শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে শিক্ষক ফোরাম সভা অনুষ্ঠিত

মানব পাচার প্রেিরাধ ও নারীর প্রতি সহিংসতা হ্রাস করণ প্রকল্পের অধীনে , মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যেগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গঠিত , শিক্ষক ফোরাম সভা গত ১০.১০.২০১৩ ইং তারিখে , মুক্তি সংস্থার দর্শনা কার্যালয়ে অনুষ্ঠিত হয় .সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মমতাজ আরা বেগম , সংস্থার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের পরিচালক জনাব মিয়ান মোরশেদ , কর্মসুচি সমন্বয়কারী জায়েদুল হক মতিন , প্রশাসনিক সমন্বয়কারী সাহানা আক্তার এবং প্রকল্প সমন্বয়কারী ও প্রকল্পের সুপার ভাইজার. শিক্ষক ফোরাম সভায় , মানব পাচার প্রতিরোধের ক্ষেএে শিক্ষকদের ভূমিকা কি হওয়া উচিত , পাচারের কারণ , এবং ক্ষতিকর কারণ সমূহ তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন