শনিবার, এপ্রিল ০৬, ২০১৩

সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময় : সৈয়দ বেলাল হোসেন


ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, ক্রিকেট আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকলদেশকে দখল করে নিয়েছে। সারা পৃথিবীতে চলছে ক্রিকেটের সুবর্ণ সময়। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন, তখনই এদেশের বুকে ক্রিকেটের জয়যাত্রা শুরু হয়। তিনি বলেন, আমাদের দেশে ক্রিকেটের ক্ষেত্রে ঐতিহাসিক বিপ্লবী পরিবর্তন আনার চেষ্টা চলছে। প্রতিটি বিভাগ ও জেলায় নিয়মিত ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। আর এর থেকে পিছিয়ে নেই কুষ্টিয়া জেলা। তিনি আরো বলেন, একজন কৃতি খেলোয়াড় দেশের রাষ্ট্রদূর্তের সমান কাজ করে। খেলোয়াড়রা অতি সহজেই নিজেকে এবং দেশকে, বিদেশের নিকট পরিচিত করাতে পারে। দেশের জন্য অতি সহজেই সুনাম বয়ে আনতে পারে খেলোয়াড়রা। তাই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের যথেষ্ট ইতিহাস ও ঐতিহ্য আছে। হাবিবুল বাশার সুমনের মতো কৃতি খেলোয়াড় জন্ম হয়েছে এই কুষ্টিয়ার মাটিতে। তাই আমি মনেকরি ক্রিকেটের ক্ষেত্রে কুষ্টিয়া হচ্ছে একটি গর্বিত জেলা। ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ কুষ্টিয়াতে আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। গতকাল সকালে কুষ্টিয়া স্টেডিয়াম মাঠে ওয়ালটন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৩ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার
সহ-সভাপতি ও ক্রিকেট উপ-কমিটির সভাপতি এ্যাডঃ অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মফিজ উদ্দিন আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরী রনজু, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু, সহ-সাধারণ সম্পাদক কাজী রফিকুর রহমান, যুগ্ম-সম্পাদক খন্দকার সাদাত-উল-আনাম পলাশ, এ্যাডঃ মোসাদ্দেক আলী মণি ও কোষাধ্যক্ষ খন্দকার ইকবাল মাহমুদ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে ক্রিকেট বোর্ডের নির্বাচক মন্ডলীর সদস্য কুষ্টিয়ার কৃতি সন্তান হাবিবুল বাশার সুমন টুর্ণামেন্টের অনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, আজকের এই টুর্ণামেন্ট উদ্বোধন করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আশারাখি আগামীতেও এধরণের আয়োজন অব্যাহত থাকবে। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, শুধু খেলা করলেই হবে না, নিজেকে খেলোয়াড় হিসেবে তৈরী করতে হবে। তিনি আরো বলেন, আমি কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকর্তাকে জানাই আন্তরিক ধন্যবাদ। কারন তাঁরা যুগের সাথে তাল মিলিয়ে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনের উত্তোরণ ঘটায়ে চলেছে। কুষ্টিয়ার ক্রীড়ার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন হাবিবুল বাশার সুমন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন লাবলু এ টুর্ণামেন্টের স্পন্সার হওয়ায় ওয়ালটনের চেয়ারম্যান ও ওয়ালটন পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আশারাখি ওয়ালটন আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি আরো বলেন, এ আয়োজনে বিশেষ করে স্পন্সার সংগ্রহে কুষ্টিয়ার কৃতি সন্তান হাবিবুল বাশার সুমন যে অবদান রেখেছেন তা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবো। অনেক মুল্যবান সময় নষ্ট করে এ আনুষ্ঠানে উপস্থিত হওয়ায় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদসহ সকল অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান মোঃ মকবুল হোসেন লাবলু। উদ্বোধনী খেলায় বাশার ক্রিকেট কেয়ার গ্ল্যাডিওয়ার্স একাডেমি ৬ উইকেটে ক্রিসেন্ট সুপার কিংসকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় দেবী প্রসাদ ২ উইকেট আড়–য়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাবকে পরাজিত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন