শুক্রবার, ডিসেম্বর ০৫, ২০১৪

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত

রাজবাড়ীর ৫টি উপজেলায় পাউবোর অবৈধ 
দখলদারদের তালিকা প্রস্তুত করে শীঘ্রই উচ্ছেদ অভিযান

হাবিবুর রহমান, রাজবাড়ী : রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু করার উদ্যোগ গ্রহন করেছে। রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি অবৈধ ভাবে দখল করে এক শ্রেনীর ভুমিদস্যু চক্র ভবন নির্মানসহ ভোগদখল করে আসছে। এতে সরকার লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত গ্রহন হওয়ার ফলে সচেতন নাগরিকরা এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন। সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ নভেম্বর রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ লুৎফর রহমান একপত্রে কালুখালী উপজেলাতে চন্দনা নদীর পাড়সহ জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মানকারীদের আংশিক নামের তালিকা জেলা প্রশাসনে জমা দিয়েছেন। এছাড়াও রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে
স্থাপনা নির্মানকারীদের নামের তালিকা প্রস্তুত করে জমা প্রদানের নির্দেশ প্রদান করে চিঠি দিয়েছেন। ১০ কার্যদিবসের মধ্যে এ তালিকা জমাদানের নির্দেশ দিয়েছেন। তালিকা প্রস্তুত সম্পন্ন করার পরই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন