বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০১৩

চলমান আন্দোলনে সংগ্রাম কমিটি কার্যক্রম বিষয়ে কুমারখালী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়

আওয়ামীলীগ সংবিধানের দোহায় দিয়ে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে : সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী


ষ্টাফ রিাপোটার : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেছেন, বর্তমান সরকার বুঝতে পেরেছে তাদের পায়ের নিচে মাটি নেই। তাই তারা সংবিধানের দোহায় দিয়ে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করেছে। তারা মনে করছে সংবিধানের দোহায় দিলেই বিএনপি তাদের অধিনে নির্বাচনে যাবে। কিন্তু তাদের এ স্বপ্ন কোনদিনই পুরণ হবে না, হবে না, হবে না। তিনি বলেন, বাংলাদেশের জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না, চায় না, চায় না। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে এক দফা আন্দোলন চলছে সেই আন্দোলন কুমারখালী বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং কুষ্টিয়াবাসীকে সেই আন্দোলনে স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান। গতকাল দিন ব্যাপী নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে চলমান আন্দোলনে সংগ্রাম কমিটি কার্যক্রম বিষয়ে জেলা বিএনপির কার্যালয়ে কুমারখালী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের সাথে
মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, কুমারখালী থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.কুতুবুল আলম নতুন, পৌর বিএনপির সভাপতি কেএমআলম টমে, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ লিটন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন, খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন, প্রচার সম্পাদক রঞ্জুরুল ইসলাম রঞ্জু, থানা যুবদলের সভাপতি আল কামাল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক সিরাজুল আলম বাবু প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন