শনিবার, নভেম্বর ২৩, ২০১৩

ইবি শিক্ষক সমিতির আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত

এম.এ লতিফ একজন আদর্শবান শিক্ষক ছিলেন

---------------------------ড. আবদুল হাকিম সরকার

হাওয়া ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের সহযোগি অধ্যাপক এম.এ. লতিফ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে বৃহস্পতিবার বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ নজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, এম.এ. লতিফ একজন আদর্শবান শিক্ষক ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত ন¤্র, ভদ্র, বিনয়ী ও মিষ্টভাষী একজন মানুষ। তাঁর বর্ণাঢ্য শিক্ষা জীবনের অনেক স্মৃতি আজও আমাদের মনে প্রীড়া দেয়। ভাইস চ্যান্সেলর বলেন, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তবে যারা সুকর্ম করে মারা যান, তাঁরা মরেও অমর। আমি মনে করি মরহুম এম.এ লতিফ তাঁদের মধ্যে একজন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ ইকবাল হোসাইন এর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম নূরী, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ও মরহুমের ছোট ভাই আব্দুস সালাম। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আসম শোয়াইব আহামদ। উল্লেখ্য শিক্ষক এম.এ লতিফ ২০১২ সালের ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন