বুধবার, জানুয়ারী ৩০, ২০১৩

কুষ্টিয়ায় মেরিট মডেল স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

উচ্চ আকাংখার মাধ্যমে বড় কিছু পাওয়া যায় : জেলা শিক্ষা অফিসার

কুষ্টিয়ায় মেরিট মডেল স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। গতকাল সকাল ১০ টায় শহরের কোর্টপাড়াস্থ মেরিট মডেল স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। মেরিট শিক্ষা পরিবারের চেয়ারম্যান ইমদাদুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ। প্রধান অতিথির বক্ত্যবে নিখিল রঞ্জন চক্রবর্তী বলেন, বাংলাদেশ একটি জনবহুল দেশ আর এই জন সংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদের সেভাবে গড়ে তুলতে হবে। আর এজন্য মেরিট মডেল স্কুল অগ্রণী ভূমিকা রাখবে আমি আশা করেন। তিনি বলেন, একজন
শিক্ষার্থীকে কিছু বিষয় মেনে চললে সঠিক লক্ষে পৌছাতে পারবে এর মধ্যে প্রার্থনার মাধ্যমে একজন শিক্ষার্থী বড় হতে পারে সেই সাথে উচ্চ আকাংখার মাধ্যমে বড় কিছু পাওয়া যায় বলে তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের বলেন। সভাপতির বক্তব্যে মেরিট শিক্ষা পরিবারের চেয়ারম্যান ইমদাদুল হক সবুজ আসন্ন এএসসি পরীক্ষায় বিদায়ী ছাত্র-ছাত্রীদের মহান আল্লাহর কাছে প্রার্থনা করে রক্ষনশীল হয়ে পরীক্ষার হলে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেরিট শিক্ষা পরিবারের পরিচালক জেডএম ইমদাদুল ইসলাম, শাহীনুর ইসলাম, সাজ্জাদুর রহমান, সাইফুল ইসলাম, রেজাউল হক, মেরিট মডেল স্কুলের অধ্যক্ষ নাজমুন নাহার শিখা। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঝরনা শাহ মিষ্টি। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন