হাওয়া ডেস্ক : জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক স¤পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক এম পি জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক স¤পাদক, সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ জন নেতা উচচ আদালত কর্তৃক জামিনপ্রাপ্ত হয়ে নিু আদালতে হাজিরা দিতে গিলে গ্রেফতার হওয়ায়
বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩
ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাণী
হাওয়া ডেস্ক : ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্নোক্ত বাণী দিয়েছেন “ঐতিহাসিক গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে আমি উনসত্তরের গণআন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। ২৪ জানুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর ১৯৬৯ সালের এ দিনে তদানীন্তন পাকিস্তানী ঔপনিবেশিক দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে। গণআন্দোলন তীব্র আকার ধারণ করে পরিণত হয়েছিল গণঅভ্যূত্থানে। পতন নিশ্চিত হয়েছিলো স্বৈরশাসকের। আর এরই ধারাবাহিকতায় উন্মুক্ত হয়েছিলো আমাদের স্বাধীনতা অর্জনের পথ। আমাদের জাতীয় জীবনে উনসত্তরের গণঅভ্যূত্থানের তাৎপর্য অপরিসীম। এ দিবস আমাদেরকে গণতন্ত্র ও স্বাধীকার অর্জনের চেতনাকে শাণিত করে এবং সকল অন্যায় অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী হতে আজও অনুপ্রেরণা জোগায়। আজকের এ মহান দিনে আমি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক ও মানবাধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসী সকলের প্রতি আহবান জানাই।
খোকসায় ফেন্সিডিলসহ এক নারী মাদক বিক্রেতা আটক
![]() |
ফেন্সিডিল সহ আটক মাদক ব্যবসায়ী সফুরা। |
মনিরুল ইসলাম মনি, খোকসা : কুষ্টিয়ার খোকসায় বুধবার সকালে সফুরা বেগম (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি ও এসআই আলী আকবর, এএসআই বিশ্বজিৎ দাসের নেতৃত্বে উপজেলার উথলী মুরালীপুর গ্রামে অভিযান চালিয়ে উপজেলার উথলী মুরালীপুর গ্রাম থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ গ্রামের ফজলুর রহমান ওরফে ফজলীর স্ত্রী সফুরা বেগমকে আটক করে খোকসা থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্র আইন ১৯/১ এর খ ধারায় মামলার প্রস্তুতি চলছিল।
হরতাল সফল করায়
খোকসা বিএনপির পক্ষ থেকে সকল ব্যবসায়ীদেরকে অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি: পুলিশের সাথে সংঘর্ষের একটি মিথ্যা মামলার হাজিরা দিতে নিন্ম আদালতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক
কুষ্টিয়া জেলা বিএনপির ১৩ নেতাকর্মীদের আটকের প্রতিবাদে
খোকসায় সফলভাবে হরতাল পালিত
স্টাফ রিপোর্টার: পুলিশের সাথে সংঘর্ষের একটি মিথ্যা মামলার হাজিরা দিতে নিন্ম আদালতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১৩ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণ করার প্রতিবাদে খোকসা উপজেলা
শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত ও শেসনজট নিরসনে
ইবি ভিসির নিকট শিবিরের স্মারকলিপি
ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে একাডেমিক কার্যক্রমকে গতিশীল,শেসনজট নিরসনে ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবিতে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বুধবার সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছ্ত্রাশিবির সভাপতি তারেক মনোয়ারের নেতৃত্বে শিবির নেতারা বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বলা হয়, বিগত পাঁচ মাসেরও অধিক সময় ধরে একটি ছাত্র সংগঠনের সৃষ্ট নৈরাজ্য ও সন্ত্রাসে বিশ্ববিদ্যালয় নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে। এতে বাতিল হয়েছে বিভিন্ন বিভাগের অসংখ্য পরীক্ষা। আমাদের ওপর চেপে বসেছে দীর্ঘ সেশনজটের অভিশাপ। স্মারকলিপিতে তারা ছয় দফা দাবি পেশ করেন। দাবি গুলো হল রুটিন পূনঃনির্ধারনের মাধ্যমে অধিক সংখ্যাক ক্লাস নিয়ে অতিদ্রুত সিলেবাস শেষ করে পরীক্ষার ব্যবস্থা গ্রহন করা, একাডেমিক ক্যালেন্ডারে পূর্ব নির্ধারিত ছুটি কমিয়ে ও অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাবস্থা গ্রহন করা, স্বল্প সময়ের মধ্যে ২০১২-১৩ সেশনের ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃংখলার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, ১৯ নভেম্বর ও১২ জানুয়ারী শিক্ষকদের ওপরে জঘণ্য হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা। ১৪ আগষ্ট ২০১১ সালে লালন শাহ হল ও শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত লুটপাটে ক্ষতিগ্রস্থ ছাত্রদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)