বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

ভেড়ামারায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে শিক্ষক-সাংবাদিক ও সুধীবৃন্দের মতবিনিময় সভা

মনির উদ্দিন মনির : কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, দেশ ও জাতির স্বার্থে আমাদের প্রত্যেকের কর্মস্থল থেকে কাজ করে যেতে হবে। তাহলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি আরও বলেন, শিক্ষকরাই জাতির বিবেক। তাই প্রত্যেক শিক্ষককে ছাত্র-ছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে প্রকৃত শিক্ষা দান করতে হবে। তিনি গতকাল বুধবার বিকেলে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাজাহান আলী, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহিরচর ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, ভেড়ামারা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষক নাজমুল আলম স্বপন, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, বারমাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাসুদ করিম, ষোলদাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব, তাহের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ভেড়ামারা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন