বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

কুষ্টিয়ায় বিএনপি নেতাদের জামিন জেলা ও দায়রা জজ আদালতে নামঞ্জুর

সিরাজুম সালেকীন : কুষ্টিয়ায় পুলিশের একটি মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূনবার্সন সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীসহ ছয় নেতার জামিন নামঞ্জুর করেছে জেলা দায়রা জজ আদালত। বুধবার জেলা দায়রা জজ কোর্টে জামিন মঞ্জুরের আবেদন করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে। এর আগে গত সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে জামিন নিতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করে। এদিকে গতকাল সকালে বিএনপির দুই নেতাকে কুষ্টিয়া জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে। নেতারা হলেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন।  উল্লেখ্য গত বছরের ১০ ডিসেম্বর কুষ্টিয়ায় ১৮ দলীয় জোটের সমাবেশে পুলিশ অতর্কিত নগ্ন হামলা চালায়। এতে পুলিশ ও বিএনপি নেতৃবৃন্দের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ঘন্টা ধরে চলে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন। পুলিশ বিএনপি নেতাকর্মীদের উপর নির্বিচারে টিয়ারসেল, গুলি ও লাঠিচার্জ করে প্রায় অর্ধশত নেতাকর্মীকে আহত করে। পুলিশের বেপরোয়া এ্যাকশন ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৪০ জন বিএনপি নেতা কর্মী আহত হয়। ওই সময় ১০ পুলিশ সদস্য আহত হয় বলে দাবী করে কুষ্টিয়ায় জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ৫শ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। মডেল থানার এসআই ওবাইদুর রহমান ওই মামলার বাদী হয়ে এ মামলা করেন। আসামীদের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগে পেনাল কোড ১৪৩/১৪৪/১৪৯/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪ ধারায় মামলা হয়। মামলা নং ১৫ তারিখ ১০-১২-১২। জেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার সাজেদুর রহমান বাবলু জানান, বিএনপির সাবেক দুই সংসদ সদস্য সহ ছয় নেতার জামিন আবেদন করা হয়েছিল জেলা দায়রা জজ আদালতে। কিন্তু আদালত তাদের জামিন নামঞ্জুর করে। সরকারী দলের মদদে এমন করা হচ্ছে। কারন সরকার বুঝতে পেরেছে তারা আর ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা বিরোধীদলের নেতাকর্মীদের উপর জেল, জুলুমসহ বিভিন্ন ভাবে হয়রানী করে চলেছে। জনগনকে সাথে নিয়ে সরকারের এমন ফ্যাসিষ্টবাদী আচরনের জবাব দেয়া হবে। তিনি বলেন, বিএনপির ১৩ নেতাকে যদি অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে আমরা রাজ পথে নেমে তাদের জেল থেকে বের করে আনবো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন