শনিবার, অক্টোবর ১২, ২০১৩

বাড়াদীতে দুস্থ ও অসহায়দের মাঝে বস্ত্রদান অনুষ্ঠিত

সমাজের ধনী বিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবেঃ সৈয়দ বেলাল হোসেন

স্টাফ রিপোর্টার : শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বাড়াদী শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দির কমিটির উদ্যোগে গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে শারদীয় বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বাড়াদী শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দির বাবুপাড়ায় এ বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি, শারদীয়ার উৎসব বস্ত্রদান কমিটির সভাপতি ও বাড়াদী শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ বেলাল হোসেন বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। আর এই অসাম্প্রদায়িক চেতনায় কেউ স্পর্শ করলে তাকে ছাড় দেয়া
হবে না। হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্ম নির্বিঘে পালন করবে তাতে কোনো বাধা নেয়। মানবজাতি ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করবে এটাই সবার কাম্য। সবাই মানুষ, আর মানুষ হিসাবে সবাইকে মানব জাতির কল্যাণে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানব জাতির কল্যাণে সবাইকে কাজ আসতে হবে।  তিনি বলেন, হিন্দু ধর্মলম্বীদের পুজা সঠিক ভাবে উদযাপন করতে পারবে না এটা ঠিক নয়। আমরা যারা মুসলমানরা আছি তাদের উচিত হিন্দু সম্প্রদায়ের এই পুজা উদযাপন সঠিকভাবে করতে পারে তার জন্য সার্বিক সাহায্য সহযোগিতা করা। সুষ্ঠু ও সুন্দরভাবে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের শারদীয় দূগা পুজা পালন করতে পারে তার জন্য সবাইকে সাহায্য সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন যারা সমাজের ধনী, বিত্তবান আছে তাদেরকে অতি দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বলেন সেই কাজটি করেছেন  বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি, শারদীয়ার উৎসব বস্ত্রদান কমিটির সভাপতি ও বাড়াদী শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিশু। তিনি গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে বিশ্বনাথ সাহা বিশু শারদীয় বস্ত্রদান করায় ধন্যবাদ জানান। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র সাইফুল হক খাঁন ফারুক চৌধুরী, বড় বাজার সার্বজনীন পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, বাড়াদী শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দির কমিটির সাধারণ সম্পাদক পরেশ কুমার সাহা, সমাজসেবক আশরাফ আলী রাজা মেম্বর, সমাজসেবক মতিউর রহমান মন্টু, শ্রী শ্রী জগমোহন রায় জিউর মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ সাহা বিশুর ছোট ভাই বিশ্বজিৎ সাহা সন্টু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন