বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

কুষ্টিয়ায় কর্মজীবী নারীদের সাথে মত বিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : ‘সকল নারীই কর্মজীবী’ এ স্লোগান নিয়ে কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে কর্মজীবী নারী সংগঠন। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির প্রোগাম অফিসার আরতি রানী সিংহ রায় গণমাধ্যম কর্মিদের মাঝে পূণাঙ্গ কৃষি শ্রম আইন প্রণয়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুল রহমান, সাংগাঠনিক সম্পাদক অমিত সিংহ রায়, সিনিয়র সাংবাদিক মুজিবুল শেখ, তাহেরা বেগম প্রমুখ।  ১৯৯১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে নির্যাতিত, বঞ্জিত শ্রমজীবি নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটি জরিপ উল্লেখ করে মত বিনিময় সভায় বলা হয়, দেশের ১০০% নারী মধ্যে ৬৮% নারী কৃষি কাজ করে। কিন্তু ১৯৮৪ সালের নূন্যতম মজুরি অধ্যাদেশ আইন অনুযায়ী মহিলা কৃষি শ্রমিকদের জন্য কাজে আসেনি। সংগঠনটি নয়টি দফা দাবী করেছে। দাবীগুলো হলো, ২০০৬ সালের শ্রম আইনে সংজ্ঞায়িত করে কৃষিশ্রমিকদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দাও, কৃষি আইন প্রণয়ন কর, ইউনিয়ন পর্যায়ে কৃষিশ্রমিকদের নিবন্ধন করা ও পরিচয় পত্র প্রদান করা, কৃষি শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারন করা, সারাবছর বেঁচে থাকার জন্য নূন্যতম ১০০ কর্মদিবস নিশ্চিত করা, কৃষি শ্রমিকদের জন্য রেশন নিশ্চিত করা, প্রান্তিক সুবিধাদিএবং সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমূহে কৃষি শ্রমিকদের অগ্রাধিকার প্রদান এবং কৃষি শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন