বুধবার, মার্চ ০৫, ২০১৪

ইবিতে পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে “শওকত আলীর কথা সাহিত্য: দেশকাল ও জীবনের রূপায়ণ” শীর্ষক পিএইচ.ডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রহমান হাবিবের সভাপতিত্বে ও প্রভাষক ড. বাকী বিল্লাহ বিকুলের উপস্থাপনায় সেমিনারে পিএইচ.ডি গবেষক তপন কুমার রায় “শওকত আলীর উপন্যাস: দেশকাল” ও “শওকত আলীর উপন্যাস: রাজনৈতিক জীবন” শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন সেমিনারের আলোচক অধ্যাপক ড. হাবিব রহমান, গাজী মাহবুব মুর্শিদ, গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ প্রমূখ।পিএইচ.ডি সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক
ড. হারুন-উর-রশিদ আশকারী, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়াঁ, ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. দেবাশীষ শর্মা, শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. মাহবুবুল আরফিন, বিভাগীয় শিক্ষক মো: ইয়াসিন আলী, ড. রেজাউল করিম, ড. মো: রবিউল হোসেন, খোন্দকার আরিফা আক্তার, মো: রশিদুজ্জামান, ইয়াসমিন আরা সাথী, রোজি আহম্মেদ, ফৌজিয়া খাতুন, তিয়াশা চাকমাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।উল্লেখ্য, পিএইচ.ডি গবেষক তপন কুমার রায় বর্তমানে ইবির বাংলা বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন