বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

সরকার গণতন্ত্রের লেবাসে ডিজিটাল বাকশাল কায়েম করেছে: লেবার পার্টি

ডেস্ক রিপোর্ট : লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন- মহাজোট সরকার গণতন্ত্রের লেবাসে ক্ষমতাসীন হয়ে ডিজিটাল বাকশাল কায়েম করেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্মূলে ষড়যন্ত্রমূলক হামলা- মামলা ও গ্রেফতার নির্যাতনের মহাৎসব চলেছে।সরকারের দু:শাসন ও অত্যাচার নির্যাতনে জনমনে নাভিশ্বাস উঠেছে। গুম, খুন, অপহরণ বন্ধে জালেম বাকশালী সরকারের পতনের কোন বিকল্প নাই। তিনি বলেন- ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস- নৈরাজ্য, চাঁদাবাজী- টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্য, হত্যা, গুম, খুন, অপহরণের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাস ও সিএনজির দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনদুভোর্গ মহামারিতে রূপ নিয়েছে। শেয়ার বাজার কেলেংকারী, পদ্মাসেতু, হলমার্ক, ডেসটিনি, রেলওয়ে ও কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে অর্থনীতি ধ্বংস করেছে। তাই আওয়ামী বাকশালী অপশক্তির হাত থেকে দেশ রক্ষায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে হবে। তিনি আজ (বুধবার) সকাল ১১ টায় ১৮ দলীয় জোট আহুত গণ-সংযোগ ও প্রচারপত্র বিলি কর্মসূচীর অংশ হিসিবে শাপলা চত্বর, দৈনিক বাংলা, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়াম্যান জাহাঙ্গীর আলম প্রধান, মোঃ মোসলেম উদ্দিন, যুগ্ম মহাসচিব- আহসান উল্লাহ শামীম, শামসুদ্দিন পারভেজ, হিন্দুরতœ রামকৃষ্ণ সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ খান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান মুকুল, নগর সদস্য সচিব- আশরাফ আলী হাওলাদার, ছাত্র ফোরাম আহবায়ক- কামরুল ইসলাম সুরুজ, যুগ্ম-আহবায়ক- নাজমুল হাসান রুমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন