বুধবার, মার্চ ০৬, ২০১৩

প্রতীতি বিদ্যালয়ে দুই দিনের শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


ষ্টাফ রিপোর্টার : প্রতীতি বিদ্যালয়ের আয়োজনে দুইদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত কর্মশালার প্রথম দিনের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড.মো. ইকবাল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার ও দৈনিক কুষ্টিয়া পত্রিকার সম্পাদক ড. আমানুর রহমান। তিনি বলেন, শিক্ষা অর্জন করা এবং শিক্ষা প্রদান করা এক নয়। শিক্ষা প্রদান করতে হলে প্রশিক্ষণ গ্রহণের মধ্যদিয়ে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। একজন ভাল শিক্ষার্থী ভাল শিক্ষক হতে পারেনা, এজন্য তাকে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক ইমারত হোসাইন মিনু। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি আ.ফ.ম. নুরুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম। সকাল সাড়ে ৮ হতে বিকাল ৫ পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক মাষ্টার ট্রেইনার রেজাউল করিম। দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার (মাধ্যমিক) নীখিল রঞ্জন চক্রবর্তী। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রফেসর ড. মো. ইকবাল হুসাইন’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের আবাসিক শাখার সুপারেনটেনডেন্ট মাহবুব আলম। প্রধান অতিথি বলেন, আমাদের সন্তানদের যোগ্য নাগরিক করে গড়ে তুলতে হলে আগে শিক্ষকদের যোগ্য শিক্ষক হতে হবে। কেননা শিক্ষকগণ শিক্ষার্থীদের যেভাবে শিক্ষাদান করবেন সে ভাবেই গড়ে ওঠবে। আদর্শ শিক্ষকই পারে আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করার প্রতি গুরুত্ব প্রদান করেন। এসময় বিশেষ অতিথির অলোচনায় অংশগ্রহণ করেন জেলা শিক্ষা অফিসের (মাধ্যমিক) সহকারি পরিদর্শক ওয়াহিদুজ্জামান। দ্বিতীয় দিনে প্রশিক্ষক ছিলেন চাঁদ সুলতানা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার ট্রেইনার নীল রতন বাগচী। প্রতীতি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষক সৃজনশীল প্রশ্নের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন