শনিবার, মার্চ ০২, ২০১৩

কুষ্টিয়া ও কুমারখালীতে ২য় দিনের মত ১৪৪ ধারা জারি

আব্দুম মুনিব : কুষ্টিয়া শহর ও কুমারখালী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ড. মল্লিক আনোয়ার হোসেন জানান, একই স্থানে একাধীক দলের সমাবেশ ডাকায় আইন শৃংখলার অবনতির আশংকায় আজ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয় সেই সাথে আদেশ কার্যকর করার জন্য সংশ্লি¬ষ্টদের নির্দেশ দেয়া হয়। দুপুর ১ টা থেকে মাইকিং করে এ আদেশ জারী করা হয়। জানাগেছে, কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে গতকাল বিকেল তিনটায় বিক্ষোভ মিছিলের
উদ্দেশ্যে কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে নেতা কর্মীদের একত্রিত হওয়ার আহবান জানায় বিএনপি। অন্যদিকে জেলা ১৪ দল শিল্পকলা একাডেমীর পাশ্ববর্তী কুষ্টিয়া পৌরসভায় নেতা কর্মীদের সমবেত হওয়ার আহবান জানান। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
এব্যাপারে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী জানান, বিগত কয়েকদিন ধরে আমরা কুষ্টিয়ার যে স্থানেই কর্মসূচী ঘোষণা করছি সেখানেই পাল্টা কর্মসূচী দিচ্ছে আওয়ামীলীগ। ফলে প্রশাসন থেকে ১৪৪ ধারা জারী করা হচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন