বুধবার, মার্চ ০৬, ২০১৩

আজ বিএনপি ও জামায়াতের বিক্ষোভ সমাবেশ

হাওয়া ডেস্ক : আজ বুধবার ঢাকাসহ সব জেলা ও মহানগরে বিােভ সমাবেশ করবে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী। দল দুটি আজ পৃথক পৃথকভাবে এই কর্মসূচির কথা ঘোষণা করে। তবে আগামীকালের কর্মসূচিতে বাধা দিলে হরতাল দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার হরতাল শেষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী নতুন

কুমারখালীতে নকশী কাঁথা ও মধুমতি এক্সপ্রেস ট্রেন ২ ঘন্টা বিলম্ব


কুমারখালী প্রতিনিধি : গতকাল গোয়ালন্দ ঘাট থেকে ছেড়ে আসা খুলনা গামী নকশী কাঁথা এক্সপ্রেস ও একই স্থান থেকে ছেড়ে আসা রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেস দুটি ট্রেন কুমারখালী রেলষ্টেশনে বিকাল ৪ টায় ও ৫ টায় এসে ২ ঘন্টা বিলম্ব করে গন্তব্য স্থানে ছেড়ে গেছে। নকশী কাঁথা এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রেতা মাসুদের কাছে ট্রেন বিলম্বে ছাড়ার কারণ জানতে চাইলে তিনি জানান ভারতের রাষ্ট্রপতি প্রণব মূর্খাজী শিলাইদহে আগমন উপলক্ষ্যে নিরাপত্তা জনিত কারণে ট্রেন দুটি বিলম্বে ছাড়া হয়েছে।

হরতাল সমর্থনে শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল পিকেটিং


ষ্টাফ রিপোটার : দেশ ব্যাপী নৈরাজ্য সহিংসতা গণহত্যা ও তত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবীতে বিএনপির ডাকা গতকালের হরতাল সফল করতে মিছিল করেছে কুষ্টিয়া জেলা বিএনপি ও অংগ সংগঠন। গতকাল সকাল থেকেই শহরে সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে এনএস রোড, মজমপুর, বড় বাজারে খন্ড খন্ড ভাবে মিছিল ও পিকেটিং করে। সকাল ৯ টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির জাতীয়

কুষ্টিয়া জেলা আ’লীগের সহ-সভাপতির মৃত্যুর ঘটনায় স্বজনদের সাথে ম্যাটস’র ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ২০

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদর উদ্দিন বদুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভাংচুর করেছে মৃত’র স্বজনরা। এসময় চিকিৎসক সহকারী হাসপাতাল সংলগ্ন ম্যাটসের ছাত্রদের সাথে মৃতর স্বজনদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ডাক্তার সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রাত ১০ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মরত ডাক্তাররা জানান, রাত ১০ টার সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদুকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া জেনারেল

শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি পরিদর্শন করলেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি


ষ্টাফ রিপোটার : এ এক অবিস্মরণীয় মুহূর্ত। আর এই অবিস্মরণীয় মুহূর্তের স্বাক্ষী হয়ে থাকল শিলাইদহের মানুষ। নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ধন্য কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে এসে অভিভূত হলেন ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের নড়াইলের জামাই বাবু প্রণব মুখার্জি। গতকাল বিকেল ৪ টা ৪৫ মিনিটে টাঙ্গাইল থেকে সোজা হেলিকাপ্টার যোগে শিলাইদহের আলাউদ্দিন নগর হাইস্কুল মাঠে এসে নামেন প্রণব মুখার্জি। এখানে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। আলাউদ্দিন নগর হেলিপ্যাড মাঠ থেকে গাড়ি বহর যোগে শিলাইদহ কুঠিবাড়িতে এসে পৌছান ঠিক বিকেল ৫ টায়। এ সময় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ, কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল

কুষ্টিয়ায় আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল


ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ। গতকাল সকাল ১১ পায় শহরের বঙ্গবন্ধু মার্কেট থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলীর নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল বের করে শহর প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মার্কেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা হাজী সেলিনুর রহমান, হাজী তরিকুল ইসলাম মানিক, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ

কুষ্টিয়ায় মিছিল, গাড়ী ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ ও মোড়ে মোড়ে ককটেল বিস্ফোরনের মধ্যে হরতাল পালিত

আব্দুম মুনিব : কুষ্টিয়ায় হরতালের পক্ষে মিছিল, সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ, অটো বাইক ভাংচুর ও বিভিন্ন মোড়ে ককটেল বিস্ফোরন ও কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যেদিয়ে পালিত হচ্ছে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। হরতালে পিকেটিংকারীরা জেলার বিভিন্ন সড়কের উপর টায়ারে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ আসলে পিকেটাররা পালিয়ে যায়। এদিকে আতংক ছড়াতে ইসলামী কলেজের সামনে, বঙ্গবন্ধু মার্কেট, ত্রিমহনী মোড়, কাটাইখানা মোড়, হাসপাতাল মোড়সহ বিভিন্ন মোড়ে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা। সাড়াদিনই শহরের এনএস রোড, মজমপুর, বড় বাজারসহ বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল ও

খলিসাকুন্ডিতে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


খলিসাকুন্ডি প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে ফেন্সিডিল সহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ . গতকাল দুপুরে সময় উপজেলার খলিসাকুন্ডিতে স্থানীয় জনগণের সহযোগিতায় ২১ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল সহ আওয়াল (৩৫) ও সুজন (২৫) কে আটক করে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের সদস্যরা। খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইমদাাদুর রহমান জানান বামুন্দী থেকে কুষ্টিয়া গামী একটি হিরোহুন্ডা স্পিলিন্ডার মোটর সাইকেল যোগে কুষ্টিয়া অভিমুখী যাওয়ার সময় খলিসাকুন্ডি স্কুল মার্কেটস্থ পৌছালে টহলরত পুলিশ দেখে ঐ মাদক ব্যবসায়ীরা পালাতে গেলে পুলিশ তাদের সন্দেহ করে। এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা। আটকৃত আওয়াল পার্শ্ববর্তী মেহেরপুর জেলার

মুক্তির উদ্যোগে দম্পতি প্রশিক্ষণ


মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পারিবারিক সহিংসতা কমিয়ে এনে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের মজমপুর ইউনিয়নে মোল্লাতেঘড়িয়া গ্রামে পারিবারিক সহিংসতা কমিয়ে আনার মাধ্যমে নারী অধিকার উন্নয়ন প্রকল্পের ফ্যামিলীক্লাবের দম্পতিদের দুইদিন ব্যাপি প্রশিক্ষণ মজমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে গতকাল শেষ হয়। প্রশিক্ষণে বক্তব্য রাখেন জায়েদুল হক মতিন। দুই দিনের প্রশিক্ষণে অধিকার, মানবাধিকার, নারী অধিকার সংশ্লিষ্ট আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দুইদিনের প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা মোটিভেটর শাহিনুর বেলী। সার্বিক সহযোগিতা করেন, কামরুন্নাহার সাথী, ফিরোজা খাতুন ও রেহানা ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

বিরামপুরে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল


মাহমুদুল হক মানিক, বিরামপুর : দিনাজপুরের দক্ষিণাঞ্চলের বিরামপুরসহ ৫টি উপজেলায় ৫ মার্চ (মঙ্গলবার) দেশব্যাপী গণহত্যা ও তত্তাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিরামপুর থানা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিরামপুর থানা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য

প্রতীতি বিদ্যালয়ে দুই দিনের শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার : প্রতীতি বিদ্যালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড.মো. ইকবাল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর রহমান। তিনি বলেন, শিক্ষা অর্জন করা এবং শিক্ষা প্রদান করা এক নয়। শিক্ষা প্রদান করতে হলে প্রশিক্ষণ গ্রহণের মধ্যদিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। একজন ভাল শিক্ষার্থী ভাল শিক্ষক হতে পারেনা, এজন্য তাকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক ইমারত হোসাইন মিনু। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল্লাহ। অতিথি হিসেবে

বিজিবি’র অভিযানে বিদেশী মদ উদ্ধার



৩২ বিজিবি’র সদস্যরা গতকাল মেহেরপুর জেলার সদর উপজেলায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির হাবিলদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে একটি টহল দল গতকাল মেহেরপুর জেলার সদর উপজেলার হরিরামপুর বিলের পারে অভিযান চালায়। সে সময় জনৈক বাংলাদেশী টহল দলের চ্যালেঞ্জের প্রেক্ষিতে তার বহনকৃত একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে বিজিবির টহল দল ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যগুলি ধ্বংশের নিমিত্তে ৩২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, মিরপুর, কুষ্টিয়ায় জমা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

কুমারখালীতে বিএনপির ডাকা হরতাল পালিত

কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ডাকা সফল হরতাল পালিত হয়। সরকারের দুঃশাসন, দূর্ণীতি, নিপীড়ন, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বিএনপির ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হরতালে কুমারখালীতে ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। দুরপাল্লার এমনকি ছোট যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সরকারি অফিস আদালত খোলা থাকলেও জনসাধারণের উপস্থিতি ছিল কম।

জাতীয় সংসদকে চরিত্রহননের পাঠশালায় পরিনত করেছে মহাজোট : ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

হাওয়া ডেস্ক : লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন- দেশের আইন প্রনয়ন ও বাস্তবায়নে সর্বময় ক্ষমতাপ্রাপ্ত জাতীয় সংসদকে অকার্যকর ও একদলীয় করে চরিত্র হননের পাঠশালায় পরিনত করেছে বর্তমান ক্ষমতাসীন মহাজোট সরকার। দেশের গণমানুষের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়, জাতীয় সংকট ও আইন শৃংখলা রক্ষার নামে র‌্যাব, পুলিশ ও বিজিবিসহ সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী কর্তক নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে কথা না বলে