বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০১৪

কুষ্টিয়ায় ২ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী

  নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে দেশকে খাদ্য ঘাটতি থেকে দুর করা সম্ভব হয়েছে

................................................................প্রলয় চিসিম

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম বলেছেন, উন্নত প্রজাতির উচ্চ ফলনশীল ধান কিংবা অন্যান্য ফসল উৎপাদনে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি উপকরণ ব্যবহার করা প্রয়োজন। আমাদের দেশে কৃষি প্রযুক্তির উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে আমাদের কৃষিতে যথেষ্ট পরিবর্তন সাধিত হবে। গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে জাতীয় কৃষি প্রযুক্তির আওতায় কৃষি প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে দেশকে খাদ্য ঘাটতি থেকে দুর করতে সক্ষম হয়েছি। আগে অন্য দেশ থেকে খাদ্য আমদানী করতো আর বর্তমানে দেশের কোন খাদ্য ঘাটতি নেই। এসব সম্ভব হয়েছে কেবল নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে। এভাবেই দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.শফিকুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুল ইসলাম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র সাহা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি অমিত সম্ভাবনাময় কৃষি প্রধান দেশ। মোট জনসংখ্যার ৬৬% লোক কৃষির সাথে জড়িত এবং জাতীয় আয়ের প্রায় ২০% আসে কৃষি খাত থেকে। তলাবিহীন ঝুড়ি থেকে আমরা খাদ্যে ঝুড়ি উপচিয়ে পড়া দেশে প্রায় স্বয়ংসম্পূর্ণের দ্বার প্রান্তে পৌছাতে পেরেছি কেবল নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে। অনুষ্ঠান শেষে মেলায় অংশ নেওয়া ও ও বিভিন্ন কৃষকদের মাঝে পুরস্কার ও সরদপত্র প্রদান করা হয়। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন