শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

কুমারখালী ডাঁসা মহর আলী দাখিল মাদ্রাসায় বিএনপি প্যানেলের জয়লাভ : মেহেদী রুমীর অভিনন্দন

শরীফুল ইসলাম কুমারখালী : কুষ্টিয়ার কুমারখালী ডাঁসা মহর আলী দাখিল মাদ্রাসার গতকাল পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ২১৫ জন ভোটারের মধ্যে উপস্থিত ভোটার ১৯০ জন তাদের ভোট প্রয়োগ করেন। বিএনপি সমর্থিত গোলাম কাদের ১২৯, মোঃ আব্দুল লতিফ ১১৮, মোঃ শাহাদৎ হোসেন ১১৮, মোঃ শুকুর আলী ১০১ এবং সংরক্ষিত মহিলা সদস্য সালেহা খাতুন ১১৩ ভোট পেয়ে বিএনপি প্যানেল একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

কুষ্টিয়ার জেলা প্রশাসককে সপরিবারে হত্যার হুমকি

ঢাকা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র সহকারি পরিচালক জহিরুল ইসলাম গ্রেফতার

ষ্টাফ রিপোটার : মোবাইলে এসএমএস’র মাধ্যমে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় এই অভিযোগে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ঢাকা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র সহকারি পরিচালক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানিয়েছেন, গত ২ অক্টোবর ০১৯৫০০৪২৬৯৯ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সপরিবারে প্রাণনাশের হুমকির একটি এসএমএস আসে। এরপর গত এক সপ্তাহে আরো কয়েকবার এই এসএমএস আসে। সর্বশেষ গত বুধবারে আসা এসএমএস-এ লেখা ছিল ‘ বেলাল বি রেডি ফর ডেইথ।’ ‘আই মাস্ট কিলড ইউ’। আই গো টু ইওর ফ্ল্যাট অ্যান্ড সি, আই কিলড ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি।’ মাঝেমধ্যে মিসডকল দিলেও জেলা প্রশাসক ফোন করলে তা বন্ধ পেত। ২ অক্টোবরই জেলা প্রশাসক

চুয়াডাঙ্গায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহত

রোববার কুষ্টিয়াসহ ৪ জেলায় সকাল সন্ধ্যা হরতাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র রাজনীতির অহংকার মো: দেলাওয়ার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ঈদের পূর্বেই মুক্তির দাবিতে শিবিরের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা শিবির বৃহস্পতিবার বিকাল ৩টায় দর্শনা বাজার বটতলা মোড় থেকে চুয়াডাঙ্গা জেলা শিবির সভাপতি হাফেজ বেলাল হুসাইন এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে দর্শনা বাসস্টান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে পুলিশ অন্যায়ভাবে পিছন থেকে গুলি বর্ষন করে। পুলিশের গুলিতে

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২ কেজি গাঁজাসহ আসামী গ্রেফতার

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের র‌্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন পোড়াদাহের সন্নিকটে সরুপদহ তাতিপাড়া ধৃত আসামীর বাড়ির অনুমান ১০ গজ পশ্চিমে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী কারমোল¬া (৪৫) পিতা মৃত নাসির মোল¬া, সাং-সরুপদহ তাতিপাড়া, থানাঃ মিরপুর, জেলাঃ কুষ্টিয়াকে তার ডান হাতে থাকা একটি সাদা পলিথিনের ভিতর রক্ষিত ০২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রেস বিজ্ঞপ্তি।

বড় বাজারে বস্ত্রদান অনুষ্ঠানে ডিসি সৈয়দ বেলাল হোসেন

ধর্মীয় গ্রন্থ অনুসরন করলে সমাজে অন্যায় থাকবে না

স্টাফ রিপোর্টার . শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে শারদীয় বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বড় বাজার বারোয়ারী মন্দিরে এ বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শারদীয়ার উৎসব বস্ত্রদান কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, এ জেলায় যার যার ধর্ম সে নির্বিঘে পালন করবে তাতে বাধা দেন। মানবজাতি ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে এটাই সবার কাম্য। মানুষের মধ্যে

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার . “মানসিক অসুস্থতা কোন সমস্যা নয়, পরিবারের সেবায় তারা সুস্থ হয়” এ শ্লোগানের মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কুষ্টিয়ায় এডিডি ইন্টারন্যাশনাল ও কম্পন জেলা প্রতিবন্ধী ফেড়ারেশনের আয়োজনে এবং সিবিএম-এর সহাযোগিতায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল¬াস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কুষ্টিয়া জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কম্পন জেলা প্রতিবন্ধী ফেড়ারেশনের সভাপতি আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, মীর মোশাররফ হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের

জেলা প্রশাসনের প্রস্তাবনা ৫ বছরেও বাস্তবায়ন হয়নি

কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ কার্যক্রম থমকে গেছে 

হাওয়া প্রতিবেদক > বিসিক শিল্প নগরী সম্প্রসারণে কুষ্টিয়া জেলা প্রশাসন প্রস্তাবনা করলেও তা ৫ বছরেও বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা মিতিঝিল, কুষ্টিয়া বিসিক শিল্প কেন্দ্র -উপ-মহাব্যবস্থাপক, বিসিক শিল্প মালিক সমিতি সভাপতি কুষ্টিয়ার বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি। থমকে গেছে কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর সম্প্রসারণ কার্যক্রম। এদিকে জমি সংকটের কারণে কুষ্টিয়ার বিসিকে উদ্যোক্তারা কল-কারখানা গড়তে চরমভাবে হিমসিম খেলেও বিসিক এলাকার জায়গা বিক্রির মহৌৎসবে মেতে উঠেছে এক শ্রেনীর কুচক্রী
ব্যক্তিবর্গ। বিসিক এলাকার ধানী জমি ভরাট করে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্তে উঠেছে তারা। জমির সংকটে শিল্প কারখানা স্থাপন ব্যাহত হলেও কুচক্রীদের নগ্ন থাবায় কুষ্টিয়ার বিসিকের সম্পত্তি হাত ছাড়া হয়ে যাচ্ছে। বিসিকের কেন রকম নিয়মনীতি তোয়াক্কা না করে কুচক্রীরা মাটি ভরাট করে আবাসিক বসতবাড়িসহ প্রতিষ্ঠান গড়ে তুলছে।  সুত্রমতে, কুষ্টিয়া শহরের কুমারগাড়া এলাকায় ১৯৬৭ সালে বিসিক শিল্প নগরী স্থাপনের কাজ শুরু করা হয়। ওই সময় সাড়ে ১৮ একর জমির উপর প্রতিষ্ঠা করা হয় বিসিক শিল্প নগরীর। মোট ৮৬টি প্লটের মধ্যে ৫টি প্লটে বিসিক শিল্পনগরীর অফিস স্থাপন করা হয়। অবশিষ্ট ৮১টি প্লট শিল্পোদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। বর্তমানে বিসিকের ২৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ২১টি ইউনিট উৎপাদন করা হচ্ছে। উৎপাদনরত ইউনিটগুলোর বিস্তৃতি ও পরিসর বেড়ে যাওয়ায় বরাদ্দযোগ্য সকল প্লট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এরপর দিনের পর দিন কারখানা ও জমির চাহিদা বৃদ্ধি পেতে থাকে। সরকার প্রতিবছর বিআরবি গ্র“পসহ কুষ্টিয়া বিসিক শিল্প নগরী হতে কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও শিল্প এলাকার কোন উন্নয়ন করতে পারেনি। জায়গার অভাবে স্থাপন করা যাচ্ছে না নতুন নতুন কল-কারখানা। ফলে বেকার সমস্যারও সমাধান করা সম্ভব হচ্ছে না। বিআরবি পণ্য সামগ্রী সারা বিশ্বে রপ্তানী করে গোটা বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। কুষ্টিয়ার বিসিক শিল্প নগরীর উৎপাদিত পণ্য সামগ্রী বিদেশে রপ্তানী করে বছরে প্রায় শত কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। সরকারও

কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সমাবেশ

হাওয়া ডেস্ক . কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে স্থানীয় এক অডিটোরিয়ামে বিভিন্ন মাদরাসায় অধ্যায়নরত ছাত্রদের নিয়ে এ মাদ্রাসা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহবায়ক মুস্তাফিজুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মহিউদ্দিন।¦ক্তব্য রাখেন জেলা শাখার আহবায়ক রেজাউল করিম নয়ন, আজিমউদ্দিন প্রমুখ।

কুষ্টিয়ায় শিবিরের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি .ছাত্র শিবিরের কেন্দ্রিয় সভাপতি দেলাওয়ার হোসেন এর মুক্তির দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে শিবির। গতকাল সকালে শিবিরের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পোড়াদহে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি রেজাউল করিম নয়ন।

দৌলতপুরে গৃহবধূ রুকসানারাকে ধর্ষণের পর ক্ষত-বিক্ষত করে নৃশংসভাবে হত্যা

দৌলতপুর প্রতিনিধি: জোরপূর্বক ধর্ষণের পর স্তন কেটে দিয়ে এবং যৌনাঙ্গ ক্ষত-বিক্ষত করে শরীরের বিভিন্ন স্থানে অমানবিক নির্যাতনের পর কুষ্টিয়ার দৌলতপুরে গৃহবধূ রুকসানারা খাতুনকে (২২) নির্মমভাবে হত্যা করা হয়। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর আগে নিহত ওই গৃহবধূর লাশের সুরতহাল রিপোর্ট করার সময় পুলিশ ও স্থানীয় লোকজন তার ওপর পাশবিক নির্যাতনের এসব ক্ষতচিহ্ন দেখে হত্যাকান্ড সম্পর্কে এমন মন্তব্য করেন। মঙ্গলবার রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি কলেজপাড়া এলাকার রায়হান আলীর স্ত্রী গৃহবধূ রুকসানারা খাতুনকে মুখ বেধে জোরপূর্বক করে তার খালাতো ভাই শরিফুল আলম (২৪). পরে ওই পাষন্ড ধারালো অস্ত্র দিয়ে তার দুই স্তন কেটে দেয় এবং যৌনাঙ্গ ক্ষত-বিক্ষত করে অমানবিক নির্যাতনের পর তাকে হত্যা করে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই এলাকায় সরেজমিনে গেলে এলাকার লোকজন নির্মম এ হত্যাকান্ডের লোহমর্ষক বর্ণনা দেন। এদিকে ঘাতক শরিফুল আলমের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে এলাকার কাজল মালিথা, ফজল হক, আমজাদ হোসেন ও লিয়াকত মেম্বারসহ এলাকার প্রভাবশালী মহল এ হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দিতে উঠে-পড়ে লেগেছেন বলে নিহতের স্বামী রায়হান আলী অভিযোগ করেন।প্রভাবশালীরা মামলা তুলে নেয়ার জন্য তাকে বিভিন্ন প্রকার

আব্দুল মঈদ বাবুল ২য় কণ্যা সন্তানের পিতা হলেন

আশরাফুল ইসলাম : কুষ্টিয়া জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, সাবেক জিএস কুষ্টিয়া সরকারী কলেজ ও কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মঈদ বাবুল গত ৯ অক্টোবর ২০১৩ ইং রোজ বুধবার রাত ৯.৫০ মিনিটে সনো টাওয়ারে অপারেশনের মাধ্যমে তার স্ত্রী মুর্শিদা আফরোজ তনু ২য় কণ্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু কণ্যা দুইজনেই সুস্থ্য আছেন। আব্দুল মঈদ বাবুল তার ১ম কন্যা জান্নাতুল ফেরদৌস জারা ও ২য় কন্যা জান্নাতুল ফেরদৌস মাওয়ার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় সনো টাওয়ারে ৫০৬নং কেবিনে ভর্তি বাবুলের স্ত্রী ও নবাগত সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া সরকারী কলেজ ছাত্রদলের পক্ষে সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বাপ্পি, সহ-সভাপতি রবিউল ইসলাম।

কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণ সমাপ্ত

হাওয়া ডেস্ক : বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মোঃ আমিরুল ইসলাম বলেছেন, কুষ্টিয়া পৌরসভা, পৌর সুইমিং ক্লাব প্রতিষ্ঠা করে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণের যে ব্যবস্থা করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের পৌরসভার ইতিহাসে এটি একটি মডেল হয়ে থাকবে। তিনি বলেন, ঢাকাতে ১
৫দিনের একটি কোর্সে ফি ২২ হাজার টাকা। অথচ কুষ্টিয়া পৌর সুইমিং পুলে মাত্র মাসিক ১শত টাকার বিনিময়ে শিশু-কিশোররা সাঁতার প্রশিক্ষণ গ্রহণ করছে, যা ভাবতে অবাক লাগে। আশারাখি আগামীতে এ সুযোগ সবাই কাজে লাগাবে আর কুষ্টিয়া পৌরসভার পক্ষ থেকে এ সুযোগ করে দেওয়ায় পৌর মেয়র ও কাউন্সিলরদের জানায় আন্তরিক ধন্যবাদ। তিনি বলেন, আজকের এই শিশু-কিশোরদের মাঝে সাঁতারের কলা-কৌশল দেখে আমি নিশ্চিত যে এরা যদি সাঁতার চর্চা অব্যাহত রাখে তাহলে একদিন জাতীয় এবং আন্তজার্তিক পর্যায়ে বাংলাদেশের পতাকা বহন করবে। আর আমি কুষ্টিয়ার মানুষ হিসেবে সেই দিনটির অপেক্ষায় থাকবো। গতকাল সকালে কুষ্টিয়া পৌরসভা পরিচালিত, কুষ্টিয়া পৌর সুইমিং ক্লাবের আয়োজনে, পৌর সুইমিং পুলে বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের

মালিহাদে শারদীয় দূর্গা পূজা উদ্বোধন

মামুনুনল ইসলাম ঝন্টু :  কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদের নতুন পাড়া মন্দিরে গতকাল বৃহ¯প্রতিবার পূজা উদযাপন শরু হয়েছে . পুজা উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি মালিহাদ ইউপি চেয়ারম্যান বদর উদ্দীন ভদো,এ সময় তিনি বলেন যার যার ধর্ম স্ব স্ব ভাবে পালন করবে . বাংলাদেশের হিন্দু মুসলিম কোন দ্বন্দ নেই . শান্তিপূর্ণ ভাবে পূজা উদযাপন করবে আমার এলাকার হিন্দু সম্প্রদায় . নিরাপ্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে . মালিহাদ পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিমাই দাসের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলমঙ্গীর হোসেন জোয়ার্দ্দার, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী নারায়ন দাস . পূজার এ আনন্দ উপভোগ করতে অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের ছোট বড় সকল বয়ষের নারী পুরুষের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে . উলু, কাশি ও ঢলের বাজনায় মেতে উঠেছে পূজা মন্দির প্রঙ্গন .

ঝিনাইদহর খবর

ঝিনাইদহে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর ককটেল 

ও ইট-পাটকেল নিক্ষেপ, ২ পুলিশসহ ৭ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। এ সময় ২ পুলিশসহ ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের কবি সুকান্ত সড়কে প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। মিছিল থেকে ৪ কর্মীকে আটক করা হয়েছে বলে শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে ইসলামী ছাত্র শিবির সকাল সাড়ে ৯টার দিকে শহরের শেরে বাংলা সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন শিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা আন্দোলন সম্পাদক মুহম্মদ

মিরপুরে টাস্কফোর্সের অভিযানে সাড়ে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক

মিরপুর প্রতিনিধি : মিরপুরে টাস্কফোর্সের সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৩১ লক্ষ টাকার ভারতীয় শাড়ী আটক করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া বিজিবি সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর নাহিদুজ্জামানের নেতৃত্বে টাস্কফোর্সে সদস্যরা উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারে পাবনাগামী নসিমনে অভিযান চালিয়ে সাড়ে ৪শ’ পিচ ভারতীয় শাড়ী আটক করে। এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, মিরপুর থানার এস আই আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মেজর নাহিদুজ্জামান জানান, আটককৃত মালামালের আনুমানিক মূল্য সাড়ে ৩১ লক্ষ টাকা। আটককৃত ভারতীয় শাড়ী কাষ্টমস অফিসে জমা দেয়া হয়েছে।

মিরপুরে ভিজিএফ’র চাল বিতরণ

রাশিদুজ্জামান রাশেদ, মিরপুর : মিরপুর উপজেলার পৌরসভা ও চিথলিয়া ইউনিয়নে শারদীয় দূর্গোৎসব ও ঈদুল আযাহা উপলক্ষে দুঃস্থদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পৌর কার্যালয়ে মেয়র হাজী এনামুল হক এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র কলিউদ্দিন মল্লিক, কাউন্সিলর শুকুর আলী, সচিব আনোয়ার হোসেন, হিসাব রক্ষক সুজন আলী, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, প্রধান সহকারী আশাদুল হক প্রমুখ। এ সময়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন বিভিন্ন বয়সের দুঃস্থ নারী-পুরুষকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। অন্যদিকে চিথলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময়ে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, ইউপি সদস্য জিহাদ আলী, আনারুল ইসলাম, সচিব আকরামুল হক প্রমুখ। এ সময়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৭শ’ ৯৪ জন বিভিন্ন বয়সের দুঃস্থ নারী-পুরুষকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে শিক্ষক ফোরাম সভা অনুষ্ঠিত

মানব পাচার প্রেিরাধ ও নারীর প্রতি সহিংসতা হ্রাস করণ প্রকল্পের অধীনে , মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত , শিক্ষক ফোরাম সভা গত ১০.১০.২০১৩ ইং তারিখে , মুক্তি সংস্থার দর্শনা কার্যালয়ে অনুষ্ঠিত হয় .সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মমতাজ আরা বেগম , সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক জনাব মিয়ান মোরশেদ , কর্মসুচি সমন্বয়কারী জায়েদুল হক মতিন , প্রশাসনিক সমন্বয়কারী সাহানা আক্তার এবং প্রকল্প সমন্বয়কারী ও প্রকল্পের সুপার ভাইজার. শিক্ষক ফোরাম সভায় , মানব পাচার প্রতিরোধের ক্ষেএে শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত , পাচারের কারণ , এবং ক্ষতিকর কারণ সমূহ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

রামপাল কয়লা ও রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে

জাতীয় মুক্তি কাউন্সিল’র বিক্ষোভ সমাবেশ

হাওয়া ডেস্ক : জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে শহরের থানা ট্রফিক মোড়স্থ বকচত্বরে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রমিক নেতা আনছার আলীর সভাপতিত্বে। গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সজীব রায়, কমরেড আজম , অধ্যাপক মিজান সরকার , ছাত্র নেতা রবিউল ইসলাম, সাধন কর্মকার সহ প্রমুখ নেতৃবৃন্দ. এসময় বক্তাগন বলেন ,জাপানের ফুকুশিমায় পারমানবিক দূর্ঘটনার পর যখন দুনিয়াজুড়ে পারমানবিক শক্তি থেকে