রবিবার, অক্টোবর ১৩, ২০১৩

ভেরামারায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সমাধান সংলাপে : তথ্যমন্ত্রী ইনু

ষ্টাফ রিপোটার : জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি নির্দলীয় সরকার সর্ম্পকে বলেছেন, আমি চাই বেগম খালেদা জিয়ার পস্তাব অনুযায়ী নির্দলীয় সরকার কিভাবে গঠন করা যায়, কার নেতৃত্বে গঠন করা যায়, উনার থলে থেকেই প্রস্তাবটা বের হয়ে আসুক। নির্বাচন ভাল করার জন্য কোন পস্তাব যদি থাকে তাহলে আমরা সবাই মিলে একমত হবো এবং তা কর্যকরী করবো।  শনিবার বেলা বারটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে পুজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।তথ্যমন্ত্রী ২৫ অক্টোবরের বিরোধী দলের আন্দোলন সর্ম্পকে বলেন, বিএনপি অতীতের রাজনীতির পুরানো কৌশল হিসাবে রাজপথে মিছিল মিটিং করে শক্তি প্রয়োগ করার চেষ্টা করছেন। কিন্তু সমাধান তো সংলাপে।তিনি আরও বলেন, যদি সংবিধান পরিবর্তন করতে হয় অথবা কোন আইন পরিবর্তন করতে হয়, তাহলে সেটাতো আলোচনার মধ্য দিয়ে করতে হবে। যতই মিছিল করেন মিটিং করেন তা দিয়ে তো আইন পরিবর্তন হবে না। সুতারাং আইন যদি পরিবর্তন করতে হয় তাহলে বেগম খালেদা জিয়াকে সংলাপে বসতে হবে। আড়াই বছর ধরে খালেদা জিয়া সংলাপ এড়িয়ে যাচ্ছেন ও সংলাপে আসছেন না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সংলাপে না বসলে এর মাধ্যমে ভবিষৎ’এ প্রমান হবে বেগম খালেদা জিয়া আসলেই নির্বাচন চান কিনা।
আসলে কি চাচ্ছেন খালেদা জিয়া সেটা তো পরিষ্কার না এমন মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, তিনি ঘোলা পরিবেশ তৈরী করে যুদ্ধাপরাধীদের বিচারটা আটকাতে চাচ্ছেন, তেতুল হুজুরদের বাঁচাতে চাচ্ছেন, হেফাজতে ইসলামের বোমাবাজদের রক্ষা করতে চাচ্ছেন, না তার দুর্র্ণীতিবাজ পুত্রদের বাঁচাতে চাচ্ছেন বিষয়গুলো পরিষ্কার না।পুজা মন্ডপ পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী একই স্থানে স্থানীয় জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কুষ্টিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার সিএ হালিম সহ প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন