বুধবার, মার্চ ১২, ২০১৪

দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন বহিষ্কার

দৌলতপুর প্রতিনিধি ॥ দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেনকে মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপির দপ্তরের দায়িত্বরত রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিস্কার করা হয়। গঠনতন্ত্রের ‘৫’ এর ‘গ’ ধারা মোতাবেক আলতাফ হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়।  বিএনপির একটি সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় একক প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহীদ সরকার মঙ্গল, ভাইস চেয়ারম্যান পদে মাহবুব লস্কর ও রুকসানা আলমকে মনোনিত
করেন বিএনপি। উপজেলা বিএনপির এক জরুরী সভায় তাদের সর্ব সম্মতি ভাবে সমর্থন দেয়া হয়। সভায় উপজেলাও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দীন ও উপজেলা বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু জেলা ও উপজেলা বিএনপির সিদ্ধান্তকে তোয়াক্কা না করে আলতাফ হোসেন বিএনপি থেকে সদ্য বহিস্কৃত নুরুজ্জামান হাবলুকে সমর্থন দিয়ে তার পক্ষে ভোট করেছেন। এ ঘটনায় আলতাফ হোসেনকে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে বহিস্কার করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন