বুধবার, মার্চ ০৬, ২০১৩

বিরামপুরে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল


মাহমুদুল হক মানিক, বিরামপুর : দিনাজপুরের দক্ষিণাঞ্চলের বিরামপুরসহ ৫টি উপজেলায় ৫ মার্চ (মঙ্গলবার) দেশব্যাপী গণহত্যা ও তত্তাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিরামপুর থানা ও পৌর বিএনপি। দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিরামপুর থানা বিএনপির সভাপতি আশরাফ আলী মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক এ্যাড: মঞ্জুর রশীদ রতন, পৌর বিএনপির সভাপতি ও মেয়র আজাদুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক মিঞা মোঃ শফিকুল আলম মামুন, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসানুজ্জামান হাসান, যুবদলের বাবুল হোসেন বাবলু প্রমূখ। এদিকে ৫নং ওয়ার্ড থেকে পৌর কাউন্সিলর শওকত আলীর নেতৃত্বে মহিলারা হরতালের সমর্থনে বিশাল ঝাড়– মিছিল বের করে। এছাড়াও উপজেলার ৭টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল আসে, মুহতেই বিরামপুর শহর যেন মিছিলের শহরে পরিণত করে। সকাল থেকে শহরে কোন প্রকার যান বাহন চলাচল করতে দেখা যায়নি এবং সকল প্রকার দোকান পাট বন্ধ ছিল। ব্যাংক বীমা লেনদেন হয়নি। ট্রেন চলাচল করছে বিলম্বে। বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মন্ডল জানান, হরতালে কোথাও অপ্রতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে হিলি স্থলবন্দরে আমদানী রপ্তানী বন্ধ রয়েছে। বাংলাদেশে হরতালে যানচলাচল বন্ধ থাকায় ভারত থেকে ফিরে আসা ও বাংলাদেশগামী ভারতীয়রা আটকা পড়েছে। হাকিমপুরে আওয়ামীলীগ হরতাল বিরোধী মিছিল করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন