শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

কুষ্টিয়ার জেলা প্রশাসককে সপরিবারে হত্যার হুমকি

ঢাকা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র সহকারি পরিচালক জহিরুল ইসলাম গ্রেফতার

ষ্টাফ রিপোটার : মোবাইলে এসএমএস’র মাধ্যমে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনকে সপরিবারে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ টায় এই অভিযোগে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে ঢাকা রপ্তানী উন্নয়ন ব্যুরো’র সহকারি পরিচালক জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন জানিয়েছেন, গত ২ অক্টোবর ০১৯৫০০৪২৬৯৯ নম্বর থেকে তার ব্যক্তিগত মোবাইল নম্বরে সপরিবারে প্রাণনাশের হুমকির একটি এসএমএস আসে। এরপর গত এক সপ্তাহে আরো কয়েকবার এই এসএমএস আসে। সর্বশেষ গত বুধবারে আসা এসএমএস-এ লেখা ছিল ‘ বেলাল বি রেডি ফর ডেইথ।’ ‘আই মাস্ট কিলড ইউ’। আই গো টু ইওর ফ্ল্যাট অ্যান্ড সি, আই কিলড ইউ অ্যান্ড ইওর ফ্যামিলি।’ মাঝেমধ্যে মিসডকল দিলেও জেলা প্রশাসক ফোন করলে তা বন্ধ পেত। ২ অক্টোবরই জেলা প্রশাসক কুষ্টিয়া পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ ও র‌্যাব-২ কর্মকর্তাকে বিষয়টি জানান। বুধবার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ জানান, ঘটনার পর থেকেই প্রযুক্তি ব্যবহার করে হুমকিদাতাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তেজগাঁও থানার কারওয়ান বাজারে রপ্তানী উন্নয়ন বুরে‌্যার কার্যালয় থেকে রপ্তানী উন্নয়ন বুরে‌্যর সহকারি পরিচালক জহিরুলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হুমকি দেয়া মুঠোফোনসহ সিম উদ্ধার করা হয়েছে। ওই মুঠোফোনের হুমকির বার্তাও দেখা গেছে। তাকে কুষ্টিয়া নিয়ে আসা হচ্ছে। কুষ্টিয়ার সৎ, নিষ্ঠাবান এবং সাহসী জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও তাঁর পরিবারকে হত্যার হুমকির ঘটনা গতকাল জানাজানির পর জেলা জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সেই সাথে কুখ্যাত জহিরুলের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেছে জেলাবাসী। কুষ্টিয়ার বিশিষ্টজনেরা বলেন, যে জেলার সর্বোচ্চ কর্তাব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং তাঁর পরিবারকে হত্যার হুমকি দিয়েছে সেই অপরাধী কোন ভাবেই যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে তার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে বিষয়টি গুরুত্বের সাথে দেখার অনুরোধ জানিয়েছেন। এদিকে হুমকিদাতার বন্ধ মোবাইল শনাক্ত করে বেশ কয়েকদিন অভিযান চালিয়ে জেলা পুলিশ এবং ঢাকা র‌্যাব-২ এর যে সকল সদস্যরা সাহসী এবং বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। ইতোমধ্যে কুষ্টিয়ায় মধ্যরাতে শীতার্ত মানুষের গায়ে শীত বস্ত্র প্রদান, এতিমদের সাথে ইফতার, জেলার শিক্ষা, সংস্কৃতির অগ্রগতি, নারী অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জেলা প্রশাসক পতœী মিসেস রেহানা সুলতানা কুষ্টিয়ার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। একই ভাবে অনিয়ম দুর্নীতি, ঘুষসহ নানা অসঙ্গতির বিরুদ্ধে আপোসহীন সাহসী ভূমিকা রেখে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন কুষ্টিয়া জেলাবাসীর অন্তরে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। ডিসি দম্পত্তির একমাত্র মেধাবী সন্তান স্কুল ছুটিতে কুষ্টিয়ায় মাঝে মধ্যে এসে এসকল সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পিতা মাতার সাথে অংশ গ্রহণ করে জেলার মানুষের কাছে স্নেহের জায়গা করে নিয়েছেন। আর এই তিন ব্যক্তিকে হত্যার হুমকিদাতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন