বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০১৪

মুক্তির উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ পালন

গতকাল মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কুষ্টিয়া শহর প্রদক্ষিন করে কুষ্টিয়া পৌরসভাতে এসে শেষ হয়। র‌্যালী শেষে বিজয়উল্লাস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম। শুরুতেই আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০১৪ এর মূল প্রবন্ধ পাঠ করেন মুক্তির প্রকল্পের প্রকল্পসন্বয়কারী উম্মে সালমা। আলোচনা করেন, জেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি, মিজানুর রহমান লাকী; সাংবাদিক ইব্রাহীম খলিল, মানবাধিকার নারী সমাজের সভাপতি নার্গিস রহমান ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নুরজাহান বেগম । সভায় বক্তারা বলেন, দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন, নারীর প্রতি সহিংসাত প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই নারী নির্যাতন প্রতিরোধ দিবসে আমরা স্লোগান তুলি নারীর অধিকারের স্বীকৃতি উন্নয়নে মূল নিতি, মর্যাদায় ও স্বাক্ষরতায় নারীর জয়যাত্রা। আমরা নিজ নিজ পরিসর থেকে শুরু কের সমাজ ও রাষ্ট্র পর্যন্ত নারীর প্রতি সহিংসতা রোধ করি। মূলত আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কোরলেই নারীর প্রতি সহিংসতা রোধ হবে। বক্তারা আরো বলেন, আজকের এই দিবস থেকে আমরা অঙ্গিকার করি যে, আর নয় নারী নির্যাতন পারিবারিক নির্যান প্রতিরোধ করি আনন্দময় পরিবার গড়ি। আলোচনা সভা উপস্থাপনা করেন মুক্তির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জায়েদুল হক মতিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন