বৃহস্পতিবার, জানুয়ারী ২৪, ২০১৩

মহেশপুরে একটি ইটভাটায় বন্দি ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে একটি ইটভাটায় আটকে রাখা ১৪ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মহেশপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়।  মহেশপুর থানার এসআই শহিদুল ইসলাম ও শ্রমিকরা জানান, সর্দার ব্রিকসের মালিক সামছুজ্জামান ১৪ জন নারী ও পুরুষ শ্রমিককে আটকে রেখে তাদের ইচ্ছার বিরুদ্ধে কাজ করিয়ে আসছিল। তাদের নিয়মিত মজুরি দেওয়া হতো না। ভাটা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাজার থেকে শ্রমিকদের মারপিট করে ধরে আনা হয়। শ্রমিকদের পাহারায় ভাটা মালিক তার নিজস্ব লোকজন নিয়োগ করে। টাকার অভাবে কোন কোন দিন অভুক্ত থাকতে হয়েছে শ্রমিকদের। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ও সংবাদকর্মীরা বুধবার দুপুরে ওই ভাটায় যান। এসময় ভাটা মালিক শ্রমিকদের মুক্তি দিলেও মজুরীর ১৮ হাজার টাকা পরিশোধ করেনি। উদ্ধারকৃতরা হলো, কিনু গাজী, আলেয়া বেগম, মজিবর গাজী, মমতাজ আলী, নাজির বিশ্বাস, শাহিদা, আজিবর, শামীম, মাসুম, নাসরিন, রফিকুল, জেসমিন, রোজিনা ও শামসুন্নাহার। এসব শ্রমিকদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার শাহপাড়া গ্রামে। তবে ইটভাটার মালিক সামছুজ্জামান ভাটায় শ্রমিক আটকে রাখার কথা অস্বীকার করে বলেন, আর্থিক সমস্যার কারণে শ্রমিকদের নিয়মিত মজুরী দেওয়া সম্ভব হয়নি।  গত ডিসেম্বর মাসে মহেশপুরের ভৈরবা গ্রামের একটি ইটভাটা থেকে আটকে রাখা ১০ শ্রমিককে উদ্ধার করে র‌্যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন