শুক্রবার, অক্টোবর ১১, ২০১৩

চুয়াডাঙ্গায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহত

রোববার কুষ্টিয়াসহ ৪ জেলায় সকাল সন্ধ্যা হরতাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র রাজনীতির অহংকার মো: দেলাওয়ার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের ঈদের পূর্বেই মুক্তির দাবিতে শিবিরের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা শিবির বৃহস্পতিবার বিকাল ৩টায় দর্শনা বাজার বটতলা মোড় থেকে চুয়াডাঙ্গা জেলা শিবির সভাপতি হাফেজ বেলাল হুসাইন এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে দর্শনা বাসস্টান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে পুলিশ অন্যায়ভাবে পিছন থেকে গুলি বর্ষন করে। পুলিশের গুলিতে শিবিরের ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয় কমপক্ষে ১০ জন . এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এর বোয়ালিয়া গ্রামের দেলোয়ার হোসেন এর জোষ্ঠ্য পুত্র চুয়াডাঙ্গা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের মেধাবী ছাত্র ও ১ম বর্ষের পরীক্ষর্থী শিবিরের বোয়ালিয়া উপশাখার সভাপতি মো: রফিকুল ইসলাম (২২) নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিবির নেতা রফিকুল হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা শিবির সভাপতি হাফেজ বেলাল হুসাইন, ঝিনাইদহ শহর সভাপতি ইবনুল ইসলাম পাভেজ, কুষ্টিয়া শহর সভাপতি সোহেল রানা, ইসলামী বিশ্ববিদ্যালয় শিবির সেক্রেটারী আসাদুল্লাহ, মেহেরপুর জেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম, ঝিনাইদহ জেলা শিবির সভাপতি শেখ শাহজালাল ও কুষ্টিয়া জেলা শিবির সভাপতি রেজাউল করিম নয়ন, এক যৌথ বিবৃতিতে ঐক্য মতের ভিত্তিতে ৩ দিনের কর্মসূচী আহবান করা হয়। এর মধ্যে আগামী ১৩ অক্টোবর রবিবার উক্ত ৪ জেলায় সকাল-সন্ধা হরতালের আহবান করেছে . হরতালে এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি আওতামুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন