বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলামের নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ, জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান পিন্টু, জেলা বিএনপি’র ক্রীড়া সম্পাদক আল আমীন কানাই এবং জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ কামালউদ্দিনসহ ১৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় জামিন নিতে কুষ্টিয়া আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলাম। আজ এক বিবৃতিতে জনাব তরিকুল ইসলাম বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বিরোধী দলকে দমন-পীড়নের মাধ্যমে চিরকাল ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। আর এ কারনেই বিরোধী দলের নেতা-কর্মীদেরকে মিথ্যা ও বানোয়াট মামলায় জড়িয়ে হেনস্তা করা হচ্ছে। তিনি বলেন, বিরোধী দল দমনে কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত
মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা আওয়ামী সরকারের ধারাবাহিক অগণতান্ত্রিক ও অমানবিক কর্মকান্ডেরই অংশ। জনাব তরিকুল সরকারের উদ্দেশ্যে বলেন, দমন-পীড়ন চালিয়ে বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবেনা, জনগণকে সাথে নিয়ে লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারের অপশাসনের জবাব দেয়া হবে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব তরিকুল ইসলাম অবিলম্বে কুষ্টিয়া জেলা বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন