সোমবার, মার্চ ২৩, ২০১৫

কুষ্টিয়ায় জামায়াতের নেতা সাবেক এমপি আব্দুল ওয়াহিদ এর ইন্তেকাল ॥ মেহেদী রুমী সহ বিভিন্ন মহলের শোক


হাওয়া প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় দায়িত্বশীল, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর, কুষ্টিয়া ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের যুগ্ম আহবায়ক জননেতা আব্দুল ওয়াহিদ আর নেই। রবিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোরের দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সকালে তার মৃত্যুর সংবাদ শুনে দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর জন-সাধারণ লাশ দেখতে ভীড় করেন মরহুমের নিজ বাড়ী কুষ্টিয়া শহরের হাউজিং। দুপুরে গাড়ীতে করে লাশ দেওয়া হয় গ্রামের বাড়ী মিরপুর উপজেলার ধলসা-পয়ারীতে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে লাশ নেওয়া হয় মিরপুর উপজেলা ফুটবল মাঠে। সেখানে দলমত নির্বিশেষে হাজার হাজার লোক উপস্থিত হয়। দূর-দুরান্ত থেকে আগত ব্যক্তিদের লাশ দেখানো শেষে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতের জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল হাশেম। জানাজার পূর্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রিয় নেতা যশোর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল মতিন, মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন, জাসদের কেন্দ্রিয় নেতা আব্দুল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান হিরু চৌধুরী, জামায়াতের মিরপুর উপজেলা আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুরসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিরপুরে জানাজা শেষে
লাশ আনা হয় কুষ্টিয়া শহরে। বিকালে কুষ্টিয়া কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টায় কুষ্টিয়া পৌরগোরস্থানে দাফন সম্পন্ন হবে বলে পরিবার সুত্রে জানা গেছে। এদিকে কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে জানাজাতেও দলমত নির্বিশেষে জানাজায় হাজার হাজার জনতা অংশ গ্রহণ করেন। জানাযা পূর্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক অধ্যাপক সিরাজুল হক, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী মহসিন, খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক অধ্যাপক সিরাজুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, মরহুমের পুত্র তাসনিম। জানায়ায় ইমামতি করেন মরহুমের বন্ধু মাওলানা আজিজুর রহমান।
মরহুম আব্দুল ওয়াহিদ ১৯৬৮ সালে এসএসসি,১৯৭১ সালে এইচএসসি, ১৯৭৫ সালে অর্থনীতিতে অনার্স, ১৯৭৬ সালে এমএ কৃতিত্বের সাথে পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য হিসাবে নির্বাচিত হন।
১৯৮৬ সালে কুষ্টিয়ার মিরপুর-ভেড়ামারা আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত জামায়াতের কুষ্টিয়া জিলা আমীর হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত সংগঠনের সাথে জড়িত ছিলেন। সৎ,চরিত্রবান আদর্শিক হিসাবে তিনি সকলের কাছে শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। লেখক হিসাবে তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিত। তাই কয়েকটি প্রকাশিত ইসলামিক বই পাঠক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দৈনিক সংগ্রামসহ বিভিন্ন দৈনিকে সম-সাময়িক লেখালেখি করতেন।
আব্দুল ওয়াহিদ এর মৃত্যুতে দলমত নির্বিশেষ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
মেহেদী রুমীর শোক ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় দায়িত্বশীল, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর, কুষ্টিয়া ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, কুষ্টিয়া জেলা ২০ দলীয় জোটের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক কুষ্টিয়া ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জামায়াতের শোক : জামায়াত নেতা আব্দুল ওয়াহিদ এর ইন্তেকালে কুষ্টিয়া জিলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মহসীন, সেক্রেটারী অধ্যাপক মাওলানা আবুল হাশেম, নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হুসাইন, শাহজাহান আলী মোল্লা, সহকারী সেক্রেটারী দেলোয়ার হুসাইন, হাফেজ রফিক উদ্দিন আহমাদ, সদর আমীর মোহাম্মদ আলী, কুমারখালী আমীর সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফজাল হুসাইন, খোকসা আমীর আবুবকর সিদ্দিক,,ভেড়ামারা আমীর অধ্যাপক নুরুল আমিন জসীম, দৌলতপুর আমীর আরোজ উল্লাহ, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নেতা টিপু সুলতান, শিবিরের জেলা সভাপতি রেজাউল করিম নয়ন, শহর শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
২০ দলীয় জোট ঃ আব্দুল ওয়াহিদ এর মৃত্যুতে কুষ্টিয়া ২০ দলীয় জোটের আহবায়ক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খেলাফত মজলিসের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল হক, খেলাফত মজলিসের জেলা সভাপতি মুফতি আব্দুল হামিদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু, জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন স্তরের ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন