শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

রামপাল কয়লা ও রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানে

জাতীয় মুক্তি কাউন্সিল’র বিক্ষোভ সমাবেশ

হাওয়া ডেস্ক : জাতীয় মুক্তি কাউন্সিল কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে কুষ্টিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে শহরের থানা ট্রফিক মোড়স্থ বকচত্বরে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শ্রমিক নেতা আনছার আলীর সভাপতিত্বে। গতকাল বিকেল ৫টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সজীব রায়, কমরেড আজম , অধ্যাপক মিজান সরকার , ছাত্র নেতা রবিউল ইসলাম, সাধন কর্মকার সহ প্রমুখ নেতৃবৃন্দ. এসময় বক্তাগন বলেন ,জাপানের ফুকুশিমায় পারমানবিক দূর্ঘটনার পর যখন দুনিয়াজুড়ে পারমানবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে জার্মানী, সুইডেন, হলান্ড, ইতালী ও স্পেনসহ বিভিন্ন দেশে বিদ্যুৎ কেন্দ্র গুলি বন্ধ করার কর্মসূচী নিয়েছে ঠিক সেই সময়ে বাংলাদেশের সরকার পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের তড়ি ঘড়ি উদ্যেগ গ্রহণ করেছে .ক্ষমতায় আসার পর ৫ বছরে মহজোট সরকার নানা বাহানায় উন্নয়নের নামে সীমাহীন দূর্নীতি করে চলেছেন। জাতীয় সক্ষমতার বিকাশের শ্লোগান তুলে সা¤্রাজ্যবাদের তথা বিশ্ব পুজিবাদেও এদেশীয় দালাল পুঁজিবাদের বিকাশের জন্য তেল গ্যাস কয়লা বন্দর বিদ্যুৎ সুন্দরবন রক্ষার আন্দোলনকে পুঁজিবাদের সেবায় আটকে রাখা হয়েছে .জাতীয় মুক্তির ১৮ দফা কর্মসূচীতে জনগনের হাতে ক্ষমতা আনার জন্য জনগনের সরকার ও সংবিধান প্রতিষ্ঠার আন্দোলনকে তীব্রতর করি। রূপপুরে বিপজ্জনক পারমানবিক বিদ্যুৎকেন্দ্রনির্মাণ ও সুন্দরবন ধ্বংস করে রামপালে কয়লাভিত্তক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহক্ষান জানান বক্তাগন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন