শনিবার, অক্টোবর ১২, ২০১৩

কুষ্টিয়ার কমলাপুরে বিটিভি কর্তৃক কৃষকের ঈদ বিনোদনের চিত্র ধারন

কৃষকের এই ঈদ বিনোদনের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহবাহী খেলাধুলা ফিরে আসবে : প্রকৌশলী জাকির হোসেন সরকার

শিমুল আহমেদ: কৃষকেরা আমাদের দেশের প্রাণ। যারা কৃষক আছেন তারা সবসময়ই একটা সংকটময় অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করেন। কৃষকের উৎপাদিত পণ্য ধান,গম,পাট এ সমস্ত ফসল উৎপাদন করতে যে ধরনের পরিশ্রম হয় এবং যে পরিমান অর্থ বিনিয়োগ করতে হয়, কৃষকরা এই ফসল উৎপন্ন করার পরে তার থেকে কোন মুনাফা অর্জন করতে পারেন না। যার কারণে কৃষকরা বিনোদনতো দূরের কথা নিজেদের জীবন,জীবিকা নির্বাহ করতেই অনেক কষ্ট হয়। তারপরও এ ধরনের একটা অনুষ্ঠানে শত দুঃখ,কষ্ট ভুলে আমাদের এলাকার জনগণ, কৃষকরা এবং ছোট ছোট ছেলেমেয়েরা ক্ষণিকের জন্য হলেও তাদের মধ্যে যেন ঈদের আনন্দ বিরাজ করছে। উপরিউক্ত কথা গুলো গতকাল কমলাপুর হাই স্কুল মাঠে বাংলাদেশ টেলিভিশন (বি.টি.ভি)আয়োজিত কৃষকদের অংশ গ্রহণে বিনোদন মূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জেলা বি.এন.পির সম্মানিত সদস্য ও সদর থানা বি.এন.পির যুগ্ম সম্পাদক,
গণমানুষের নেতা, কুষ্টিয়ার কৃতিসন্তান ার। এসময় গ্রাম বাংলার জনপ্রিয় লাঠি খেলা,পুকুরের পানিতে সাঁতার কেটে কে হাঁস ধরতে পারে? বাঁশের উপর দিয়ে কোন কিছু না ধরে হাটা, বাঁশের উপরে বসে বালিশ খেলা, দাঁত দিয়ে নারকেল ছোলা,নিজের বউকে না দেখে সাজানো, কলা গাছে উঠা,কলসি মাথায় নিয়ে নাচা,বানর সেজে নাচা,নৃত্য পরিবেশন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সরকার ফাউন্ডেশন,মাঠ ব্যবস্থাপনায় ছিলেন কমলাপুর ইউনাইট্রেড ক্লাব এন্ড লাইব্রেরী। অনুষ্ঠানটি প্রযোজনায় ছিলেন বি,টি.ভির হারেজ আহমেদ ভূইয়া, উপস্থাপনায় ছিলেন রফিকুল ইসলাম রফিক,ক্যামেরাম্যান আহমেদ জুয়েল ও মানিক চৌধুরী,ক্যামেরা সহকারী ফয়সাল ও মামুন। নৃত্য পরিবেশন করেন নিলা,রনিসহ আরও অনেকে। অনুষ্ঠানটি ঈদের দিন প্রচার হওয়ার কথা রয়েছে।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার ফাউন্ডেশনের উপদেষ্টা রেজাউল হক সরকার, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.পি.পির কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আবু আহাদ আল মামুন,সভাপতিত্ব করেন কমলাপুর বাজার বণিক সমিতির সভাপতি আবুল হোসেন,উজানগ্রাম ইউ.পি বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম,জিয়ারখী ইউ.পি বি.এন.পির সাবেক সাধারণ সম্পাদক এ.এম কোহিনুর, জিয়ারখী ইউ.পি বি.এন.পির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, ৪ নং ওয়াডের সভাপতি প্রফেসর সেলিম হোসেন, ২নং ্ওয়াডের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল,বিশিষ্ট সমাজসেবক লুৎফর রহমান,কমলাপুর হাই স্কুলের ক্রীড়া শিক্ষক মাসুদ আলম,আতিয়ার রহমান মাস্টার,শামসুদ্দিন মাস্টার,মকিম উদ্দিন মন্ডল, ইউনাইট্রেড ক্লাব এন্ড লাইব্রেরীর সভাপতি মখলেচুর রহমান,সাধারণ সম্পাদক মুসা ,ছাত্রনেতা পারভেজ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন