বুধবার, মার্চ ০৫, ২০১৪

দৈনিক হাওয়া পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোটার : বস্তনিষ্ঠ ও স্বচ্ছ সাংবাদিকতায় বিশ্বাসী এ প্রতিস্রুতি নিয়ে কুষ্টিয়া থেকে বহুল প্রকাশিত দৈনিক হাওয়া পত্রিকার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় প্রত্রিকা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদকীয় মন্ডলির সভাপতি সাব্কে এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমারখালীর সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম আনসার প্রামানিক। সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, সহকারী সম্পাদক অধ্যাপক শেহাব উদ্দিন। প্রাণবন্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন দৈনিক হাওয়া পত্রিকার বার্তা সম্পাদক খালিদ হাসান সিপাই, স্টাফ রিপোটার এসএম রাশেদ, স্টাফ রিপোটার আব্দুম মুনিব, খলিসাকুন্ডু প্রতিনিধি কাবলু বিশ্বাস, কুমারখালী প্রতিনিধি শরিফুল ইসলাম, দৌলতপুর প্রতিনিধি আরিফুল

ইবিতে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে “শওকত আলীর কথা সাহিত্য: দেশকাল ও জীবনের রূপায়ণ” শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রহমান হাবিবের সভাপতিত্বে ও প্রভাষক ড. বাকী বিল্লাহ বিকুলের উপস্থাপনায় সেমিনারে পিএইচ.ডি গবেষক তপন কুমার রায় “শওকত আলীর উপন্যাস: দেশকাল” ও “শওকত আলীর উপন্যাস: রাজনৈতিক জীবন” শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সেমিনারের আলোচক অধ্যাপক ড. হাবিব রহমান, গাজী মাহবুব মুর্শিদ, গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ প্রমূখ।পিএইচ.ডি সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক

শহরের বক চত্বরে উপজেলার চেয়ারম্যান জাকির সরকারের শুভেচ্ছা বিনিময়

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়া সদর উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য ও সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক, গণ মানুষের বন্ধু ,বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী জাকির হোসেন সরকার কুষ্টিয়া শহরের থানা মোড়ে নির্বাচন পরবর্তীকালীন শুভেচ্ছা বিনিময় করেছেন । এসময় তিনি সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তিনি তার উপজেলা চেয়ারম্যান পদে থেকে তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারে এই জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং তিনি বলেন,সকল প্রকার ব্যক্তিগত লোভ লালসার উদ্ধে থেকে উপজেলা পরিষদে যে সকল কাজ আছে তা সঠিক ভাবে জনগণের কল্যানে কাজে লাগানো প্রতিশ্রুতি দেন । তিনি থানা মোড়ে সংলগ্ন নীলা ফুল ঘরে কিছুক্ষন অবস্থান করেনএবং নীলা ফুল ঘরের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় । শুভেচ্ছা

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালতে ৭ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ষ্টাফ রিপোটার : কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৭ মাদক সেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম জামাল আহ্মেদ এর নেতৃত্বে কুষ্টিয়া মডেল থানার সেকেন্ড অফিসার এস আই শওকত ও এস আই নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ (খ) ধারা অনুযায়ী মাদক সেবন করার অপরাধে কুষ্টিয়া শহরের এরশাদ নগর বস্তি এলাকার মৃত রবিউল ইসলাম এর ছেলে সেলিম রেজা (২৭) কে ৩ মাস, হাউজিং এব্লক এলাকার মৃত কোমর উদ্দিনের ছেলে মানিক হোসেন (৩২) কে ৩ মাস, চর আমলাপাড়া এলাকার মৃত

কুমারখালী থানা যুবদলের যুগ্ন সম্পাদক আব্বাসের মায়ের ইন্তেকাল মেহেদী রুমীর শোক

শরীফুল ইসলাম,কুমারখালী : কুষ্টিয়া কুমারখালী থানা যুবদলের যুগ্ন সম্পাদক কয়া ইউপি যুবদলের যুগ্ন আহবাযক আব্বাসের মা ভানু বেগম(৬৫) গত পরশু ভোর অনুমান ৫টায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) । মৃত্যুকালে চার কন্যা ও দুই ছেলে সহ অংখ্য সুধানুধ্যায়ী রেখে গেছে। আব্বাস এর মায়ের মৃত্যুতে কেন্দ্র বিএনপি প্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমি গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আতœার শান্তি কামনা করে

দুর্নীতিবাজ উপ-সহকারী সোহরাব-কামরুজ্জামান কাজের দিকভাল করার দায়িত্বে নিয়োজিত

মহাজোট সরকারের অর্জন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া এলজিইডি’র দুইজন দুর্নীতিবাজ কর্মকর্তা কাজের দিক ভাল করার দায়িত্বে নিয়োজিত থাকায় মহাজোট সরকারের অর্জন কুষ্টিয়া-হরিপুর সেতু নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।এলজিইডির দুর্নীতিবাজ উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন ও কামরুজ্জামানের তত্ত্বাবধানে এই সেতু নির্মিত হলে ‘রানা প্লাজা’র করুণ পরিণত হরিপুরবাসীকে ভোগ করতে হতে পারে বলে অভিজ্ঞ মহলের ধারণা। খোঁজ নিয়ে জানা গেছে জনগুরুত্বপূর্ন উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় কুষ্টিয়া এলজিইডি ৭১,০১,৫৫,৬৩২ টাকার চুক্তিতে ঢাকার মেসার্স মীর আক্তার হোসেন লিঃকে এই সেতু নির্মাণের জন্য কার্যাদেশ প্রদান করে। ১৭/১২/২০১৩ ইং তারিখ হতে ১৬/১২/২০১৫ ইং তারিখ মোট ৭৩০ দিনের মধ্যে এই সেতু নির্মাণ করার সময় বেঁধে দেয়া হয়। কার্যাদেশ পেয়ে দেশের স্বনামধন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মীর আক্তার হোসেন লিমিটেডের স্বত্তাধীকারী যথাসময়ে কাজ শুরু করে। কুষ্টিয়া এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন ও কামরুজ্জামানকে উক্ত কাজ দেখভাল করার দায়িত্ব প্রদান করা হয়। অভিযোগ ওঠে রাতের বেলায় ঢালাই এর জন্য পাথরের চিপ ও সিমেন্ট সিডিউল মোতাবেক না মিশিয়ে ৮/১ ভাগে সিমেন্ট ও পাথর মিশ্রণ করে ঢালাই প্রদান করছে। গতকাল সরেজমিন সেতুর নির্মাণ কাজ দেখতে গলে আরো ভয়াবহ অনিয়ম চোখে পড়ে। দেখা যায়, পাথরের চিপের সাথে সমপরিমান ফিলিংস্যান্ড ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি

কুষ্টিয়া সরকারী কলেজের

অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করলেন অধ্যক্ষ প্রফেসর বদরুদ্দোজা

নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়া সরকারী কলেজের কমনরুমে সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশে ছাত্রদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ২৩ ফেব্র“য়ারী থেকে অনুষ্ঠেয় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সরকারী কলেজের অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগীতার আহবায়ক ও বাংলা বিভাগের প্রধান স্বপন কুমার রায়-এর সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ সিএলটি (স্বর্ণপদকপ্রাপ্ত) প্রফেসর মোঃ বদরুদ্দোজা প্রধান অতিথি থেকে বিজয়ী ছাত্রদের পুরস্কার প্রদান করেন। এসময় বিশেষ অতিথি ছিলেন ইতিহাস বিভাগের প্রধান বাদশা জাহাঙ্গীর, শিক্ষক পরিষদের সেক্রেটারী এ কে এম শামছুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তঃকক্ষ ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক