বুধবার, মার্চ ০৬, ২০১৩

কুষ্টিয়া জেলা আ’লীগের সহ-সভাপতির মৃত্যুর ঘটনায় স্বজনদের সাথে ম্যাটস’র ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া : আহত ২০

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বদর উদ্দিন বদুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভাংচুর করেছে মৃত’র স্বজনরা। এসময় চিকিৎসক সহকারী হাসপাতাল সংলগ্ন ম্যাটসের ছাত্রদের সাথে মৃতর স্বজনদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ ডাক্তার সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রাত ১০ টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কর্মরত ডাক্তাররা জানান, রাত ১০ টার সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দিন বদুকে অসুস্থ্য অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষন পরই চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে মারা যান। এসময় মৃত’র স্বজনরা কর্মরত ডাক্তার শহিদুল আজম, ডাঃ রিপন ডাঃ শাহিনকে ব্যাপক মারপিট করে। খবর পেয়ে ম্যাটস এর ছাত্ররা এসে রুগীর স্বজনদের ওপর ঝাপিয়ে পড়ে। ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের আরো ২০ জন আহত হয়। এসময় ম্যাটসের ছাত্ররা একটি মটর সাইকেল ও মৃতর স্বজনরা হাসপাতালে টেলিভিশন চেয়ার টেবিলসহ আসবাব পত্র ব্যাপক ভাংচুর করে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার মশিউর রহমান জানান, ডাক্তাররা বদুকে মৃত ঘোষনা করার পর লাশ কেপে উঠে এসময় স্বজনরা ডাক্তারের উপর ক্ষিপ্ত হলে ডাক্তারা পার্শ্ববর্তি ম্যাটসের ছাত্রদের তাদের উপর হামলা হয়েছে বলে উসকে দেয়। এসময় মৃতর স্বজনদের সাথে ম্যাটসের ছাত্রদের ব্যাপক ধাওয়া পাল্টা হয় খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার অরবিন্দপাল জানিয়েছেন হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন