রবিবার, অক্টোবর ১৩, ২০১৩

দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মা সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। ডা: নঈম উদ্দীন আহমেদ ও হাজী মুহাঃ আবুল হোসেন বিএসসি ফাউন্ডেশন কর্তৃক এ বৃত্তির আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলার খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাসির উদ্দীন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐ বিদ্যালয়ের এক সময়ের কৃতি ছাত্র ডা: আবু সাঈদ, ড. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফরজ উল্লাহ, আবুল কাসেম, মিজানুর রহমান বাবুল, মাহাতাব উদ্দীন বিশ্বাস, সফিউল ইসলাম, হাবিবা সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মা ও সূধীজনরা উপস্থিত ছিলেন। শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশীদ। অনুষ্ঠানটির পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক সানাউল্লাহ সেন্টু। অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মহাবুল হক। উল্লেখ্য খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ হিসেবে অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। প্রায় প্রতি বছরই এ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী মেডিকেলসহ বিভিন্ন জায়গায় ভর্তির যোগ্যতা অর্জন করে চলেছে। গত বছর ভাল ফলাফল করার জন্য খাস মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয় বিএসবি পুরস্কার ও সেকায়েপ থেকে এক লক্ষ টাকার পুরস্কার প্রাপ্ত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন