বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত ও শেসনজট নিরসনে

ইবি ভিসির নিকট শিবিরের স্মারকলিপি 

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে একাডেমিক কার্যক্রমকে গতিশীল,শেসনজট নিরসনে ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার দাবিতে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।  গতকাল বুধবার সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছ্ত্রাশিবির সভাপতি তারেক মনোয়ারের নেতৃত্বে শিবির নেতারা বিশ্বাবিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের নিকট স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বলা হয়, বিগত পাঁচ মাসেরও অধিক সময় ধরে একটি ছাত্র সংগঠনের সৃষ্ট নৈরাজ্য ও সন্ত্রাসে বিশ্ববিদ্যালয় নজিরবিহীন অচলাবস্থা বিরাজ করছে। এতে বাতিল হয়েছে বিভিন্ন বিভাগের অসংখ্য পরীক্ষা। আমাদের ওপর চেপে বসেছে দীর্ঘ সেশনজটের অভিশাপ। স্মারকলিপিতে তারা ছয় দফা দাবি পেশ করেন। দাবি গুলো হল রুটিন পূনঃনির্ধারনের মাধ্যমে অধিক সংখ্যাক ক্লাস নিয়ে অতিদ্রুত সিলেবাস শেষ করে পরীক্ষার ব্যবস্থা গ্রহন করা, একাডেমিক ক্যালেন্ডারে পূর্ব নির্ধারিত ছুটি কমিয়ে ও অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যাবস্থা গ্রহন করা, স্বল্প সময়ের মধ্যে ২০১২-১৩ সেশনের ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃংখলার স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা, ১৯ নভেম্বর ও১২ জানুয়ারী শিক্ষকদের ওপরে জঘণ্য হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা। ১৪ আগষ্ট ২০১১ সালে লালন শাহ হল ও শহীদ জিয়াউর রহমান হলে সংঘটিত লুটপাটে ক্ষতিগ্রস্থ ছাত্রদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন