বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

দৌলতপুরে বিনামুল্যে পানির ফিল্টার বিতরন

দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের আর্সেনিক আক্রান্ত পাকুড়িয়া গ্রামের প্রায় অর্ধশতাধিক দরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে পানির ফিল্টার বিতরন করা হয়েছে। বে-সরকারী সেচ্ছাসেবী সংগঠন মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর উদ্যোগে গতকাল বুধবার দুপুরে পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফিল্টারগুলো বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মন্ডল। মানব শক্তি উন্নয়ন কেন্দ্র (মাশউক) এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মনোয়ার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে,কে,এক ফজলে রাব্বি, প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম গেদু, পাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন মাশউক এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ আবুল আওয়াল। শেষে অতিথিবৃন্দ উপস্থিত দরিদ্র পরিবারের হাতে পানির ফিল্টার তুলে দেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন