করবে। শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি মুখে নির্বাচন না করার কথা বলে তারা যুদ্ধাপরাধী এবং তেঁতুল হুজুরকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই এ ব্যাপারে নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে নির্লজ্জ সমর্থন দেখিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে,

ভেরামারায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সমাধান সংলাপে : তথ্যমন্ত্রী ইনু

ষ্টাফ রিপোটার : জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি নির্দলীয় সরকার সর্ম্পকে বলেছেন, আমি চাই বেগম খালেদা জিয়ার পস্তাব অনুযায়ী নির্দলীয় সরকার কিভাবে গঠন করা যায়, কার নেতৃত্বে গঠন করা যায়, উনার থলে থেকেই প্রস্তাবটা বের হয়ে আসুক। নির্বাচন ভাল করার জন্য কোন পস্তাব যদি থাকে তাহলে আমরা সবাই মিলে একমত হবো এবং তা কর্যকরী করবো।  শনিবার বেলা বারটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে পুজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী ২৫ অক্টোবরের বিরোধী দলের আন্দোলন সর্ম্পকে বলেন, বিএনপি অতীতের রাজনীতির পুরানো কৌশল হিসাবে রাজপথে মিছিল মিটিং করে শক্তি প্রয়োগ করার চেষ্টা করছেন। কিন্তু সমাধান তো সংলাপে।তিনি আরও বলেন, যদি সংবিধান পরিবর্তন করতে হয় অথবা কোন আইন পরিবর্তন করতে হয়, তাহলে সেটাতো আলোচনার মধ্য দিয়ে করতে হবে। যতই মিছিল করেন মিটিং করেন তা দিয়ে তো আইন পরিবর্তন হবে না। সুতারাং আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে সংলাপে বসতে হবে। আড়াই বছর ধরে খালেদা জিয়া সংলাপ এড়িয়ে যাচ্ছেন ও সংলাপে আসছেন না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সংলাপে না বসলে এর মাধ্যমে ভবিষৎ’এ প্রমান হবে বেগম খালেদা জিয়া আসলেই নির্বাচন চান কিনা।
আসলে কি চাচ্ছেন খালেদা জিয়া সেটা তো পরিষ্কার না এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তিনি

কুমারখালী পৌরসভায় ভিজিএফ’র চাউল বিতরণ

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভা ও যদুবয়রা ইউনিয়নে গতকাল ঈদুল আযহা উপলক্ষ্যে ত্রাণ মন্ত্রণালয়ের দুঃস্থদের মাঝে ভিজিএফ’র বরাদ্দকৃত চাউল বিতরণ উদ্বোধন করা হয়। সকাল ৯ টায় পৌর মেয়র শামসুজ্জামান অরুন প্রতিজন ১০ কেজি চাউল প্রদানের মাধ্যমের উদ্বোধন করে। ঈদের আগের সকল ইউনিয়নে বিতরণ করা হবে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।

খোকসায় আনসার কর্মকর্তা সালমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ

দূর্গাপূজায় মাথাপিছু ৩০০ টাকা হারে আনসার নিয়োগ, বিভিন্ন মন্ডবে আনছার সদস্যরা অনুপস্থিত

মনিরুল ইসলাম মনি, খোকসা : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার বাড়তি নিরাপত্তা জোরদার করতে আনসার সদস্যদের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে খোকসা উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা: সালমা খাতুনের বিরুদ্ধে পাহাড়সম নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলার ৫৬ টি পূজা মন্ডবে ৩০০ নারী-পুরুষ আনসার সদস্যকে নিয়োগ দেওয়ার ঘোষণা হয়। এর মাঝে টাকা নিয়ে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠলে গত ৭ অক্টোবর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের নির্দেশে প্রাথমিক পর্যায়ে খোকসা থানা অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে ২৯০ জনকে বাছাই করে। কিন্তুু আনসার কর্মকর্তা সালমা খাতুন এসব কিছু না তোয়াক্কা করে তার মন মতো বাছাইকৃত সদস্যদের বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদেরকে ২০০/৩০০ টাকার বিনিময়ে নিয়োগ দিয়েছে। গতকাল শনিবার উপজেলার চর-বিহাড়ীয়া পূজা মন্দিরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে ৬ জন থাকার কথা থাকলেও দেখা মিলেছে ২ জনের। আর বাকি দুই সদস্য নারী হওয়ায় তাদের বাড়ি পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী। আর বাকি দুইজনকে আদেও পাওয়া যায়নি। যারা উপস্থিত ছিলো তাদের গায়ে নির্দিষ্ট পোষাক ছিলো না। এরকম চিত্র শুধু চর-বিহাড়িয়া মন্দিরেই নয় বাকি অনেক মন্দিরগুলোতেও একই অবস্থা। এছাড়াও খোকসার এ প্রান্তের মানুষের দায়িত্ব দিয়েছে অন্য প্রান্তে। নিয়ম অনুযায়ী নিজ এলাকাতে দায়িত্ব দেওয়া। ক্যালকুলেশন করলে দেখা যায়, ১৫ শত টাকার মধ্যে ৫০০ টাকা যাতায়াত বাবদ ও নিয়োগ বাবদ ৩০০ টাকা চলে যায়। আর বাকি থাকে ৭০০ টাকা। এনিয়ে ক্ষোভ প্র্রকাশ করেছেন অনেক আনসার সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সদস্য বলেন, এই কর্মকর্তা আমাদেরকে শোষণ করছে। আমরা কার কাছে বিচার দেবো।
এ ব্যাপারে খোকসা উপজেলা আনসার ও ভিডিবি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা: সালমা খাতুন বলেন, আমি কোন অনিয়ম করিনি। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।

খোকসায় সমকাল সুহৃদ এর বৃক্ষ রোপন

খোকসা প্রতিনিধি : খোকসায় সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হেনা মোঃ মুস্তাফা কামাল খোকসা জানিপুর পাইলট হাই স্কুলের ফুটবল মাঠের পশ্চিম দিকে একটি বকুল গাছের চারা রোপন করেন। এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মহম্মদ আলী, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাংবাদিক সাইদুল ইসলাম প্রবীণ, মনিরুল ইসলাম মাসুদ, সুহৃদ সভাপতি সজিব খান, সম্পাদক মনিরুল ইসলাম মনি, রাশিদুল ইসলাম রিপন, তাজিনুর প্রমুখ উপস্থিত ছিলেন। সমকাল প্রতিনিধি মুনসী লিটনের পৃষ্ঠপোষকতায় সুহৃদ এ বছর উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বকুল গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে।

মোহনা টিভিতে নিয়োগ পেলেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি

আব্দুম মুনিব: বাংলাদেশের জনপ্রিয় বে-সরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভিতে খোকসা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম মনি। গত ১০ তারিখে মোহনা টিভির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার স্বাক্ষরিত নিয়োগপত্র ও পরিচয়পত্র হাতে আসে। তিনি দীর্ঘদিন ধরে প্রিন্ট মিডিয়ার সাথে সুনামের সাথে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর খোকসা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের সময় ডট কমের খোকসা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক হাওয়ার স্টাফ রিপোর্টার হিসেবে সুনামের সাথে কাজ করছেন। সেই সাথে তার সম্পাদনায় খোকসা থেকে খোকসা ফাউন্ডেশনের প্রকাশনা মাসিক কলমতরী প্রকাশিত হচ্ছে। তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী যাতে করে সুনামে সাথে কাজ পরিচালনা করতে পারেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদের রোগমুক্তি কামনায় খোকসা উপজেলা বিএনপি

খোকসা প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের রোগমুক্তি কামনা করেছেন খোকসা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।খোকসা উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান স্বপন, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন খান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফফর উজ জামান মিন্টু সহ সকল স্তরের নেতৃবৃন্দ তাঁর রোগমুক্তি কামনায় দোয়া করেন।

দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মা সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। ডা: নঈম উদ্দীন আহমেদ ও হাজী মুহাঃ আবুল হোসেন বিএসসি ফাউন্ডেশন কর্তৃক এ বৃত্তির আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐ বিদ্যালয়ের এক সময়ের কৃতি ছাত্র ডা: আবু সাঈদ, ড. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফরজ উল্লাহ, আবুল কাসেম, মিজানুর রহমান বাবুল, মাহাতাব উদ্দীন বিশ্বাস, সফিউল ইসলাম, হাবিবা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মা ও সূধীজনরা উপস্থিত ছিলেন। শেষে