বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০১৪

আসন সমস্যায় বহরপুর সঃ প্রাঃ বিদ্যালয়

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ১৭ নং বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসন সমস্যায় চরম ভোগান্তির মধ্যে শিক্ষার্থীদের গাদাগাদি করে বসে পাঠদান গ্রহন করতে হচ্ছে। দীর্ঘদিনের পুরনো টিনসেট ঘরেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। স্কুলের প্রধান শিক্ষক তাপস চক্রবর্তী জানান, বহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বহরপুর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারীর মধ্যে অবস্থিত। শিক্ষার্থী সংখ্যা ৬১৯জন। শিশু শ্রেনীতে ৩০জন, প্রথম শ্রেনীতে ১শত জন, দ্বিতীয় শ্রেনীতে ৯৯জন, তৃতীয় শ্রেনীতে ১শত ১৩জন, চতুর্থ শ্রেনীতে ১শত ৩৬জন, পঞ্চম শ্রেনীতে ১শত ৪১জন। শিক্ষক মাত্র ১০জন। ৫জন মহিলা ও ৫জন পুরুষ। ১টি টিনসেট ঘরের ৬টি রুম। একটি অফিস রুম আর বাকী রুম গুলোতে মাঝে টিনের বেড়া দিয়ে কোন মত ক্লাস নিতে হয়। অনেকে বসার জায়গা না পেয়ে দাড়িয়েই ক্লাস করতে হয়। এসমস্যায় শিক্ষার্থীদের চরম দুর্ভোগের মধ্যে দিয়ে পাঠদান করতে হয়। বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ জনপ্রতিনিধিদেরকে অবগত করা হয়েছে। শিক্ষার্থীদের দিকে চিন্তা করেই এ দুর্ভোগ ঘোচাতে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী আশরাফুল আলম ইভান, তানিন আক্তার, চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী আব্দুল্লাহ বিশ্বাস, পৃথা মোদক জানায়, টিনসেট ঘরে একটি রুমকে মাঝ দিয়ে টিনের বেড়া দিয়েছে। এতে অল্প জায়গায় বসার ব্যবস্থা করায় গাদাগাদি করে বসতে হয়। যারা আগে আসে তারা বেঞ্চে বসে। আর যারা পরে আসে তাদেরকে দাড়িয়ে থাকতে হয়। আমরা দাবী জানাই সরকার আমাদের সুষ্টুভাবে পড়ালেখা করার জন্য ভালো ঘর ও বেঞ্চের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি। স্কুলের সভাপতি হাজী মোঃ মকবুল হোসেন জানান, স্কুল থেকে প্রতিবছর বৃত্তি ও জিপিএ-৫ পেয়ে থাকে। ২০১১সালে ৬জন বৃত্তি পায়, ১২জন জিপিএ-৫, ২০১২ সালে ৪জন বৃত্তি ও ২০জন জিপিএ-৫ পেয়েছে, ২০১৩ সালে ৪জন বৃত্তি ও ১২জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়াও ফলাফলের উপর ভিত্তি করে সরকার মুল্যামানের পিয়ানো স্কুলে দিয়েছে। ঘরের অবস্থার কারনে সেটি রক্ষনাবেক্ষন ও পরিচালনা করার কঠিন হয়ে পড়েছে। শিক্ষকরা আন্তরিকতার সাথে পাঠদান করেন। তবে ৬টি রুমে স্কুলটি পরিচালনা করা দুষ্কর হয়ে দাড়িয়েছে। বিষয়টি উপজেলা শিক্ষা দপ্তরকে বার বার জানানো হলেও কোন কাজের কাজ কিছুই হচ্ছে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন