বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০১৪

কুষ্টিয়ার খাজানগরে চাতাল কল মালিক সিন্ডিকেট চক্র সক্রিয় যে কোন সময় বাড়তে পারে পারে চালের মূল্য

স্টাফ রিপোর্টার : সক্রিয় দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগনে চাতাল কল মালিক সিন্ডিকেট চক্র। আর এ কারণে যে কোন সময় বাড়তে পারে পারে চালের মূল্য। এর আগে বহু বার এই সিন্ডিকেট চক্রের কারনে কুষ্টিয়ার খাজানগর চালের মোকাম উত্তপ্ত হয়ে উঠেছে। আবারো চালের মোকাম নতুন করে উত্তপ্ত
হয়ে উঠতে বিভিন্ন খুচরা ব্যাবসায়ীদের সাথে কথা বলে এমনই তথ্য মিলেছে। এর আগে হঠাৎ করে বস্তা প্রতি দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এক লাফে এত দাম বাড়ার কোনো কারণ খুঁজে পাইনা ভোক্তারা। এদিকে এই সিন্ডিকেটের কারণে পূর্বে বহুবার চালের দাম বাড়লেও বাজার মনিটরিং টিমের সদস্যদের নেই কোনো তৎপরতা। অন্যদিকে মোকামে চালের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পরে ব্যপকভাবে।  নাম প্রকাশ না করার শর্তে খাজানগরের একজন চাল ব্যবসায়ী বলেন, খাজানগরের রশিদ এগ্রো ফুডসহ ১০ রাঘব বোয়াল চাতাল মালিকের গোডাউনে বিপুল পরিমাণ ধান মজুদ থাকে। বড় বড় এসব ব্যবসায়ীদের সারাদেশে কমপক্ষে ২০ থেকে ২৫টির বেশি গোডাউন রয়েছে। মজুদ রেখে তারা হটাৎ করে চড়া দামে চাল বিক্রি করে। ওই ব্যবসায়ী বলেন, এই সিন্ডিকেট চক্র যেই দামে ধান কেনে পরে অন্য ব্যবসায়ীর নিকট ডাবল দামে তা বিক্রি করে। খাজানগরের একাধিক চাতাল ব্যবসায়ী জানান, বড় বড় অটো রাইস মিলের কাছে তারা টিকতে পারছেন না। এসব আটো রাইস মিল মালিকরা তাদের দামে ধান নিয়ে যাচ্ছে এবং ইচ্ছে মত সিন্ডিকেট করছে। ফলে ছোট ছোট মিল-চাতালগুলো চালু রাখা সম্ভব হচ্ছে না।

কুষ্টিয়ায় ২ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী

  নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে দেশকে খাদ্য ঘাটতি থেকে দুর করা সম্ভব হয়েছে

................................................................প্রলয় চিসিম

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেছেন, উন্নত প্রজাতির উচ্চ ফলনশীল ধান কিংবা অন্যান্য ফসল উৎপাদনে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উপকরণ ব্যবহার করা প্রয়োজন। আমাদের দেশে কৃষি প্রযুক্তির উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে আমাদের কৃষিতে যথেষ্ট পরিবর্তন সাধিত হবে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতীয় কৃষি প্রযুক্তির আওতায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে দেশকে খাদ্য ঘাটতি থেকে দুর করতে সক্ষম হয়েছি। আগে অন্য দেশ থেকে খাদ্য আমদানী করতো আর বর্তমানে দেশের কোন খাদ্য ঘাটতি নেই। এসব সম্ভব হয়েছে কেবল নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে। এভাবেই দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমুখ।

কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুল ফেরদৗস, বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ভেড়ামারা উপজেলা শিক্ষা অফিসার। বক্তব্য রাখেন মিরপুর নাজমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তরিকুর রহমান, ভোড়ামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইস্কেনদার আলী। এদিকে সভা শেষে জেলা প্রশাসক সৈয়দ বেলাল

বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট কুষ্টিয়া জেলা কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সদস্যদের পরিচয়পত্র গত ২৫ নভেম্বর, ১৪ বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ চাইল্ড জার্নালিস্ট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমাম মেহেদী’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শিশির কুমার রায়। সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন, প্রকৃত সাংবাদিকরা জাতির দপর্ণ। লেখনির মাধ্যমে দেশকে আলোকিত করতে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে তোমাদের নিরলস ভাবে কাজ করতে হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও সাংগঠনিক আলোচনা শেষে সদস্যদের পরিচয় পত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠান উপস্থাপনা করেন চাইল্ড জার্নালিস্ট এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিত হাসান ও সাংস্কৃতিক সম্পাদক শামীমা সুলতানা কুসুম। এসময় উপস্থিথ ছিলেন চাইল্ড জার্নালিস্ট এর সহ-সভাপতি সোহানুর

মুক্তির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ পালন

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিন করে কুষ্টিয়া পৌরসভাতে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিজয়উল্লাস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। শুরুতেই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ এর মূল প্রবন্ধ পাঠ করেন মুক্তির প্রকল্পের প্রকল্পসন্বয়কারী উম্মে সালমা। আলোচনা করেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি, মিজানুর রহমান লাকী; সাংবাদিক ইব্রাহীম খলিল, মানবাধিকার নারী সমাজের সভাপতি নার্গিস রহমান ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নুরজাহান বেগম । সভায় বক্তারা বলেন, দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, নারীর প্রতি সহিংসাত প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই নারী নির্যাতন

ইবির “সি” ইউনিটের ফল প্রকাশ ॥ “ডি” ও “ই” ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষেও ¯œাতক (সম্মান) শ্রেনীর ভর্তি পরীক্ষার সমাজ বিজ্ঞান অনুষদ ভুক্ত “সি” ইউনিটের ফল প্রকাশ করেছে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী। বুধবার সন্ধ্যা ৬ টায় “সি” ইউনিটের সমন্বয়কারী সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ ফলপ্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি আরো জানান ফলাফল ওই অনুষদের নির্ধারিত নোটিশ বোর্ডেও টানানো হয়েছে এবং ফলাফল ও ভর্তি সংক্রান্ত

আসন সমস্যায় বহরপুর সঃ প্রাঃ বিদ্যালয়

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ১৭ নং বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসন সমস্যায় চরম ভোগান্তির মধ্যে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠদান গ্রহন করতে হচ্ছে। দীর্ঘদিনের পুরনো টিনসেট ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুলের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী জানান, বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বহরপুর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারীর মধ্যে অবস্থিত। শিক্ষার্থী সংখ্যা ৬১৯জন। শিশু শ্রেনীতে ৩০জন, প্রথম শ্রেনীতে ১শত জন, দ্বিতীয় শ্রেনীতে ৯৯জন, তৃতীয় শ্রেনীতে ১শত ১৩জন, চতুর্থ শ্রেনীতে ১শত ৩৬জন, পঞ্চম শ্রেনীতে ১শত ৪১জন। শিক্ষক মাত্র ১০জন। ৫জন মহিলা ও ৫জন পুরুষ। ১টি টিনসেট ঘরের ৬টি রুম। একটি অফিস রুম আর বাকী রুম গুলোতে মাঝে টিনের বেড়া দিয়ে কোন মত ক্লাস নিতে হয়। অনেকে বসার জায়গা না পেয়ে দাড়িয়েই ক্লাস করতে হয়। এসমস্যায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে পাঠদান করতে হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ জনপ্রতিনিধিদেরকে অবগত করা হয়েছে। শিক্ষার্থীদের দিকে চিন্তা করেই এ দুর্ভোগ ঘোচাতে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আশরাফুল আলম ইভান, তানিন আক্তার, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিশ্বাস, পৃথা মোদক জানায়, টিনসেট ঘরে একটি রুমকে মাঝ দিয়ে টিনের বেড়া দিয়েছে। এতে অল্প জায়গায় বসার ব্যবস্থা করায় গাদাগাদি করে বসতে হয়। যারা আগে আসে তারা বেঞ্চে বসে।

মুল অপহরনকারী হিল্লোল ও মানিক এখনো ধরা পড়েনি

বালিয়াকান্দি থানায় নারায়নগঞ্জের ঝুট ব্যবসায়ী অপহরনের ঘটনায় ১৮ জনের নামে মামলা

রাজবাড়ী প্রতিনিধি : ঢাকার নারায়নগঞ্জের ৩জন ঝুট ব্যবসায়ীকে সাড়ে ৫লক্ষ টাকা মুক্তিপনের দাবীতে অপহরণের ঘটনায় গত ২১ নভেম্বর ১৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী নরসিংদী জেলার মনোহরদী থানার পীরপুর সরকারবাড়ী গ্রামের আলহাজ্ব নুরুল ইসলাম মাষ্টারের ছেলে সোহাগ মিয়া।  মামলার এজাহারে প্রকাশ, নারায়নগঞ্জ জেলার বন্দর থানার র‌্যালী আবাসিক এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ আবিদ হোসেন ও নরসিংদী জেলার মনোহরদী থানার পীরপুর সরকারবাড়ী গ্রামের আলহাজ্ব নুরু ইসলামের ছেলে সোহাগ মিয়া ও রাজশাহী এলাকার আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জে ঝুট ও কাপড়ের ব্যবসা করে আসছিল। ব্যবসায়িক সুবাদে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের মানিক বিশ্বাসের সাথে পরিচয় হওয়ার পর ৩২ হাজার টাকার কাপড় বাঁকীতে বিক্রি করে। তার নিকট পাওনা টাকা চাইলে তাদেরকে বিভিন্ন সময়ে ঘোরাতে থাকে। একপর্যায়ে সে তাদেরকে বাড়ীতে এসে টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। তারই প্রস্তাবে রাজী হয়ে গত ১৬ নভেম্বর সকাল ৭টার দিকে নারায়নগঞ্জ থেকে বাসযোগে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে রাজবাড়ী বাসষ্ট্যান্ডে নামে। সেখান থেকে মানিক ও হিল্লোল তাদেরকে অটোবাইক যোগে রাজবাড়ী ফার্মে রুদ্ধ মিষ্টান্ত ভান্ডারে নিয়া ৩জনকে ভাত খাইয়ে আরেকটি অটোবাইক যোগে বালিয়াকান্দি থানার একটি অজ্ঞাতবাড়ীতে নিয়ে আসে তখন সন্ধ্যা সাড়ে ৫টা। ওইবাড়ীতে একটি অপরিচিত হিন্দু মহিলা চানাচুর, বিস্কুট ও চা খেতে দেয়। ওইদিন সন্ধ্যা ৭টার সময় ওইবাড়ীতে পিস্তল , রাইফেলসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে ২২-২৩জন লোক এসে মানিকের সামনে ৩জনের নিকট ৫লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। দাবীকৃত টাকা না দিলে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এরপর বাড়ীর অদুরে একটি ফাঁকা মাঠে নিয়ে মারপিট করে। সেখানে ব্যবসায়ীদেরকে রাত ৪টা পর্যন্ত আটক করে রেখে অজ্ঞাত একটি বাড়ীতে নিয়ে আটক করে রাখে। তখন তারা একেকজন, একেকজনকে মানিক, মাধব, হিল্লোল, অমল, সুশিল, নির্মল, প্রদীপ, ঝড়–, শ্যাম, সাধন, সৈকত, সুমন, অপু, প্রকাশ, জীবন বলে ডাকাডাকি করে। তাহারা সাধারনত দিনের বেলায় আটককৃতদেরকে

পানি পথে অবৈধভাবে মালেশিয়া যাওয়া

গাংনীর তেরাইল গ্রামের মামুনের লাশ ফেলা হয়েছে সাগরে। দালালদের হাতে জিম্মি ৩ জনের উপর চলছে নির্যাতন।



আক্তারুজ্জামান,মেহেরপুর : মা আমাকে বাঁচাও আমি বাঁচতে চাই। বাবা জমি বিক্রি করে হলেও দালালদের হাতে টাকা তুলে দাও। না হলে মামুনের মত আমাকেও মেরে ফেলে দেবে সাগরে। আমি ফিরে আসতে পারবনা। এভাবেই বাঁচার আকুতি করছে থাইল্যান্ডের কোন অজানা স্থানে নির্যাতিত কামিরুল ইসলামের ছেলে বেল্টু। এছাড়া নির্যাতিত আজিরুদ্দীন হাফিজুল ইসলাম ও তাদের পরিবারের সদস্যদের কাছে একই ভাবে আকুতি জানাচ্ছেন। গত ১০ অক্টোবর গাংনী উপজেলার তেরাইল গ্রামের কালাম ড্রাইভারের ছেলে মামনুর রশিদ মামুন (২৬), হাবিবুর রহমানের ছেলে হাফিজুল ইসলাম, কামিরুল ইসলামের ছেলে বেল্টু ও আজিরুদ্দীন নামের ৪ জন পানি পথে অবৈধভাবে স্থানীয় দালালের মাধ্যমে মালেশিয়া যাওয়ার স্বপ্ন দেখেছিল। আজিরুদ্দীনের মেয়ে আদুরী খাতুন জানান, সংসারে একটু সচ্চলতা ও ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পরিবারের লোকজনের অন্তরালেই আমার বাবা পাড়ি জমাতে চেয়েছিল মালেশিয়াতে। কিন্তু এখন আমাদের পরিবারের সচ্চলতা তো দুরের কথা বাবার জীবন বাঁচাতে পারবো কিনা এখন সন্দেহ তৈরী হয়েছে। এদিকে মামনের মৃত্যুর খবর অপর সাথীদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর নিজ গ্রামে গ্রামবাসিরা গত রবিবার বিকালে মামুনের গায়েবানা জানাজা করেছে । মামুনের পিতা কালাম ড্রাইভার জানান, আমার ছেলে বিদ্যুতের ওয়্যারিং মিস্ত্রি হিসেবে এলাকায় কাজ করতো। হঠাৎ তেরাইল গ্রামের আব্দুল গনির ছেলে জাহাঙ্গীর হোসেন ও হেমায়েতপুর গ্রামের দালালদের মাধ্যমে পানি পথে মালেশিয়াতে যায়।  মামুনের বড় বোন নাছরিন নাজমা খাতুন জানান, উপজেলার হেমায়েতপুর গ্রামের জাহিদ হোসেন ও তেরাইল গ্রামের জাহাঙ্গীর হোসেন তার ভাই মামুন কে নানা প্রলোভন দেখিয়ে মালোয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে তুলেছে। মুত্যুর আগে মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বলেছে আমি মালোয়েশিয়ায় পৌছানোর পর তেরাইল গ্রামের আব্দুল গনির ছেলে জাহাঙ্গীরহোসেন হেমায়েতপুর গ্রামের জাহিদ ২ লক্ষ ৫০ হাজার টাকা দিবা। এর পর থেকে মামুনের সাথে যোগাযোগ বন্ধ। মামুনের সাথে যাওয়া বেল্টু,আজিরুদ্দীন ও হাফিজুল ইসলাম তাদের

গাংনীতে যুবলীগ নেতা’র বাড়ি থেকে মটরসাইকেল চুরি। আনারুল ব্রিকসে চাঁদাবাজদের সাথে গুলি বিনিময়,

মোঃ এনামূল হক,গাংনী থেকে : গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলামের বাড়ি থেকে পালসার মটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার ভোর রাতের দিকে মজিরুল ইসলামের চৌগাছার বাড়ির গ্রীল কেটে চোরের দল মটরসাইকেলটি নিয়ে যায়। যুবলীগ নেতা মজিরুল ইসলাম জানান, আমি ঢাকা থেকে ভোর রাতের দিকে বাড়ি ফিরে দেখি ঘরের গ্রীল কাটা। ঘরের মধ্যে আমার এবং জামাইয়ের ২ টি মটরসাইকেল ছিল। জামাইয়ের মটরসাইকেলটি চোরের দল না নিলেও পালসার গাড়িটি নিয়ে গেছে। তবে আমার ধারনা, শুধু গাড়ি নেওয়ার জন্য তারা আসেনি। আমার উপর হামলা করাই তাদের মুল লক্ষ ছিল। তিনি আরো বলেন, রাত ১২ টা ৪৭ মিনিটের সময় এবং রাত দেড় টার সময় আমার মেয়ে সঞ্চিতার কাছে একটি মোবাইল থেকে কল এসেছিল। ধরানা করা হচ্ছে এটি কোন দূর্বৃতের মোবাইল কল। এ ব্যাপারে গাংনী থানায় সাধারণ ডাইরি করার প্রস্তুতি চলছে। এদিকে একই রাত ১১ টার দিকে বাঁশবাড়িয়া চিৎলা রোডের মাঠের মধ্যে আনারুল ব্রীকফিল্ডে চাঁদা নিতে এসে গোলাগুলির ঘটনা ঘটেছে। একসময় ভাটা মালিকের গুলির মুখে চাঁদা না নিয়ে পালিয়ে গেছে চাঁদবাজরা।  আনারুল ব্রিকসের মালিক আনারুল ইসলাম

সরকারী জমি খনন করে মাটি বিক্রির করার অপরাধে মেহেরপুরে এক ব্যাক্তির কারাদন্ড

আক্তারুজ্জামান,মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার আলমপুর খড়ের মাঠে সরকারী জমি খনন করে অবৈধভাবে মাটি বিক্রি করার অপরাধে রবিউল নামের এক ব্যাক্তির ১মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত রবিউল আলমপুর গ্রামের আরমান আলীর ছেলে। বুধবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা তনিয়া ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে রবিউলের বিরুদ্ধে এ রায় দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামান, কানুনগো আলী আকবর, সার্ভেয়ার শহিদুল ইসলাম, আমঝুপি ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফজলুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। আমঝুপি ইউনিয়ন ভুমি কর্মকর্তা ফজলুর রহমান জানান, ড্রেজার মেশিন দিয়ে সরকারী জমি খনন করছে এমন

মেহেরপুর রেডক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দীতাই বিজয়ী

আক্তারুজ্জামান,মেহেরপুর : মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ কেেরছেন।  বুধবার সকালে রেডক্রিসেন্ট নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক নুরুল আহমেদ সকল প্রার্থীকে বিনা প্রতিদ্ধন্দীতাই জয়ী হিসেবে ঘোষনা করেন। এর আগে ৭টি পদের অনুকুলে ৮ জন প্রাথী মনোনয়ন পত্র জমা দেন । পরে মনোনয় প্রত্যাহারের শেষ দিনে নির্বাহী সদস্য পদে মো: আলাউদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে