মঙ্গলবার, মার্চ ০৪, ২০১৪

“জনগণের উপর অত্যাচার করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না”


নব নির্বাচিত কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যানের পক্ষথেকে মেহেদী রুমীকে ফুলেল শুভেচ্ছা 

ষ্টাফ রিপোর্টার : কুমারখালী উপজেলা নির্বাচনে নব নির্বাচিত ১৯দলীয় জোটের ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণাবাসন সম্পাদক জেলা ১৯ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যলয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় মেহেদী আহমেদ রুমী বলেন, আমাদের সংগ্রাম দেশকে আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার সংগ্রাম। দেশ থাকবে কিনা, আমাদের অস্তিত্ব থাকবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা এবং নীতি নির্ধারণে অন্যরা পাশে থাকবে কি না সে প্রশ্নও এখন। তিনি বলেন, এ সরকার পাথরের মতো জনগণের কাঁধে চেপে বসেছে। জনগণের উপর অত্যাচার করে জুলুমবাজ এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। আমাদের এ আন্দোলন জনগণের ভোটাধিকার ও দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম।তিনি বলেন, উপজেলা নির্বাচনে সারাদেশের মত কুমারখালী ও খোকসাতে দলীয় ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে জাল ভোট, ভোট ডাকাতি, ভোট কারচুপি সর্বপরি ভোট জালিয়াতি করে ১৯ দলীয় জোটের চেয়াম্যান প্রার্থীদের জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সময়মত
এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে তিনি জানান।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নুতন, খোকসা থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী দেলোয়ার হোসেন, কুমারখালী থানা জামায়াতের আমির সোহরাব হোসেন, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুল মান্নান, বাইতুল মাল সেক্রেটারী আব্দুল হাকিম, ভারপ্রাপ্ত পৌর আমির রবিউল ইসলাম, জেলা শিবিরের সভাপতি রেজাউল করিম নয়ন, সেক্রেটারী মাহবুব মাজাহার, কুমারখালী থানা সভাপতি আলী হাসান সাদ্দাম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন