রবিবার, অক্টোবর ১৩, ২০১৩

রাজপথে আন্দোলন সংগ্রাম করে লাভ হবে না : তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি আগামীতে রাজনীতির কৌশল হিসেবে রাজপথে শক্তি তৈরী করার অপচেষ্টা করছে। রাজপথে আন্দোলন সংগ্রাম যতই করেন কোন কাজ হবে না। সংবিধানের নিয়ম মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করি সেই নির্বাচনে অন্যান্য দলের পাশাপাশি বিএনপিও অংশ গ্রহণ করবে। শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শণকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিএনপি মুখে নির্বাচন না করার কথা বলে তারা যুদ্ধাপরাধী এবং তেঁতুল হুজুরকে বাঁচানোর চেষ্টা করছেন। তাই এ ব্যাপারে নির্বাচন নিয়ে কোন সমস্যা হবে না। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে নির্লজ্জ সমর্থন দেখিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে, উনি শহীদদের আতœত্যাগ, ন্যায়বিচার এবং মা-বোনদের আতœত্যাগও মানেন না। খালেদা জিয়া তত্বাবধায়ক সরকারের দাবিতে সারা দেশ চষে বেড়াচ্ছেন। কিন্তু তত্বাবধায়ক সরকারের দাবী ওনার মূখ্য উদ্দেশ্যে নয়। এসময় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাবেদ দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক রায়হান আলী, আলমডাঙ্গা পৌরসভার সাবেক চেয়ারম্যান জাসদ নেতা সবেদ আলী, চুয়াডাঙ্গা জেলা জাসদের সাধারণ সম্পাদক আনিচুজ্জামান জনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন